নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মূর্খ সমাজপতি গাঁয়ে, গগনে দেখি ক্ষয়িষ্ণু চাঁদ বিচ্যুত যৌবনে জোছনা আমায় করেছে উম্মাদ

উপপাদ্য

ইমেইল: [email protected]

উপপাদ্য › বিস্তারিত পোস্টঃ

বেগম জিয়াকে হত্যার পরিকল্পনা করছে জামায়াত

১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৪

|| বেগম জিয়াকে হত্যার পরিকল্পনা করছে জামায়াত ||

ইদানিং একটা কথা ছড়ানো হচ্ছে। আওয়ামিলীগের বিভিন্ন পর্যায়ের নেতা ও দ্বায়িত্বশীল ব্যাক্তিবর্গ বিভিন্ন সভা-সমাবেশ ও মিডিয়ার সামনে বার বার বলছেন জামায়াত-শিবির বেগম খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনা করছে। বিষয়টাকে বাংলাদেশী জাতিয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসীরা খুব একটা গুরুত্ব দিচ্ছেন না বলে মনে হচ্ছে। কিন্তু আওয়ামীলীগ যখন মিডিয়ায় এমন বিষয় নিয়ে শোরগোল তৈরির চেস্টা করে তখন এর পেছনে রহস্য অবশ্যই আছে।

এই যেমন ধরেন মোজাম্মেল হক নামের এক অবৈধ মন্ত্রী বলেছে, গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে জামায়াত-শিবির জংগিদের টার্গেট এখন খালেদা জিয়া। স্বভাবতই প্রশ্ন আসে যে গোয়েন্দা রিপোর্টের বক্তব্য প্রচারের দ্বায়িত্ব কি তাকে দেয়া হয়েছে? তাছাড়া গোয়েন্দাদের কাছে যদি এমন অকাট্য প্রামনই থাকে যে জামায়াত শিবির বেগম জিয়াকে হত্যা করতে চায় তাহলে গোয়েন্দা সংস্থার উচিত বেগম জিয়ার সংগে সরাসরি এই বিষয় ও তার সিকিউরিটি নিয়ে পরামর্শ করা। কিন্তু এমন কোন খবর আজো আমরা পাইনি। তার মানে বিষয়টা হচ্ছে ভুয়া।

কিন্তু ভুয়া বলে এটাকে উড়িয়ে দেয়া কি ঠিক হবে? বিষয়টা এমন হতে পারে যে শেখ হাসিনা ও ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা আসলেই একটা প্লান বি তৈরি করে রেখেছে। হয়তো আওয়ামী-ইন্ডিলীগ পতনের শেষ মুহুর্তে বাংলাদেশের সবচেয়ে সম্মানিত, ধৈর্যশীল ও অভিজ্ঞ এই নেত্রিকে হত্যা করার মতো ঘৃন্য কাজ করে ফেলতে পারে। যে দেশে শেখ হাসিনার হাতে ২৪ ঘন্টায় ১৭৪জন মানুষ হত্যা করা সম্ভব, যে দেশে এক রাতে টোটাল ব্লাক আউট করে হাজার হাজার ঘুমন্ত মানুষের উপর পুলিশ-বিজিবি লেলিয়ে দিয়ে মাস কিলিং করা সম্ভব তার দ্বারা বেগম জিয়াকে হত্যা করে দেশকে অভিবাবকহীন, বিএনপিকে নেতৃত্বশূন্য ও বাংলাদেশে গণতন্ত্রের মুক্তিকে অন্ধকারে নিমজ্জিত করার চেস্টা করা অসম্ভব কিছু নয়। এবং সাফাই হিসেবে জামায়াত-শিবিরের উপর দোষ চাপিয়ে দিবে, বলবে আমরা এমন আশংকা আগেই করেছিলাম। তখন বাংলাদেশ হবে অস্থির আর অস্থিরতার মাঝে ঘসেটি বেগম হাসিনারা বাংলাদেশ থেকে মেধাবী, দেশপ্রেমিক ও সাহসীদের নির্মুল করে দিবে। যেমনটি করেছিলো পিলখানা হত্যাকান্ডে, দেশের সবচেয়ে সাহসী ও চৌকষ মহানদের নৃসংশ-নারকীয় ভাবে হত্যা করার মাধ্যমে। এবং যেহেতু তারেক রহমানের অভিজ্ঞতা বেগম জিয়ার মতো অতটা পরিপক্ক এখনো হয়নি সেহেতু এমন কঠিন দুঃসময় সামাল দিতে নিশ্চয় হোঁচট খাবেন তিনি। আর নগ্ন কারসাজিতে মুহুর্তেই রাজনীতির দাবার চাল উল্টে যেতে পারে 'র' এর সহায়তা, নির্দেশ ও তত্বাবধানে।

যারা বেগম খালেদা জিয়ার আশেপাশে আছেন, তাঁর নিরাপত্তার দ্বায়িত্ব রয়েছেন এবং যারা তারেক রহমানের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করে চলছেন তাদের কাছে বিশেষ অনুরোধ যে বেগম জিয়ার নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করুন। আমি মনে করি এ মুহুর্তে বেগম খালেদা জিয়ার নিশ্চিদ্র নিরাপত্তা দরকার।

[পত্র-পত্রিকায় আওয়ামী-ইন্ডিলীগ নেতাদের বক্তব্য পড়ে আতংকিত বোধ করছি]

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪১

দখিনা বাতাস বলেছেন: বাংলাদেশের সবচেয়ে সম্মানিত, ধৈর্যশীল ও অভিজ্ঞ এই নেত্রিক----- হাসতাছি তো হাসতেই আছি B-) B-) B-) B-) B-) B-)

১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৩

উপপাদ্য বলেছেন: একটি লাশের বদলে দশটি লাশ ফেলে দেয়ার নির্দেশ দিলে কি তবে ধৈর্যশীল ও সম্মানিত হওয়া যায়?

খালেদা জিয়া শুধুই ধৈর্যশীল নয় বরং শান্তিপ্রিয় একজন নেত্রী, ঘসেটি হাসিনার তুলনায়।

২| ১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫১

নতুন বলেছেন: দখিনা বাতাস বলেছেন: বাংলাদেশের সবচেয়ে সম্মানিত, ধৈর্যশীল ও অভিজ্ঞ এই নেত্রিক----- হাসতাছি তো হাসতেই আছি B-) B-) B-) B-) B-) B-)



আমাদের রাজনিতিক নেতাদের দ্বারা সবই সম্ভব....

কিন্তু উপরের কমেন্টে না হাইসা পারলাম না... ;)

১৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৪

উপপাদ্য বলেছেন: রাজনীতিকদের দ্বারা সব খারাপ কাজ সম্ভব, এটা সম্ভবত আমাদের দেশেই। পৃথীবির সভ্য দেশগুলোতে রাজনীতিকদের দ্বারা সব ভালো কাজ সম্ভব হয়।

বিগত ৫/৬ বছর ধরে যেভাবে পাখির মতো গুলি করে কিংবা একরাম চেয়ারম্যানের মতো আগুনে পুড়িয়ে হত্যার রেওয়াজ শুরু হয়েছে তা থেকে কবে যে দেশের মুক্তি মিলবে, একমাত্র আল্লাহ জানেন।

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৩

এস. দেওয়ান বলেছেন: খালেদা জিয়ার মতো নেত্রী না থাকলে দেশের উপকারই হবে । জামাত এই শুভ কাজটি করে ফেলুক না !

১৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০০

উপপাদ্য বলেছেন: ভালো বলেছেন??

নিশ্চয় আপনার মতো অনেক কুপমন্ডুক বলছে মুজিবের মতো একটা স্বৈরাচার কে শেষ করে দিয়ে ভালো কাজই করা হয়েছে।

দাদা মুদ্রার সব পিঠই দেখবেন।

৪| ১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৭

দ্যা লায়ন বলেছেন: ফাউল পর্যালোচনা

১৯ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

উপপাদ্য বলেছেন: ফাউল পর্যালোচনা!!!! ???

৫| ১৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৭

ইমরান হক সজীব বলেছেন: আসুন কুসংস্কার প্রচার না করি, জঙ্গি চেতনা মুক্ত হয়, মানবিক হয় ।

১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৭

উপপাদ্য বলেছেন: কুসংস্কার প্রচার না করি।

কথা ঠিক কিন্তু কুসংস্কারগুলোর উল্লেখ থাকলে ভালো হতো।

৬| ১৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: বলেন কি?

রেন্টু বইয়ের প্রতিটি কথাই যে সত্য তাইকি প্রমাণ করতে তারা উঠে পড়ে লেগেছে???

ইল্লত আর খাসলত বুঝি এমনই.. লুকাতে চাইলেও পারেনা।

২০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৭

উপপাদ্য বলেছেন: খাসলত যায়না ধুইলে।

আর হাসিনার খাসলত কখনোই পরিবর্তন হবেনা যতই মাথায় পট্টি পেঁচিয়ে অভিনয় করুক না কেন

৭| ১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১২

আমার পথ চলা ১ বলেছেন: এগুলো আওয়ামী লীগের ষড়যন্ত্রের অংশ....

৮| ১৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৮

ফা হিম বলেছেন: আর কত বিনুদন দিবেন ভাইডি? লেখার কি ভাষা রে আল্লাহ.....

১৩ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৩

উপপাদ্য বলেছেন: আপনি কি পোস্ট পড়ে মন্তব্য করেছেন নাকি ভুল করে মন্তব্য করেছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.