নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মূর্খ সমাজপতি গাঁয়ে, গগনে দেখি ক্ষয়িষ্ণু চাঁদ বিচ্যুত যৌবনে জোছনা আমায় করেছে উম্মাদ

উপপাদ্য

ইমেইল: [email protected]

উপপাদ্য › বিস্তারিত পোস্টঃ

গনজাগরনের বছর ২০১৩ থাকবে আমাদের চেতনায়,আমাদের প্রেরনায়।

০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩১







আজ ২০১৪ সালের প্রথম দিবস, সারা বিশ্বজুড়ে বিশাল আলোকজ্জ্বল আতশবাজি আর বিপুল উৎসাহ নিয়ে বরন করা হয়েছে নতুন এই বছরটিকে। নতুন বছরে সবাই সবাইকে উইশ করছে যেন শুভ আর আনন্দময় হয় এই বছরটি। সে প্রত্যাশা আমারাও।



কিন্তু ফেসবুক ও ব্লগে পরিচিত অপরিচতরা বিদায়ী বছরটিকে কুফা বা খারাপ বছর বলে অবিহিত কারার অনেক চেস্টা করছেন। বছরটি যে খুব ভালো ছিলো তা বলা যাবেনা অবশ্যই। বাংলাদেশের মতো একটু উন্নয়নশীল দেশ যখন ইমার্জিং টাইগারের মুকুট মাথায় নিয়ে রপ্তানী খাতে বিশাল সম্ভাবনার সাথে উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছিলো তখন দুর্ভাগ্যবশত ২০০৮ সালের এক কৃষ্ণ অন্ধকার নির্বাচনের মাধ্যমে, দেশী বিদেশী, বিশেষ করে শত্রু রাস্ট্র ভারতের অর্থ সাহায্য সহ প্রত্যক্ষ মদতে বাংলাদেশের ক্ষমতায় বাসানো হয় সেই পুরোনো ঘসেটি বেগম শেখ হাসিনাকে যনি সদ্য পৃথিবীজুড়ে লেডি হিটলার খেতাবে ভুষিত হয়েছেন।



৫ বছর আগের ২০০৯ সালের শুরুতে সেই ঘসেটি বেগম হাসিনার ক্ষমতা গ্রহনের মধ্য দিয়ে আমাদের দেশের উদীয়মান সূর্যটি উল্টো দিকে যাওয়া শুরু করে অস্থমিত হতে চলেছে যা এখন এ মুহুর্তে পুরোদেশকে গহীন কঠিন অন্ধকারে নিমজ্জিত করে রেখেছে। তার মধ্যে ২০১৩ সালকে সবচেয়ে বেশী অন্ধকারে নিমজ্জিত ও কালো বছর বলে ধরা হচ্ছে। আসলে কি তাই?



আমার কাছে ২০১৩ এক অনন্য বছর। আমার কাছে ২০১৩ এক মহা শক্তিশালী বছর। ২০১৩ সাল আমাদেরকে শিখিয়েছে কিভাবে অত্যাচারী শোষকের বিরুদ্ধে দাঁড়াতে হয়। ২০১৩ সাল শিখিয়েছে কিভাবে শোষকের বন্ধুকের সামনে বুক পেতে দিতে হয়। ২০১৩ সাল শিখিয়েছে মিছিলের সেই শ্রেষ্ঠ শ্লোগান "রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়" কে সম্মানিত করতে।



২০১৩ সাল ছিলো মানুষের জেগে উঠার বছর। এই বছরে সারাদেশে মানুষ জেগে উঠেছে, জেগে উঠেছে রাস্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে, এই বছরে মানুষ চিনে নিয়েছে তার নিজের শত্রু মিত্র, এই বছরে মানুষ চিনে নিয়েছে বাংলাদেশের শত্রু মিত্র, এই বছরে মানুষ বুঝেছে গনতন্ত্রের মূল্য, এই বছরেরই মানুষ জেনেছে মানবাধিকার এর মূল্য। এই বছরেরই মানুষ চিনতে পেরেছে কারা ধর্ম ও ধর্মীয় স্বাধীনতার শত্রু। ঐ বছরের চিনে নিয়েছে কারা বিচার বিভাগ কে দলীয় পদতলে দুমরিয়ে মুচরিয়ে অসম্মান করে। এই বছরেরই মানুষ জেনেছে সংবাদপত্র, সাংবাদিক ও গনমাধ্যমের স্বাধীনতায় কারা আঘাত করেছে।



বছরটি ছিলো গনজাগরনের বছর। বছরটি ছিলো মুক্তিকামি মানুষের জেগে উঠার বছর।



এই মহান ২০১৩ সালে যাদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ তার স্বাধীনতা রক্ষার জন্য জেগে উঠেছে তাদেরকে জানাই সশ্রদ্ধ সালাম ও অভিবাদন।



২০১৩ আমাদের ইতিহাস ও ঐতিহ্যের সাথে মিশে থাকবে আবহমান কাল। ২০১৩কে আমরা স্মরন রাখবো চিরদিন। ২০১৩ থাকবে আমাদের চেতনায়, আমাদের প্রেরনায়।



২০১৩ এর ধারাবাহিকতায় এবছরের শুরুতে আমরা বাংলাদেশকে মুক্ত করবো স্বৈরাচার লেডি হিটলার হাসিনার কৃষ্ণ থাবা থেকে। এবছরেই শত্রু রাস্ট্র ইন্ডিয়ার শকুনী দৃষ্টি রুখে দিবে বাংলাদেশ, ইনশাআল্লাহ।



মন্তব্য ০ টি রেটিং +১/-১

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.