নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মূর্খ সমাজপতি গাঁয়ে, গগনে দেখি ক্ষয়িষ্ণু চাঁদ বিচ্যুত যৌবনে জোছনা আমায় করেছে উম্মাদ

উপপাদ্য

ইমেইল: [email protected]

উপপাদ্য › বিস্তারিত পোস্টঃ

মহান বিসর্জন কখনোই পরাজয় নয় : রাইজ অফ অ্যান এম্পাইয়ার (মুভি)

২২ শে জুন, ২০১৪ রাত ১০:৫৯





মুভি দেখা আমার নেশা নয়, তবে যখন দেখি নেশাখোরদের মতোই দেখি। শেখার চেস্টা করি। ইনসাইট বোঝার চেস্টা করি। গতকাল দেখলাম ৩০০: রাইজ অফ অ্যান এম্পাইয়ার। এটা আসলে ৩০০ মুভিটির সিকুয়েল।



"রাইজ অফ এম্পাইয়ার" এর একটি দৃ্শ্যে গ্রীসের কমান্ডার থেমিস্টকল স্পার্টা রাজা লিওনাইডাস এর মৃত্যুকে বর্ননা করেছেন এভাবে, "Leonidas and Sparta's great sacrifice was no defeat. It will allow us to unite Greece for one purpose, against one enemy."







তাৎক্ষনিক আমার বাংলাদেশে এই খুনী হাসিনার গেস্টাপো র‌্যাব-পুলিশ বাহিনীর হাতে নিহত ও নির্যাতিত হাজার হাজার সংগ্রামী ভাই-বোনদের কথা মনে পড়লো। আজ আমরা যারা বেঁচে আছি, এখনো খুন, গুম কিংবা পুড়িয়ে হত্যার শিকার হইনি, আমাদের অনেকেই মনে করেন খুনী হাসিনা ও তার মানবতাবিরোধী বাহিনী আমাদেরকে পরাজিত করেছে। পরাজিত করেছে ২৮ অক্টোবরে, পরাজিত করেছে ২৮ ফেব্রুয়ারীতে, পরাজিত করেছে ইলিয়াস-চৌধুরী আলম গুমের মাধ্যমে, পরাজিত করেছে আজহাররের ১ মাস বয়সী শিশুকন্যাকে এতিম করার মাধ্যমে, পরাজিত করেছে ৫ মের কালো রাত্রীতে, পরাজিত করেছে অন্তসত্বা মাকে গ্রেফতার করে নির্যাতনের মধ্যমে।







আসলেকি আমরা পরাজিত হয়েছি? না আমরা পরাজিত হইনি। আমরা পরাজিত হতে পারিনা, কক্ষনোই না। কারন মানুষের মুক্তির জন্য, খুনী স্বৈরাচারী হাসিনার নির্মমতা থেকে দেশের মানুষকে মুক্ত করার জন্য যারা আন্দোলন করে, গনহত্যা থেকে সাধারন মানুষের মুক্তির জন্য যারা লড়াই করছে, বাংলাদেশকে গোলামীর জিঞ্জির থেকে যারা মুক্ত করতে চায় তাদের এই বিসর্জন নিঃসন্দেহে মহান। আর নিশ্চয় কোন মহান কোরবানী ব্যার্থ হতে পারেনা। মহান কোরবানী কখনোই পরাজয় নয়।



এই অপয়া শক্তি, সন্ত্রাসী বাহিনী, ফেরাউন-নমরুদের প্রেতাত্মাদের বিচার এই দেশে হবেই। তরুনদের একটা দল জেগে উঠবে। জেগে উঠবে নজরুলের অবিনাশী গানের মতোই, বিদ্রোহী কবিতার মতোই, আল মাহমুদের বখতিয়ারের ঘোড়ায় চড়ে জেগে উঠবেই আ্যাগেইনস্ট ওয়ান এনিমি।





মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৪ বিকাল ৩:৩৫

আমিজমিদার বলেছেন: হাঃ হাঃ হাঃ B:-/

২৯ শে জুন, ২০১৪ রাত ১০:৪২

উপপাদ্য বলেছেন: B:-) B:-)

২| ২৪ শে জুন, ২০১৪ সকাল ১০:৪৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
জেগে উঠবে নজরুলের অবিনাশী গানের মতোই, বিদ্রোহী কবিতার মতোই, আল মাহমুদের বখতিয়ারের ঘোড়ায় চড়ে জেগে উঠবেই আ্যাগেইনস্ট ওয়ান এনিমি।

মানবতার জয় হোক ! ধন্যবাদ আপনাকে !

০১ লা জুলাই, ২০১৪ রাত ২:০১

উপপাদ্য বলেছেন: মানবতার জয় হোক।

অনেক ধন্যবাদ স্বপ্নচারী

৩| ২৭ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

একজন ঘূণপোকা বলেছেন:
অফলাইনেই পড়েছিলাম।


এই অপয়া শক্তি, সন্ত্রাসী বাহিনী, ফেরাউন-নমরুদের প্রেতাত্মাদের বিচার এই দেশে হবেই। তরুনদের একটা দল জেগে উঠবে। জেগে উঠবে নজরুলের অবিনাশী গানের মতোই, বিদ্রোহী কবিতার মতোই, আল মাহমুদের বখতিয়ারের ঘোড়ায় চড়ে জেগে উঠবেই আ্যাগেইনস্ট ওয়ান এনিমি।

প্রথম ভালো লাগা :)

০১ লা জুলাই, ২০১৪ রাত ৯:৩৮

উপপাদ্য বলেছেন: পোকা ভাই,

রাত পোহাবার কত দেরী??

৪| ০৩ রা জুলাই, ২০১৪ ভোর ৪:৫৪

একজন ঘূণপোকা বলেছেন:

রাত পোহাবার মনে হচ্ছে খুব বেশি আর দেরি নেই, সুড়ঙ্গের শেষ মাথায় ক্ষীণ কিন্তু নিশ্চিত একটি আলোক রেখা দেখতে পাচ্ছি ভাই!!!

০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১২:৪১

উপপাদ্য বলেছেন: সে আশায় বুক বেঁধে আছি

দীর্ঘ দিবস
দীর্ঘ রজনী

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:১৭

আব্দুল হাদী বলেছেন: পরে ভাল লাগল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.