নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনি মানুষ , নিজেকে প্রশ্ন করুন । আপনার কিসের ভয় ? এই ভয় থেকে বের হয়ে আসুন। জীবন সুন্দর হবে । স্বল্প জীবনে অল্পতেই খুশি থাকা শিখুন ।

কবি গালিব

একদিন ঠিক হয়ে যাবে এই আশাতেই চুপ করে থাকি । কিন্তু নিজেকে মানুষ দাবি করে একজন মানুষ যখন আর একজনকে কষ্ট দিতে থাকে । তখন কষ্ট পাই । আল্লাহর কাছে ক্ষমা চাই।

কবি গালিব › বিস্তারিত পোস্টঃ

একজন নারী এবং আমরা ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৩



প্রতিদিন অফিসে যাবার এবং আসবার সময় আমাকে বাসে চড়ে আসতে এবং যেতে হয় । যাবার সময় কষ্ট কম হলে ফিরবার পথে একটা জিনিস খুব খেয়াল করি । ঘরে ফিরবার যাত্রাতে অনেক সময় অনেক মেয়ে বাসে উঠে বসে । সিট গুলা যখন ভর্তি থাকে তখন সেই নারী অনেক সময় দাঁড়িয়ে থাকেন । সচারচর আমি এই রকম কিছু দেখলে নিজের সিট ছেড়ে দিয়ে কোন একজন মেয়েকে বসতে দিই ।

ইসলাম ধর্ম প্রধান দেশে একজন নারীর সম্মান কতটুকু থাকবে তা জানতে হলে হাদিস নিয়ে ঘাটাঘাটি করতে হবে। ধর্ম নিয়ে কথা বলা আমার মত বকার পক্ষে সাজে না। কিন্তু আমার মনে হয় আরব সম্রাজ্যের আই আমে জাহিলিয়াত চলে গেলেও তার কিছু নিদর্শন এখনও থেকে গেছে ।

দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখেও আমাদের সমাজের গন্য মান্য ব্যাক্তিরা সুন্দর বসে থাকেন মহিলাদের আসনে । তাদের মন মস্তিস্কে এই টুকু ভাবনা আসে না আমি বসে আছি একজন মহিলার সিটে । এইতা হয়তো আমাদের দেশে খুব স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে । আবার ওই মহিলার আসে পাশে দিয়ে পুরুষ ইচ্ছা মত যাচ্ছে আসছে। বাকিটা বলবার রুচি নাই আমার ।

এর পর শুরু হয়ে যাচ্ছে দাঁড়িয়ে থাকা সেই মহিলাটিকে ( হয়তো তিনি কারো মা, অথবা কারো বোন , কারো প্রিয় সহধর্মিণী ) খুব গভীরভাবে পর্যবেক্ষণ। আসলে তিনি একজন মানুষ না তিনি একজন পন্য । যা দিয়ে সবার চোখের ক্ষুধা মিটে যাচ্ছে । যেমনটা হয়তো কোন বাইজী নাচিয়ে মজা নিত আগের দিনের রাজা-বাদশা, জমিদারগণ ।

আমরা নিজেদেরকে দাবি করি সভ্য মানুষ । নিজের পরিবাবের কাছে নিজেকে তুলে ধরি একজন ব্যাক্তিত্বধারী পুরুষ মানুষ । নিজের বউ, মেয়ে , মাকে নিয়ে বের হলে আমরাই বলি "ওই যে ভাই , মহিলা সিটটি ছেড়ে দেন না কেন ? " । আমার হাসি পাই আমরাই মানুষ ।

এক একজন ফেসবুক সেলিব্রেটি । কয়েকদিন আগের আন্দোলনে কত জোরে জোরে চিৎকার দিলাম " নিরাপদ সড়ক চাই " তখন নিজেদের পুরুষত্ব জেগে উঠেছিলো । কাপিয়ে দিয়েছিলাম পুরো বাংলা। আর কয়েক দিন পার হতেই আমরা মেয়েদেরকে তাদের সিট দিতে চাই না। একজন পুরুষ হয়ে বসে যাই মহিলা আসনে ।

লজ্জা....ধিক্কার .। কই রাখবেন .।

এই অচেনা শহরে নিজেকে যারা সভ্য ভেবে মহিলাদেরকে সম্মান করা ভুলে গেছেন তাদের জন্যে অল্প একটু সমাবেদনা । একবার নিজেকে প্রশ্ন করুন আপনি আসলে কি করছেন। কষ্ট করে হলেই যখন শুক্রবার নামাজে যান তার মানে আপনি মুসলমান , আশা করেন একদিন জান্নাতবাসী হবেন। আরে ভাই , নিজের পার্থিব জীবনেই যদি একজন নারীকে সম্মান দিতে না পারলেন । ওই কবরে মুনকির নাকিরকে কি জবাব দিবেন ? ওই মুখ দিয়ে আপনার দিন ইসলাম বের হবে না , আপনার নবী রাসুলে কারিম (সাঃ) বের হবে না। আপনার ওই মুখ থেকে আপনার প্রতিপালক আপনার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা বের হবে না। আপনার আমার জায়গা ওই জাহান্নামে , এবং আপনাকে আমাকে সেই জায়গাতেই থাকতে হবে চিরদিন ।

পৃথিবীর মজায় বুদ হয়ে ৭০ বছরের বুড়ার ২১ বছরের একজন যুবতীর শরীরের দিকে যেই চাহনি । তা দেখে শুধু লজ্জা হয় না ঘিন্না ধরে যাই নিজের । ভাবতে শুরু করি আমি ও মানুষ । আজকে ওই ২১ বছরের যুবতীর কাছে যদি তার নিজের মেয়েকে বসিয়ে দেওয়া যেত তাহলে আসলে কি হত ? সেই লজ্জা সে কোন জায়গায় রাখতো।

দিন যত যাচ্ছে আমাদের ধর্মীয় মূল্যবোধ কমে আসছে । এই বাসে করে যাওয়া আসা মহিলারা আমাদেরই মা, আমাদের বোন , আমাদের সহধর্মিণী। একটা বার এইতা মাথার ভিতর ঢুকিয়ে ফেলুন । আল্লাহর রহমতে আপনি আর কোন দিন তাকাতে পারবেন না খারাপ দৃষ্টিতে । আপনার ওই মহিলা আসনে বসতে গেলে কলিজা কেঁপে উঠবে ।

আল্লাহ আমাদেরকে হেফাজত করুন ।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪

কাওসার চৌধুরী বলেছেন:



শুভ ব্লগিং৷সামুতে আপনাকে স্বাগতম৷শুভ কামনা রইলো ৷

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০২

কবি গালিব বলেছেন: ধন্যবাদ ভাই। আল্লাহ সবাইকে হেফাজত করুক ।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

স্রাঞ্জি সে বলেছেন:



হ্যাপি ব্লগিং.....@

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৯

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.