নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মূর্খ সমাজপতি গাঁয়ে, গগনে দেখি ক্ষয়িষ্ণু চাঁদ বিচ্যুত যৌবনে জোছনা আমায় করেছে উম্মাদ

উপপাদ্য

ইমেইল: [email protected]

উপপাদ্য › বিস্তারিত পোস্টঃ

বক্তব্য ও চরিত্র কিন্তু একই, তা সে বাংলাদেশই হোক আর মিশরই হোক

০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ৯:৪৮

চরিত্র একই:



আল জাজিরা সরাসরি সাক্ষাতকার নিচ্ছিলো মুরসি বিরোধী সেকুলারিস্টদের প্রধান মুখপাত্র খালেদ দাউদের।

সাক্ষাতকারটি অনেক টা এরকম,



আ. জা: বর্তমান পরিস্থিতিকে কিভাবে দেখছেন...

খা. দা: ব্লা ব্লা... মুসলিম ব্রাদারহুডের সকল সদস্যকে আহ্বান করছি, মিসরের জন্য আপনারা আমাদের সাথে ঐক্যবদ্ধ হোন। যদিও ইতোমধ্যে আমরা খবর পেয়েছি মিশরের বিভিন্ন শহরে ব্রাদারহুডের সমর্থকরা কপ্টিক খৃষ্ঠানদের ঘরে ঢুকে ঢুকে তাদেরকে হত্যা করছে। যদিও আমার কাছে কনফার্ম নিউজ আসেনি কতজন মারা গেছে। মৌলবাদি, ধর্ম নিয়ে রাজনীতি করে, জংগি এই অপশক্তিকে রুখে দাঁড়াতে হবে... ব্লা... ব্লা...ব্লা..



আ. জা.: সেনাবাহিনি মিশরে আলজাজিরা সহ আরো কয়েকটি টিভি চ্যানেল সম্প্রচার বন্ধ করে দিয়েছে, এটাকে কি আপনি কি বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ মনে করেন।



খা.দা : দেখুন, আমি নিজেও একজন সাংবাদিক। আমি বাক স্বাধীনতায় পুরোপুরি বিশ্বাস করি। আমি মনে করি সেনাবাহীনি এরকম কিছু করবেনা। আমি এটাকে সাপোর্ট করছিনা। কিন্তু এটা সত্য যে মিশর এ মুহুর্তে খুব ক্রিটিক্যাল একটা সময় পার করছে। এই সময়ে সবাইকে খুব সাবধান থাকতে হবে। মিশরের প্রয়োজনে এখন অনেক কিছুই করতে হচ্ছে। বাক স্বাধীনতা খুব গুরুত্বপূর্ন একটা বিষয়.... ব্লা .. ব্লা...



কিছু কি বুঝতে পারছেন? চরিত্র ও বক্তব্য কিন্তু একটাই। সেই যে আমাদের দেশে কিভাবে বিএনপি, জামাত হেফাজতের বিরোদ্ধে প্রপাগান্ডা ছড়ানো হতো তারা নাকি হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দিতেছে। মৌলবাদ, জংগী, ধর্ম নিয়ে রাজনীতি, আর শেষে, বাংলাদেশে ৫ মে'র কালো রাত্রে লেডি হিটলার কতৃক গনহত্যার সময় বন্ধ করে দেওয়া হয় ভিন্ন মতাবলম্বী টিভি চ্যানেল, বলা হয়েছে সরকারের নাকি কোন উপায় ছিলো না। দেশের এই পরিস্থিতিতে সরকারের আর কোন রাস্থা ছিলোনা!!!!



আসলে স্বৈরাচার, গনতন্ত্র বিরোধীরা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেনো বক্তব্য ও চরিত্র কিন্তু একই।

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ৯:৫৪

আল্লামা ইকবাল বলেছেন: কথা সত্য ......

০৫ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৫

উপপাদ্য বলেছেন: ধন্যবাদ......

২| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ৯:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমেরিকার পা-চাটা মোবারকের প্রস্থানে তারা যে ক পেরেশান ছিল! ব্রাদারহুডের বিজয় যে তাদের জন্য কত আতংকের ছিল.....

এখন নিশ্চয়ই খুব দ্রুতই এই সামরিক সরকারকে সহযোগীতা দেবে- কথিত গণতন্ত্রের ঠিকাদার আম্রিকা!!!!!

যেমন আরবে রাজতন্ত্রেও তাদের আপত্তি থাকেনা স্বার্থের প্রয়োজনে!!!!

০৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৮

উপপাদ্য বলেছেন: স্বার্থ ত্যাগ করে সত্যের পথে অবিচল থাকা খুব কস্টকর ভাই।

৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১০:০৩

কলাবাগান১ বলেছেন: ধর্মকে পুজি করে যখন কোন শক্তি ক্ষমতায় আসে, তখন তারা ব্যস্ত হয়ে পড়ে ধর্মের কালাকানুন কিভাবে সমাজে প্রতিস্টিত করা যায় তা নিয়ে.... তাদের কাছে money supply, balance of payment, women rights, education, economy এসব চলে যায় প্রাধান্যের বাইরে.....। বিশেষ করে নারীদের অধিকার কে ছোট করে দেখার প্রয়াসই মুসরীর পতনের অন্যতম কারন....।

তিউনিসিয়ার ইসলামিস্ট সরকার কি করে তা এখন দেখার বিষয়

০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১০:১৭

উপপাদ্য বলেছেন: ঠিক এই কথাগুলোই মুরসি বিরোধী এক নারী সমর্থককে বলতে শুনেছি বিবিসিতে। বিবিসি জিজ্ঞেস করেছিলো আর কি কি অভিযোগ??সে ঘরিয়ে পেঁচিয়ে এই কথা গুলোই আবার বলেছিলো, যে নারীদের নাকি মুরসী সাহেব ঘরে বন্দী করার প্লান করেছিলেন।

তাকে জিজ্ঞেস করা হয়েছিলো, মুরসী সাহেবতো কোন ক্রাইম করেন নি। তিনিতো অপরাধীও নন, এখন যদি আবারো মুরসী সাহেব নির্বাচিত হয়ে যান তাহলে কি তাকে মেনে নিবেন??

ঐ মহিলা আপনার মতো অনেক ইনিয়ে বিনিয়ে বলার পরে শেষে বললো যে হ্যা মেনে নিবো।

আপনি কি জানেন এটাকে কি বলে??
এটাকে বলে total madness.

ধন্যবাদ। ভালো থাকুন, আর ভালো সেকুলার হোন।

৪| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১০:১০

আল্লামা ইকবাল বলেছেন: মিষ্টার কলাবাগান,

ধর্ম প্রতিষ্ঠিত হলেই সব সমস্যার সমাধান হতো আস্তে আস্তে - বেশী তাড়াহুড়া করতে গিয়েই ধরা।

আপনি যাদের পক্ষে কথা বলছেন - তারা তো কথায় কথায় মিথ্যা কথা বলে । ধর্মে কিভাবে নারীর অধিকার ছোট করে সেটা বুঝে আসেনা - বরং অধার্মিকরাই বরং নারীকে পণ্য করে ।

সমস্যা হলো - কাফেরদের হাতে এখন ক্ষমতা বরং মিডিয়া । তাই তারা যা খুশী তা করছে এবং উচ্চ গলায় বলছে । বোকার পাবলিক টেরও পায় না কিভাবে তাদের সর্বশান্ত করা হচ্ছে ।

৫| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১০:১৪

জামান2021 বলেছেন:

০৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫১

উপপাদ্য বলেছেন: অনেক ধন্যবাদ।

৬| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১০:২০

কলাবাগান১ বলেছেন: আমি শুধু ইসলাম ধর্মকে বলছি না........।আমেরিকাতে ও কট্রর ধার্মিক লোকরা এখনও মনে করে নারীরা শুধু ঘর সংসার করবে, বাইরে কাজ করবে না... এযুগে এটা কি সম্ভব..... নবীজির যুগে যেটা ছিল দরকারী, সেটা এযুগে না লাগলে, জোর করে চালানোর তো কোন দরকার নাই....... নবীজির সময়ে ঘড়ি থাকলেম ঘড়ি দেখেই নামাজের সময় ঠিক হত......। ফেস বুক থাকলে....

আপনার এই কথায় প্রচন্ডভাবে আপত্তি
"ধর্ম প্রতিষ্ঠিত হলেই সব সমস্যার সমাধান হতো আস্তে আস্তে"

জলে আরে তেলে যেমন মিশে না..। ধর্ম এবং রাস্ট্রও তেমন মিশে না

রাস্ট্র তো আর মানুষ না যে, তার ধর্ম থাকতে হবে... রাস্ট্র যখন একটা বিশেষ ধর্মকে নিজের বলে গ্রহন করে, তখন অন্য ধর্মাম্বলীরা আর সমান অধিকার পায় না................।

০৯ ই জুলাই, ২০১৩ রাত ২:০৪

উপপাদ্য বলেছেন: জলে আর তেলে যেমন মিশে নো তেমনি সেকুলার আর মাথায় পট্টি একসাথে মিশে না।

৭| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১০:৩২

কাঙ্গাল মুরশিদ বলেছেন: "জলে আরে তেলে যেমন মিশে না..। ধর্ম এবং রাস্ট্রও তেমন মিশে না"

- তাহলে নবী মুহাম্মদ(স.) মদীনা রাস্ট্র প্রতিষ্ঠা ও পরিচালনা করলেন কিভাবে? তিনি কি ধর্মের বাইরে গিয়ে তা করেছিলেন?

এর আগে নবী সুলাইমান(আ.), দাউদ(আ.) ও রাস্ট্রপরিচালনা করেছিলেন নবী থেকেই - সেটা কিভাবে সম্ভব ছিল?

"রাস্ট্র তো আর মানুষ না যে, তার ধর্ম থাকতে হবে... " রাস্ট্র মানুষ না হওয়ায় যদি ধর্ম থাকতে না পারে তাহলে রাস্ট্র ভাষা হল কিভাবে? বাংলাদেশেতো বাংলা ছাড়া অন্য ভাষার মানুষও আছে।

আসলে এই সবই হচ্ছে নিজেদের বুঝ দেয়ার ভ্রান্ত চেস্টা এবং এটাকেই হিপোক্রেসী বলে। সম্ভব হলে পশ্চিমাদেরমত সরারসি বলুন আমরা ধর্ম চাই না, ধর্মহীন সমাজ ও রাস্ট্র চাই। আর না হলে ধর্মকে মেনে নিন জীবনের সকল বিষয়ে। দুটি মিলিয়ে গোলমাল পাকানোর চেস্টা না করাই ভাল।

৮| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১০:৩২

লিঙ্কনহুসাইন বলেছেন: মিশরেও সেনাবাহিনী নাস্তিক গো পক্ষে কথা কয়, বাংলাস্তানে সেনাবাহিনী নাস্তিক গো পক্ষে কথা কয়। আমরা যামু কুন হানে। চল সবাই করাচীর পথ ধরি, ঐটাই আমাগো বাপের ঠিকানা। - ব্যাবাক ছাগু সম্প্রদায়।

০৯ ই জুলাই, ২০১৩ রাত ২:১০

উপপাদ্য বলেছেন: তুমি হালার পু মাথায় করাচীর গু নিয়াই বেড়াইবা। মাথা থাইকা পাকিবীর্য ক্লিন করো, ধুতি খুইলা লুংগি পরো, মানুষ হওয়ার চেস্টা করো।

৯| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১০:৩৩

আল্লামা ইকবাল বলেছেন: মিষ্টার কলাবাগান,

ইসলামে নারীদের কাজ করতে তো নিষেধ নাই । থাকলে কি আর নারীর রোজগারে যে স্বামীর ভাগ নাই সেটা বলা হতো । নবীজির যুগে তো কন্যা শিশুকে হত্যা করা হতো - তিনি এসে তো সেটা বন্ধ করলেন ।

আর জানেন কি ---

According to "The Almanac Book of Facts", the population increased 137% within the past decade, Christianity increased 46%, while Islam increased 235%.

In a recent poll in the (US), 100,000 people per year in America alone, are converting to Islam. For every 1 male convert to Islam, 4 females convert to Islam, Why?

তেলে জলে মিশেনা বলছেন - এই রকম ধারণার জন্যই তো আজ রাষ্ট্রে দুর্নীতির পাহাড় । যখন একটি রাষ্ট্রে পুরো ইসলাম কায়েম হবে মহানবী (সাঃ) এর মতো - তখন সব দুর্নীতি তথা সব সমস্যার সমাধান হবে ।

আমার যথেষ্ট সন্দেহ আপনাদের মত লোক ইসলাম কে না জেনেই ইসলামের সমালোচনা করেন । আর হ্যা, ইসলাম ছাড়া অন্য সব ধর্মই বাতিল এবং আলোচনার যোগ্য নয় ।

১০| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১০:৪০

কলাবাগান১ বলেছেন: "ইসলাম ছাড়া অন্য সব ধর্মই বাতিল এবং আলোচনার যোগ্য নয় ।"

আপনাদের মত মানসিকতার লোকেরা যখন ক্ষমতায় আসবেন, তখন অমুসলিমদের অবস্হা কি হবে তা কল্পনায় দেখতি পাচ্ছি..... বিশ্বে কিন্তু অমুসলিমের সংখ্যা বেশী!!!!!

পৃথিবীতে বসে যখন মানুষ মংগল গ্রহে রোবট চালাচ্ছে, তখন আপনার মত মানসিকতার লোকের চিন্তা হল রাস্তায় কোন মেয়ে মানুষের শরীরের কত অংশ দেখা যাচ্ছে.... তার বিষয়ে আইন তৈরীতে ব্যস্ত হয়ে পড়েন, ঐ মেয়ে খেতে পড়তে পারছে কিনা সেটা যেহেতু ধর্মের ব্যাপার না, তা নিয়ে তখন কোন মাথা ব্যাথা থাকে না। কোন মেয়ে রেইপড হলে .. মেয়েরও দোষ আছে এই জাতীয় চিন্তায় অংশ নেওয়া

১১| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১০:৫০

আল্লামা ইকবাল বলেছেন: আপনি আমার বক্তব্যকে ভূল বুঝেছেন । ধর্ম হিসেবে ইসলাম ছাড়া অন্য ধর্ম আলোচনার দাবী রাখেনা - কারণ সব করাপ্টেড । মদীনার সনদে কি অমুসলিমদের অধিকার সংরক্ষণ করা হয়েছিলো না ?

ইউরোপ থেকে যখন ইহুদীদের বিতাড়িত করে দেয়া হয় - তখন তারা তুরস্কে কেমন আশ্রয় পেয়েছিলো - সেটা কি আপনার জানা আছে ?

আপনাকে কে বলেছে - মানুষের অধিকার ইসলামে রক্ষ করা হয় না । হযরত ওমর (রাঃ) রাত্রে ঘুরে বেড়ানোর কাহিনী এবং উনার ব্ক্তব্য - একটু কুকুরও যদি না খেয়ে মারা যায় - এজন্য আমাকে আল্লাহ দরবারে জবাব দিতে হবে - এগুলো কি জানেন ? জানেন না । না জেনে অযথা ইসলামের পিছনে লাগেন এবং মিডিয়ার কথা মতো নাচেন । তবে মুসলমানদের সত্যিকারের ইসলাম পালনের দুর্বলতাও এর অন্যতম কারণ ।



আপনি কি নিজেকে গান্ধীর চাইতে নিজেকে বেশী জ্ঞানী মনে করেন ? সমস্যা হলো আপনার মতো লোকেরা কখনই সত্য কথা বলেনা - বলার সাহস নাই ।

১২| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১০:৫৭

কলাবাগান১ বলেছেন: ইন্ডিয়া এখন চাদের দেশে রকেট পাঠাতে পারে, আর আমরা???? এই ইমপ্রুভমেন্টের জন্য ধর্মভিত্তিক শাসকের দরকার হয় নাই

যখন হিন্দু ধর্মান্ধ দল বিজেপি আবার ক্ষমতায় আসবে, যে রকেট এখন চাদে যায়, সেই রকেটই উড়ার আগেই মুখ থুবরে পড়বে

১৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১১:০৬

কলাবাগান১ বলেছেন: রকেট মুখ থুবড়ে পড়বে কেন না সে তো পার্টিকেল ফিজিস্ক কি তা বুঝে না, কোয়ান্টাম মেকানিস্ক কি তা বুঝে না, হাইজেনবার্গের আন সার্টিনিটির প্রিন্সিপল বুঝে না কিন্তু বুঝে কোন মেয়ে সাংবাদিক মাথায় কাপড় না দিয়ে পুরুষদের সমাবেশ কভার করতে গেছে (এন্ড ওফ দ্যা ওয়ার্ল্ড), সে বুঝে কুমারী মেয়েদের দিয়ে পুরহিতের ........

১৪| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১১:০৮

একজন ঘূণপোকা বলেছেন: এখন খাক আবার ২৯ বছর পেডানি, যাদের মারা খাইতে খাইতে অভ্যাস তাদের কে স্বাধিনতা দিয়ে লাভ নাই। তারা মনে করছে মুরসি তাদের স্বাধিনতায় আঘাত করছে, সে যদি তাই ই করত তাইলে আজকে আর আন্দোলন করা লাগত না। এখন দেখবেন ২৯ বছরের আগে আর টু শব্দ করতে পারবে না।


চেতনাধারী আসলে এক একটা ডাবল স্টান্ডার্ড, এখন দেখছেন সেনা শাসনের পক্ষে কেমন কথা বলছে????????? X( X( X(

১১ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৬

উপপাদ্য বলেছেন: চেতনার ব্যবাসা করে যারা পরিবার চালায় তাদএর চেতনা এমনই হয়। এরা মাঝে মাঝে শয়তানের সাথেও আপোস করে।

১৫| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১১:১৬

আল্লামা ইকবাল বলেছেন: মিষ্টার কলাবাগান,

আপনি কি হিন্দু নাকি ? বিজেপির কথা বলছেন কেন ? আমি তো আগেই বলেছি - ইসলাম ছাড়া সব ধর্ম বাতিল- আলোচনার যোগ্য নয় ।

যদিও ইরান পুরো সঠিক পথে নাই - তারপরেও দেখেন - ইসলামী প্রজাতন্ত্র হওয়ার পরেও তাদের বিজ্ঞানে উন্নতি কত খানি - আর ইসলামী স্বর্ণযুগের কথা আর বললাম না ।

দয়া করে - আর আউলা -যাউলা কথা বলবেন না । নিজেকেই প্রশ্ন করুন - কি বলছেন ? ধন্যবাদ । যুক্তি সঙ্গত কথা না হলে আমি আর মন্তব্য করবনা ।

১৬| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১১:২১

কলাবাগান১ বলেছেন: আমি মুসলমান কিন্তু আমার ধর্ম আমার আর রাস্ট্র সবার....

১৭| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৪

মিঠুন_বিশ্বাস_রানা বলেছেন: আমার পাশের বাসায় লোকে বউ পিটায়........ পাড়ার পোলাটা মাস্তানি করে ..............রিক্সা চালক রহিম মিয়া না খাইয়া মরে ...........

আর আমরা আছি ........ আমেরিকা .... মিশর ..... লিবিয়া .......ইরান .....ইরাক.....পাকিস্তান.......... ভারত কি করল না করল তা নিয়া

আগে ঘর সামলান তার পর না, ওগো .............. ফালাইন আপনারা ....

১৮| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৪:৫১

মিঠুন_বিশ্বাস_রানা বলেছেন: @আল্লামা ইকবাল বলেছেন ইসলাম ছাড়া সব ধর্ম বাতিল- আলোচনার যোগ্য নয় ।


ভালো তো!!!! ভাল না ?




তা ভাই আপনার প্রোফাইলে I am good man. Truth , knowledge and religion is my interest.

লিখে রাখছেন কেন ....... ????


religion মানে কি শুধু Islam ????

হয় ওটা পরিবর্তন করুন না হয় মন্তব্য পরিবর্তন করুন ..........


ও I am good man (লোকে যারে বড় বলে বড় সেই হয়)

এত কথা বলতাম না বললাম খালি আপনার ঐ একটি মন্তব্য এর জন্য

কষ্ট পাইলে দুখিত ।

১৯| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৫

মাজহারুল হুসাইন বলেছেন: হজ্জের সময় আমরা কি পড়ি?

সমস্ত কিছুই আল্লাহর, আল্লাহর সম্রাজ্যে কোন শরীক নাই । রাষ্ট্র ক্ষমতাও আল্লাহর পক্ষ থেকে । তাইতো তারা হয় খলিফা । যেমনভাবে পৃথীবিতে মানুষ আল্লাহর খলিফা ।

তারা এমন লোক যাদেরকে আমি পৃথিবীতে শক্তি-সামর্থ প্রদান করলে তারা নামায কায়েম করবে, যাকাত দেবে এবং সৎকাজে আদেশ ও অসৎকাজে নিষেধ করবে। প্রত্যেক কর্মের পরিণাম আল্লাহর এখতিয়ারভূক্ত। [সুরা হাজ্জ২২:৪১]

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.