![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সুবহান আল্লাহ", "সুবহান আল্লাহ" বলে হেফাজত কর্মীরা পালিয়ে গেছে, বলে সুরঞ্জিত বাবু যে মন্তব্য করলেন তাতে আমি আতংকিত বোধ করছি।
এই আতংক ভয়ের আতংক নয়। এই আতংক আওয়ামীলীগের মুসলমান সদস্যদের ভবিষৎ নিয়ে আতংক। একজন অমুসলিম যিনি আওয়ামীলীগের অন্যতম শীর্ষ পদে আসীন তিনি যখন ৯০ শতাংশ মুসলমানদের দেশে তাদের ইশ্বরকে নিয়ে ঠাট্টা-তামাশা করেন আর তা যদি ঐ দলেরই প্রায় ৯০ শতাংশ মুসলমান সদস্য হজম করতে পারেন তাহলে ঐসব মুসলিম আওয়ামীলীগারদের ধর্মীয় চেতনা ও বিশ্বাস ঠিক কোথায় গিয়ে ঠেকে।
আমরা যারা সাধারন নির্বিবাদী মানুষ, আমাদের কি এটা ভেবে নেয়ার সময় হয়ে গেছে যে আওয়ামীলীগের মুসলিম সদস্য বৃন্ধদের হৃদয় গহীনে ইসলাম ও ইসলাম ধর্মের চেতনা-মূল্যবোধ বিলীনের পথে।
আমি আতংকিত, সত্যিই আতংকিত। বাংলাদেশের অন্যতম একটা বৃহত রাজনৈতিক দলের সদস্যরা কেবল মাত্র সংকীর্ন রাজনৈতিক মত পার্থক্য ও স্বার্থ হাসিলের জন্য নিজেদের সৃষ্টিকর্তার সাথে হাসি ঠাট্টা তামাশা সহ্য করতে পারে?
১৭ ই জুন, ২০১৩ রাত ১২:৩৫
উপপাদ্য বলেছেন: প্রশ্নবোধক চিহ্ন এর মানে কি??
২| ১১ ই জুন, ২০১৩ রাত ১:১৪
বাংলার হাসান বলেছেন: কালা বিলাই তো কালা বিলাইয়ের মত করেই বলবে।
১৯ শে জুন, ২০১৩ রাত ১:২৯
উপপাদ্য বলেছেন: কালা বিলাইকে পিটাইয়া লাল করা হবে শীঘ্রই।
৩| ১৯ শে জুন, ২০১৩ রাত ১:৪৭
নিকষ বলেছেন: লজ্জা, শরম, হায়া, পরদা, মান, মর্যাদা, সম্মান কিছুই অবশিষ্ট নাই। অন্যকোন দেশে এই জাতীয় মন্তব্য করলে জুতাপেটা কইরা ওরে দেশছাড়া করত, লাত্থি দিয়া পার্টি থেকে বাইর কইরা দিত। আর এইডা এখনও সসম্মানে দপ্তরবিহীন মন্ত্রী।
২১ শে জুন, ২০১৩ রাত ১২:৫৫
উপপাদ্য বলেছেন: এই না হলে আওয়ামী মন্ত্রী
৪| ১৯ শে জুন, ২০১৩ রাত ২:০১
নিয়েল হিমু বলেছেন: পোষ্ট ঠিক আমার বোধগম্য হয় নি
ঐদিন এক বৃদ্ধ মৌলানা ঢাকা থেকে আসছে । কোন কারনে ৫নাম্বার ওয়ার্ডের এক গলিতে ঢুকে রাস্তা হাড়িয়ে ফেলছে । আমরা মোটর বাইকে ২জন আরো চিপা গলির দিকে যাচ্ছিলাম ছিগারেট টানতে । তো ঐ লোকটা তাকে পথ দেখায়া দিতে বলায় পথ দেখায়া দিলাম আর জিজ্ঞাসা করলাম আপনিকি হেফাজত কর্মি ? জবাবে একটা ঝাড়ি দিল দিয়া সে তার আওয়ামিলীগীয় পরিচয় দিছিল ।
১৯ শে জুন, ২০১৩ রাত ২:১৩
উপপাদ্য বলেছেন: @নিয়েল হিমু:
ঠিক এই অনুভুতি নিয়েই আমি লিখেছি।
হেফাজতকে নিয়ে ঠাট্টা তামাশা করতে গিয়ে সেন বাবু যে আল্লাহকে নিয়ে তামাশা করে ফেলেছেন সেটা কি আপনার আওয়ামী কর্মী মৌলানা চাচারা বুঝেছেন? যদি বুঝে থাকেন তাহলে খুব ভালো, শুধু প্রতিবাদ টুকু দেখতে চাই আওমীলীগের পক্ষ থেকে।
আর যদি না বুঝে থাকেন তাহলে আমার প্রশ্ন ধর্মীয় অনুভূতি ও চেতনা কি রাজনীতির কাছে হেরে গেলো?
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০১৩ রাত ১:০৭
ইকবাল পারভেজ বলেছেন: আওয়ামীলীগের মুসলিম সদস্য ????!!!!