নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মূর্খ সমাজপতি গাঁয়ে, গগনে দেখি ক্ষয়িষ্ণু চাঁদ বিচ্যুত যৌবনে জোছনা আমায় করেছে উম্মাদ

উপপাদ্য

ইমেইল: [email protected]

উপপাদ্য › বিস্তারিত পোস্টঃ

|| আল মাহমুদ ||

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৫

|| আল মাহমুদ ||

মৃত্যুর ফেরেশতা ঠিকই এসেছেন
প্রার্থিত শুভ শুক্রবারে
কালেমা ধ্বণিতে শায়িত হলেন
শাহাদাতের বাণী সৎকারে

কবরের ফেরেশতা এসে
জিজ্ঞাসিলেন কে রব, কি দ্বীন
কবি সহাস্যে উত্তর দেন
সাথে দু' পঙক্তি "সোনালী কাবিন"

কবির দরাজ কন্ঠে বিমুগ্ধ
কবরের ফেরেশতা মুনকার-নাকীর
তিনে মিলে প্রভুর মনজিলে
মায়াবী পর্দা জুড়ে কাব্যিক জিকির

প্রেম, প্রকৃতি ও দ্রোহের কবি
কবিতার পুত আল মাহমুদ
মানুষের পর ফেরেশতাদেরও করেছো
কাব্যে, গল্পে, আড্ডায় বুঁদ



#Al_Mahmud

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৪

চাঁদগাজী বলেছেন:


মালিকহীন, রাস্তার কুকুরের পায়খানা পরিস্কার করার জন্য সোনালী কাবিনের পাতা কাজে লাগবে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৯

উপপাদ্য বলেছেন: আপনাকে আমি বহুদিন ধরে চিনি।
তাই অবাক হইনি আপনার মন্তব্যে।

আপনাদের হয়তো দুনিয়াতা অনেক প্রভু রয়েছেন, যাদের দয়ায় বেঁচে আছেন।
কিন্তু আল মাহমুদরা বেঁচে থাকেন তাদের কর্মে, তাদের সৃষ্টিতে।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৫

চাঁদগাজী বলেছেন:


নামটা বদলায়ে বাল মাহমুদ করা যায় কিনা দেখেন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৭

উপপাদ্য বলেছেন: যেহেতু তিনি বাংলাদেশ আওয়ামী লীগ করতেন না সেক্ষেত্রে আপনার বালখিল্য কমেন্ট অনুযায়ী তার নাম পরিবর্তন সম্ভব না মনে হচ্ছে।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৮

কাউছার চৌধুরী বলেছেন: পৃথিবীতে কত ধরনের মানুষ আছে। সুন্দর মনের মানুষ, অসুস্থ মনের মানুষ। কথা কাজে কর্মে তা উপলব্ধি করা যায়।
কবি আপনি ভালো লিখেছেন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৩

উপপাদ্য বলেছেন: এসব আমাদের চারপাশের পরিবেশ ও বাস্তবতা ভাই। এসব নিয়েই আমাদের জিবন। তাই ক্ষোভ প্রকাশ করিনা আর। আশাকরি সত্যকে সহজে গ্রহন করার মন-মানসিকতা আমাদের সবাই একদিন হবে।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৬

রাজীব নুর বলেছেন: ভালো কবিতা ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪২

উপপাদ্য বলেছেন: অনেক ধন্যবাদ কবি। :)

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫৫

উম্মু আবদুল্লাহ বলেছেন: আল মাহমুদ বেচে থাকবেন তার সৃষ্টির মাঝে। যদিও তিনি ঠিক ইসলামী ভাব ধারাার কবি নন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১০

উপপাদ্য বলেছেন: অনেক ধন্যবাদ। আসলেই মানুষ বেঁচে থাকে তার কর্মে, তার সৃষ্টিতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.