নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মূর্খ সমাজপতি গাঁয়ে, গগনে দেখি ক্ষয়িষ্ণু চাঁদ বিচ্যুত যৌবনে জোছনা আমায় করেছে উম্মাদ

উপপাদ্য

ইমেইল: [email protected]

উপপাদ্য › বিস্তারিত পোস্টঃ

প্রিয় মডারেটর: তবু কোন অভিযোগ নেই, তবু কোন বিদ্ধেষ নেই

২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০২

হয়তো আমি হেরে যাবো, হয়তো আর কোন পোস্ট আমাকে প্রকাশ করতে দেয়া হবে না। হয়তো নিষিদ্ধ হবো কোন দিন তোমাদের এই আঙিনায়। হয়তো কাটা তারের বেড়ায় গুলিবিদ্ধ ফেলানির ঝুলে থাকা লাশের মতো আমার পোস্টগুলো আটকে যাবে সীমান্তের চোরাবালিতে। কিন্তু তাই বলেকি হাল ছেড়ে দিবো? না। তাই বলে কি ব্লগের মালিক বা আরো যারা সেচ্ছাচারী ক্ষমতাবান মডারেটর রয়েছেন তাদেরকে শত্রু ভাববো? ন। এটা হচ্ছে একটা মনস্তাত্বিক লড়াই। এই লড়াই হেরে যেতে পারি আবার জিততেও পারি। এ লড়াইটা এক মিনিটেরও হতে পারে আবার যুগ যুগ ধরেও হতে পারে।



স্বচ্ছ মডারেশন, নিরপেক্ষ মডারেশন। দলীয় লেজুরবৃত্তি, মানবাধিকার, ধর্মীয় স্বাধিনতা, ধর্মের কটুক্তিকারীদের বিরোদ্ধে কঠোর ব্যবস্থা এইসব বিষয়ে আমার অবস্থান সব সময় যেমন ছিলো ভবিষ্যতেও তেমনই থাকবে।



যতবারই এই ব্লগটির ব্যাপারে আঘাত হানার চেস্টা করা হয়েছে স্বার্থান্বেষী মহল থেকে ততবার যেমন রুখে দাঁড়িয়েছি ভবিষ্যতেও রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। কিন্তু আমার আদর্শ, চিন্তা ও চেতনা। বাংলাদেশ, বাংলাদেশ নিয়ে আপোষহীন মনোভাব, মানবাধিকার রক্ষা, বাকস্বাধীনতা, আইনের শাসন, নারীর সম্মান রক্ষা, ধর্মীয় মুল্যবোধ ও স্বাধীনতা রক্ষা থেকে একচুলও নড়বো না।



আজ আবারো ডিলিট দেওয়া হলো আমার পোস্ট টিকে। আমি মোটেও ক্ষোব্ধ নই। আমি মোটেও বিস্মিত নই। আমি মোটেও রেগে যাইনি। আমি শুধু সত্যটা প্রকাশ করতে চেয়েছিলাম। একদল মানুষ যারা অন্যের বাকস্বাধীনতায় বিশ্বাস করেনা কিন্তু সারাদিন বাকস্বাধীনতার বুলি আওড়ায় তারা তাদের ক্ষমতাবলে আমার পোস্ট টি দ্বিতীয়বারের মতো ডিলিট দিয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে এই সব শ্রদ্ধেয় ক্ষমতাবান মডারেটরদের আমি চিনি।



তাই কোন অভিযোগ নেই আপনাদের প্রতি। কোন বিদ্বেষ নেই আপনাদের প্রতি। একদিন নিশ্চয় আমি, আপনি, আমরা সবাই মিলে কাঁধে কাঁধ আর হাতে হাত রেখে ঐ টেকনাফ থেকে তেতুলিয়ার পথে পথে শীশাঢালা প্রাচীরের মতো মজবুত ভ্রাতৃত্বের গাঁথুনিতে গড়ে তুলবো দেশ একসাথে। নিশ্চয় সেদিন আমরা গর্জে উঠবো, গগনবিদারী নিনাদে নিনাদে জাগিয়ে তুলবো স্বদেশ। শ্লোগান হবে বাংলাদেশ - জিন্দাবাদ।



এখানে আবারো সেই পোস্টটির লিংক সংযোজন করা হলো

ছোট গল্প: বাচ্চা-রাজাকারের বড় হওয়ার স্বপ্ন: ফিচারিং একটি সাধারন চ্যাতনা পরিবারের সন্তান

মন্তব্য ৩৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৩

বেঈমান আমি. বলেছেন: আহারে ;)

২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪২

উপপাদ্য বলেছেন: চুক চুক,,,,

নিশ্চয় খারাপ বলিনি। আমি পিয়ালদের মতো কিছু বলিনি।

আসলে ওদের মতো বলতেও পারিনা।

২| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:০০

বেঈমান আমি. বলেছেন: এই খানে পিয়াল আসলো কিভাবে?সেতো এই ব্লগেই আসেনা।

২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১২

উপপাদ্য বলেছেন: পিয়াল নিয়ে আসলাম। ব্লগিংয়ের শুরুতে তাদের দাপট টা দেখেছিলাম। আর যখন বিদায় নেয় তখনও দেখেছিলাম।

কিন্তু একটা অদ্ভুত কারনে আমরা পারিনা বিদায় নিতে। এইযে আপনার মতো এতো এতো এনিমি আছে, প্রতি মুহুর্তে পেইন দেন তাও সামুকে ভালো লাগে। ভালোবাসি।

ভার্চুয়াল এই আনন্দ বেদনা খারাপ না। চলুক না হয়।

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:০৪

ফারুক মৃধা বলেছেন: সামুর আলেক্সা রেটিং।.... ৪৪

২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৫

উপপাদ্য বলেছেন: সামুর আলেক্সা রেটিং ৪৪। এটা সামুর জন্য অত্যন্ত লজ্জাজনক। যারা বাংলাদেশে ব্লগিং চেনালো যাদের কারনে আজ আমরা ব্লগার তাদের নিজেদের একচোখা নীতির কারনে শুধু আলেক্সা রেটিংই নয় বরং সাধারন ব্লগারদের মনেও রেটিং অনেক নেমে গেছে। তবুও সামুই সেরা আমার চোখে।

স্বচ্ছ মডারেশন কাম্য। ও আমরা যারা রাজনৈতিক পোস্ট দেই তাদের সমান সুযোগ পাওয়া উচিত। কেন আওয়ামী ও কমিউনিস্ট ভাবধারার ব্লাগেরা বিশেষভাবে মুল্যায়িত হয়। বাংলাদেশী জাতিয়য়তাবাদ ও ইসলামী মুল্যবোধে বিশ্বাসীদের জন্য কেন অন্য নীতি। এহুলো ঠিক না হলে হয়তো দেখা যাবে আমার মতো গুটি কয়েক সামু পাগলাই আছে। বাকিরা নিজেদের মতো আমার ব্লগ চামার ব্লগ খুণনজে নিছে।

ধন্যবাদ ইনফরমেশান শেয়ার এর জন্য

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৫

বেঈমান আমি. বলেছেন: তারা কেউ বিদায় নেয়নাই।জাস্ট সামুতে আসেনা।আপনি প্রপাগান্ডা ছড়াবেন আমি প্রতিবাদ করলেই এনিমি?আপনার সাথে কোনোদিন দেখা হবে না কথা হবে না বাট প্রতিবাদ করবোই।দেখেন নিউ ফালতু ছাগুদের পোস্টে কমেন্টও করিনা।আপনারে চিনি বলেই কমেন্ট করি।

২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৯

উপপাদ্য বলেছেন: সামু থেকে বিদায় নিয়েছে বলেই ধরে নিছি। কিংবা আপনার কথা অনুযায়ী সামুতে আর আসেনা।

আমি প্রপাগান্ডা ছড়াই না। এটা আপনার ভুল ধারনা। ভুল ধারনাগুলো ভাঙা উচিত। সত্য এবং উচিত কথাগুলো বলার চেস্টা করি। এতে অনেক সময় অনেকেরই খারাপ লাগে। আমাদের সমস্যা হচ্ছে আমরা আমাদের দলীয় লেজুড়বৃত্তিটা ছাড়তে পারিনা। তাই আপনি যেমন অন্ধভাবে আমাকে ছাগু সম্প্রদায় বা ছাগবান্ধব মনে করছেন তেমনি আমিও আপনাকে খুব হার্ডকোর হাম্বা মনে করি।

ভূল করলে আপনি আমার পোস্টে এসে প্রতিবাদ করবেন আমি ভুল সংশোধন করবো। এ ব্যাপারে আমি উদার থাকার চেস্টা করি। আমার মতাদর্শই শেষ কথা নয় হয়তো। আমার পথেও ভুল ত্রুটি থাকতে পারে। শুদ্ধ পথ খুঁজে বের করার লক্ষ্যেই ব্লগে এই আলোচনা সমালোচনা। এটাই স্বাভাবিক, এজন্যই ব্লগ প্লাটফর্মগুলো।

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:৫৩

রাফা বলেছেন: মিথ্যা তথ্য ,বিক্বত তথ্য অথবা দেশ বিরোধী চক্রের পারপাস যারা সার্ভ করে তারা বেহায়া হয় এটা নতুন কিছু নয়।

বাচ্চা রাজাকার,কাচ্চা রাজাকার আর সাচ্চা রাজাকার সব আজ একাকার।

এটাই হোচ্ছ গোয়েবলসের সেই চিরাচরিত কায়দা।একটা মিথ্যাকে সত্য করার প্রচেস্টা।

রাজাকার আর মুক্তিযুদ্ধের ধারক বাহকের উত্তরশুরিদের মধ্যে কোন বন্ধুত্ব থাকতে পারেনা।(এটা আপনার গল্পের ছলে লেখা মিথ্যাচারের জবাব)

২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:০৮

উপপাদ্য বলেছেন: ও আচ্ছা তাই নাকি। তা শেখ হাসিনা ও তার মেয়েকে কি আপনি মুক্তিযুদ্ধের ধারক বাহকদের উত্তরসুরী বলে মনে করেন না?

জাস্ট আনসার মি ইয়েস অর নট?

আমি গোয়েবলসীয় কায়দায় কোন প্রপাগান্ডা ছড়াই না। আমি রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স থেকে লেখার চেস্টা করি। কারন আমি জানি যারা গোয়েবলসীয় কায়দায় লেখে তাদের অবস্থা সিপি গ্যাং, আমি পিয়াল, সুশান্ত, আউজুদের মতো হয়। নিশ্চয় আপনারও চোখ কান খোলা আছে। জানেন তো কি হয়েছে।

৬| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:৩৪

ছািব্বর বলেছেন: সামুর এর পরেও হুশ হবেনা। ব্লগার নয় নিজেদের মতই এদের কাছে আসল । অকারনে আমার নিক ঝামেলা করছে।

২৭ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৪:০৫

উপপাদ্য বলেছেন: সচ্ছ মডারেশনের দাবী এই ব্লগে বহুদিনের। কিন্তু স্বচ্ছ মডারেশান আমরা কন্টিনিয়াসলি দেখতে পাইনা।

সামুর কিছু মডারেটরদের মধ্যে কিছু শব্দ, কিছু অক্ষর, কিছু নাম, কিছু আদর্শিক ব্যাপার নিয়ে যেমন আ্যালার্জি আছে এবং এগুলো দেখলেই না পড়েই অনেক সময় ডিলিট করে দেয়। তেমনি কিছু শব্দ, কিছু নাম, চেতনার ব্যাপার স্যাপার কিংবা ধর্ম বিরোধিতা দেখলেই সেটা প্রমোট করে দেয়ার অভিযোগও আছে।

এটা আসলে ব্যক্তি বিশেষের উপর ডিপেন্ড করছে। সব মডারেটরই একচোখা নয়, সব মডারেটরই সাবজেক্টিভ নয় বলে বিশ্বাস করি।

এইখানে আসিফ মহিউদ্দিন, আমি পিয়ালদের প্রমোট করা হয়েছে, কিন্তু খালেদা জিয়াকে নিয়ে কুৎসা রটানো পোস্ট সংকলিত পাতায় প্রমোটেড ছিলো। আজ আসিফ ধর্ম বিদ্বেসী ও মানবাধিকার বিরোধী একজন আর অমি পিয়াল মুক্তিযুদ্ধের নাম ব্যাবহার করে নারী নির্যাতনকারী, গার্লস গ্রুমিংয়ের সাথে জড়িত।

হুশ হবেনা এটা হয়তো সত্যি। কারন মিডিয়া ও সাংবাদ পত্রের স্বাধীনতার সরাসরি শত্রু লেডি হিটলার সরকারকে মিডিয়ার লোকজনই সবচেয়ে বেশী ভালোবাসে। এরই নাম দলীয় লেজুড়বৃত্তি। সেলুকাস, কি বিচিত্র বাংলাদেশ। অনেক ধন্যবাদ।

৭| ২৭ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৪:৫৮

বঙ্গদর্পণ বলেছেন: আপনি লেখার শুরুতে কিছুটা 'কাব্যিক ভাষা' ব্যবহার করে 'সুচীল' ভাব নিতে চাইছিলেন। কিন্তু উপরের মন্তব্যে আপনার জবাব পড়ে বুঝলাম আপনি একজন "গ্রেট ফাউল ছাগু"। আপানার এই লেখা বা অভিযোগের সাথে যাদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোন সম্পর্ক নেই তাদেরকে অপ্রাসঙ্গীকভাবে ব্যক্তিগত আক্রমণ করা মোটেই গ্রহণযোগ্য নয়। মডারেটরদের উচিত আপনাকে সম্পূর্ণভাবে ব্লক করা। অন্যের সমালোচনা করার আগে আয়নায় নিজের মুখ দেখেন।

২৭ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৯

উপপাদ্য বলেছেন: আপনার যা অতীত দেখেছি তাতে এমন সুশীলগিরি দেখানো চ্যাতনার পরিপন্থি হচ্ছে যে নেংটা হাম্বাআআআআআআ বাবু। আপনি যেভাবে ব্যাক্তি আক্রমন করে কমন্টাইছেন বিভিন্ন পোস্টে এরপর আপনার মুখ আর পায়ু পথ সমান হয়ে গেছে। ঐ মুখে উপদেশ দেয়ার মতো গন্ধ ছড়াবেন না প্লিজ।

মডারেটর কি আপনার আত্মীয়?? ঠিকাছে দেখেনতো ব্লক বা ব্যান করে কিনা চিরতরে?

এসব বাধা বিপত্তি মাথায় নিয়েই ব্লগিং করি, কারন অনেক মডারেটর আর আমার চিন্তার মধ্যে অনেক সময় পার্থক্য থাকে, কালোকে কালো আর সাদা কে সাদা বলতে দ্বিধা করিনা যে।

৮| ২৭ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৪:৫৮

একজন ঘূণপোকা বলেছেন: আলোচিত পোশট্টিতে এমন কিছু নেই যে তা মুছে দিতা হবে!!!


সচ্ছ মডারেশন কাম্য

২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১১

উপপাদ্য বলেছেন: আলোচিত পোস্টটিতে আসলেই কিছু নেই। শুধু মাত্র দুইটা বন্ধু যারা আজিবন বন্ধুই আছে। আর আমাদের নোংড়া রাজনীতি তাদেরকে একটু দুরে ঠেলে দিয়েছে। এই নোংরা রাজনীতির নোংড়া দিকটাই তুলে ধরেছি।

সমস্যা হচ্ছে কোন কোন মডারেটর হয়তো বর্তমান প্রেক্ষাপটে আমাদের বিবদমান নোংরা রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশী নোংরাতম দলটাকে পছন্দ করেন তাই কম নোংরা দলগুলোতে তাদের আ্যালার্জি।

এই মডু নিশ্চয় বাক স্বাধীনতার দাবীতে সবচেয়ে বেশী চিল্লান বলে বিশ্বাস করি।

ধন্যবাদ আপনাকে।

৯| ২৭ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৫:০১

জাহাঙ্গীর জান বলেছেন: ওইরকম ওভার স্মার্ট ব্লগার গুঁতো দিয়ে মন্তব্য করা তাদের অভ্যাসে পরিণত হয়েছে,যাকে ইচ্ছে তাকে ছাগু, ট্যাগ দিয়ে কথা বলেছেন । দলীয় লেজুড়বৃত্তি পরেও মানুষ আছেন, সেটি শিকার করতে তাদের কষ্ট হয় ।

২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৮

উপপাদ্য বলেছেন: এরা ওভারস্মার্ট ব্লগার নয়। এরা ওভারস্মার্ট হাম্বা। ইনারা অন্যের লেজ খুঁজার আগে নিজের লেজের দিকে একবারও তাকান না।

উনারা নিজেদের লেজ ও লেজুড়বৃত্তি নিয়ে মানুষের রক্তনদীতে নৌকা ভাসিয়ে সুখেই আছেন। মডারেশন উনাদের কথায় চালাতে হয় বলেো অভিযোগ রয়েছে। যদিও আমি বিশ্বাস করছি না।

১০| ২৭ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৩

হেডস্যার বলেছেন:
কাইন্দো না ছাগু :-P

২৭ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

উপপাদ্য বলেছেন: চোখের পানিতে ভাইসা যাচ্ছে/ আপনে জলদি নৌকা নিয়ে আসেন।

আমি একসময় ভাবতাম আপনি হাম্বা না। আপনি সুশীল। অনেকদিন লুকিয়ে রেখেছিলেন নিজের আসল চেহারাটা সযতনে।

বাট দিনকে দিন আপনার ইভলুশন দেখে চমকিত হচ্ছ।
ইদানিং সেই পুরানা ইতর হাম্বাদের মতো আপনিও কোন কথা নাই বার্তা নাই পোস্টে ঢুকেই ছাগু ছাগু করে ম্যাতকার করেন। কলাহাম্বাগান ও হাসান হাম্বৈশাখীও আপনার কাছে হার মানতেছে মনে হচ্ছে।

যাই হোক আপনার বিবর্তনটা নিম্নরূপ।

হেডস্যার >> স্যার > ষাড় > > হাম্বা >> হেডহাম্বা

ভালো থাকুন, ধুতি সামলিয়ে চলুন হেডহাম্বা

১১| ২৭ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০১

মামুন রশিদ বলেছেন: রাতে দেখলাম পোস্ট দিছেন "মডুদের পাছায় আগুন ধরে যাওয়া..".. শিরোনামে,

তারাই আবার 'প্রিয় মডারেটর' হয়ে গেলো :| :#)

২৭ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

উপপাদ্য বলেছেন: আপনাকে ধন্যবাদ যে আপনি বিষয়টা বুঝেছেন।

কিন্তু মজার ব্যাপার কি জানেন। যে পোস্টের শিরোনামে লেখা " মডুর পাছা......" মডু কিন্তু সে পোস্ট ডিলিট দেয় নাই। মডু ডিলিটাইছে পুরাতন পোস্ট। তাই পাছায় আগুন লাগার পরেও মডু যখন মইন্ডায় নাই সে নিশ্চয় আমার প্রিয় মডু। মডুর পাছায় আগুন দেন দেখবেন সেও আপনার প্রিয় মডু হবে।

১২| ২৭ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৯

চলতি নিয়ম বলেছেন: =p~ =p~

২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৬

উপপাদ্য বলেছেন: B:-/ B:-/

নিয়ম ঠিক আছে নি?

১৩| ২৭ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১১

হেডস্যার বলেছেন:
আপনার অবজারভেশন প্রকৃত ছাগুদের মতই। অভিনন্দন। :)
গিয়ান বিতরনের জন্য আমার পক্ষ থেকে কিছু কাঠাল পাতা পাওনা রইলা ছাগু। :-P

২৭ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

উপপাদ্য বলেছেন: বাট আপনার অবজার্বেশান হাম্বাদের থকেই এক কাঠি সরস দাদা।

চটি পিয়াল হওয়ার অভুতপূর্ব সম্ভাবনা আপনার মাঝে লুক্কায়িত আছে, শুধু একটু বিকশিত হতে বাকি। যে গতিতে এগিয়ে যাচ্ছেন আশা করি শীঘ্রই হাম্বা পয়দাকরন বিদ্যালয়ের হেড হাম্বা হিসেবে পদায়িত হবেন। :D :D

শুধু চ্যাতনাটা একটু সমালিয়ে।

১৪| ২৭ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

স্বপ্নবিলাসী আমি বলেছেন:






হেডস্যার, কিছু মনে না করলে একটা কোশ্চেন করতে চাই!! আপনার নিকের সৃষ্টি থেকে আজ পর্যন্ত এর পেছনে কি শুধুমাত্র একজনই ইউজার ছিল? আমার খুবই সিম্পল কিছু অবজারভেশন বলে, আপনার ব্লগীয় একটিভিটি আগের মত আর নেই!! আপনার আগের চেহারার সাথে এখনকার চেহারার কেমন জানি আর মিল পাইনা!! :( ট্যাগিং-ফ্যাগিং, বালছালের জ্বালায় ব্লগে এখন আর তেমন রেগুলার নই!! তারপরও একসময়ে যে ব্লগারকে আমার ফেবারিট ব্লগারদের আসনে বসিয়েছিলাম, তার ব্যাপারে একটু অনধিকার চর্চার লোভ সামলাতে পারলামনা। ভালো থাকুন।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৫

উপপাদ্য বলেছেন: উনার বিবর্তনটা আমার কাছে নিম্নরূপ।

হেডস্যার >> স্যার > ষাড় > > হাম্বা >> হেডহাম্বা

১৫| ২৭ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

ক্যাচালবাজ বলেছেন: মামুন রশিদ বলেছেন: রাতে দেখলাম পোস্ট দিছেন "মডুদের পাছায় আগুন ধরে যাওয়া..".. শিরোনামে,

তারাই আবার 'প্রিয় মডারেটর' হয়ে গেলো

২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩০

উপপাদ্য বলেছেন: একচোখা মডারেটররে মুলা দিচ্ছি। =p~ =p~

১৬| ২৭ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

বেঈমান আমি. বলেছেন: মামুন রশিদ @কিসের লক্ষন বুঝতে পারছেন ভ্রাতা? ;)


কোন ছাগুরে ছাগু কইলে কিছু ছুপা ছাগু আইসা ম্যাতকার করতে থাকে সব সময়।বছরের অন্য সময় এসব ছুপা ছাগু নিকের কোন এক্টিভিটি চোখেই পড়েনা।

২৭ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

উপপাদ্য বলেছেন: উপরে এক কমেন্টে আপনি বলেছিলেন : আপনি প্রপাগান্ডা ছড়াবেন আমি প্রতিবাদ করলেই এনিমি?

এখন আপনিই বলুন এই কমেন্টে প্রপাগান্ডা কে ছড়াচ্ছে। এ মন্তব্য কি অন্য কোন পোস্টে করার কথা ছিলো?? না হলে আপনার কমেন্টের পক্ষে একটা যুক্তি দেখান তো।

১৭| ২৭ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

হেডস্যার বলেছেন:
@স্বপ্নবিলাসী আমিঃ
এই নিশ্চয়তা দিতে পারি যে কেউ যদি প্রমান করতে পারে আমার আরো ১টা বা একাধিক নিক আছে তাহলে আর কোনদিন ব্লগে আসবো না। :#)

২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৩

উপপাদ্য বলেছেন: এইডা কিছু হইলো। জিগাইলো কি আর উত্তর দিলেন কি??

পিছলানোর প্রক্রিয়া ভালো হয় নাই।

যাই হোক, স্বচ্ছ মডারেশনের দাবীতে আপনার নিজেরও পোস্ট আছে।
কিন্তু অন্যের বেলায় স্বচ্ছ মডারেশান চান না বলেই প্রতীয়মান হচ্ছে।

১৮| ২৭ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

স্বপ্নবিলাসী আমি বলেছেন:





হেডস্যার, আপনি মনে হয় আমার প্রশ্নটা বুঝেননি!! আমি জানতে চেয়েছি যে, এই নিকটা কি প্রথম থেকে আজ পর্যন্ত শুধু আপনিই ব্যবহার করতেন? নাকি এই নিকের ইউজার আরো কেউ ছিল?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫১

উপপাদ্য বলেছেন: উনি এখনো আপনার প্রশ্নটি বুঝতে পারেননি। ইতোমধ্যে আরো কয়েকবার তিনি আপনার এই কমেন্টসহ পোস্টটি দেখে গেছেন।

এখন নিশ্চয় বুঝতে পেরেছেন তিনি কেন হেডহাম্বা?

১৯| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৪

উপপাদ্য বলেছেন: আলোচিত পোস্ট টি ৩য় বারে মতো জোরপূর্বক ড্রাফট করা হয়েছিলো গত রাতে।

মডারেটরকি ব্যাক্তিগত আক্রোশ দেখাচ্ছেন নাকি ঐ বিশেষ পোস্টের প্রতি।

:(( :(( :((

২০| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০৫

উপপাদ্য বলেছেন: আমার আরো একটি পোস্ট জোর পূর্বক ড্রাফট করে দেয়া হলো এই মাত্র। বাক স্বাধীনতা প্রতিষ্ঠা নিয়ে অনেকেই কথা আছে। এমনকি আমাদের সামুর স্বত্বাধীকারী জানা আপাও সব সময় সোচ্চার। কিন্তু বাক স্বাধীনতা দলনে সামুও স্বৈরাচারের মতোই আচরন করছে।

কোন ক্ষোভ নেই, কোন বিরোধ, কোন দু্ুঃখবোধ নেই। পৃথিবীটাই এমন অন্যায় শক্তুশালী হলে সবাই একটু কাবুই থাকে। সাহসী সবাই হতে পারেনা। সামুই বা কেন বয়াটিক্রম হয়ে সাহসের আলো জ্বালাবে। সাহসের বাতিঘর সবাই হতে পারেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.