![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি ছাইপাশ রোদ্দুর !
অথচ এখন দরকার ছিল ঝুম বৃষ্টি,
যেন বারান্দায় দাঁড়িয়ে
এক কাপ ধোঁয়া উঠা গরম মশলা চা খেতে পারি।
ইচ্ছা করে রেলিং এর বাইরে
কাপটা বাড়িয়ে ধরব।
টুপ টাপ করে বৃষ্টির পানির ফোটা
চায়ের কাপের গায়ে , চায়ে পড়বে।
তাড়িয়ে তাড়িয়ে তা উপভোগ করব ।
রুদ্র সমগ্রটা হাতে থাকার কথা ছিল
কিন্তু তা টি টেবিল এ খোলা পড়ে থাকবে।
দোলনাটা অল্প অল্প করে নড়বে প্রচন্ড বাতাসে-
বৃষ্টির এলো ছাটে আমার কিমানো ভিজতে থাকবে
এমনটি হবার কথা ছিল
আসলে হওয়া উচিত ছিল।
ছাইপাশ রোদ্দুর সব মাটি করে দিল
---------------------------------------------
( © উর্বি )
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৬
উর্বি বলেছেন: আজকে কার মুখ দেখে যে ঘুম থেকে উঠসিলাম ?? এটা কি প্লাস দিল নাকি একাউন্ট হ্যাক হইসে ?? যদি ফেসবুকে আমার সাথে এড থাকেন তাইলে আমার লেখাই পড়সেন এটাই
এত্তোওওওওওও গুলা ধন্যবাদ
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২১
গেম চেঞ্জার বলেছেন: দোলনাটা অল্প অল্প করে নড়বে প্রচন্ড বাতাসে-
বৃষ্টির এলো ছাটে আমার কিমানো ভিজতে থাকবে
এমনটি হবার কথা ছিল
আসলে হওয়া উচিত ছিল।
ছাইপাশ রোদ্দুর সব মাটি করে দিল
বাহঃ বাঃ চমৎকার । এককথায় অসাধারণ ।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২১
উর্বি বলেছেন: ধন্যবাদ
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৯
শতদ্রু একটি নদী... বলেছেন: না, সবসময় যা খুশী বলতে হয় নাকি? মাঝে মাঝে ভালোও বলা লাগে। ফেবুতে দেখিনাই, আমি ওইসব জায়গায় উকিঝুকি কম দেই। অন্য কারো এমন একটা কবিতা পড়ছি, মনে পরতেছেনা এখন।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২২
উর্বি বলেছেন: পাইসি আজকে! স্বীকার গেসে যা খুশি তাই বলে! রিকি আপুউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউ কোথায় গেলা??
৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫২
শায়মা বলেছেন: আহা আহা উর্বিমনি!!!!!!!!!! বৃষ্টিতেই নাকি কবিত্ব সৃষ্টি তাহা আবার বুঝা গেলো!!!!!
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২২
উর্বি বলেছেন: হিহিহিহিহিহিহিহি
৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৪
শায়মা বলেছেন: ছাইপাশ রোদ্দুরেই
জ্বলুক কৃষ্ণচূড়া, দেবদারুর সারির ছায়া দিয়ে
হেঁটে আসুক বালক---
বৃষ্টি পড়লে ভেস্তে যাবে সে চলচ্চিত্র ( উর্বিমনি)
তারচেয়ে বরং রেলিংটা ঘেষেই দাঁড়াও না তুমি!
ফাল্গুনী বাতাসে উড়ুক তোমার আধভেঁজা চুলের গোছা......
কিমোনো নয় ঝিরঝিরে দ্বিপ্রাহরিক বাতাস আলতো করে
উড়িয়ে যাক তোমার গোলাপী ওড়নার প্রান্ত.....
কিশোর বালকের মুগ্ধ চোখ ছুঁয়ে যাক সেই অপরূপ চিত্র
রুদ্র বালকের কথা লেখা হোক আরও কোনো রুদ্র সমগ্রে !!!!!!!!!
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৩
উর্বি বলেছেন: উইড়্যা গেলাম
৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৯
জেন রসি বলেছেন: কবিতা ভালো হইছে! চায়ের কাপে বৃষ্টির ফোঁটা পড়লে খাইতে ভালোই লাগে!!অনেকক্ষণ ধরে চা পান করা যায়!!!!
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৪
উর্বি বলেছেন: হহিহিহিহিহিহিহিহি,।,। তা ঠিক
ধন্যবাদ
৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৪
শায়মা বলেছেন: জেন রসি বলেছেন: কবিতা ভালো হইছে! চায়ের কাপে বৃষ্টির ফোঁটা পড়লে খাইতে ভালোই লাগে!!অনেকক্ষণ ধরে চা পান করা যায়!!!!
পানি পড়ে পড়ে চা বেড়ে যায় তাইনা ভাই্য়ু!!!!!!!!!!!!!!!! তখন রুদ্র বালক আর অভিমানী বালিকা একসাথে চা খেতে পারে!!!!!
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৬
উর্বি বলেছেন: হ্যাঁ! তখন বালি আহ্লাদ করে করে আরো বেশি বেশি অভিমান করতে পারে
৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৮
জেন রসি বলেছেন: আমি একবার বৃষ্টিতে আধাঘণ্টা ধইরা চা খাইছিলাম!!!তবে একাই ছিলাম!!! একটা সিগারেটও ছিল!!! কিন্তু সেইটা খাইতে পারি নাই!!!
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
উর্বি বলেছেন: বৃষ্টি তে সিগ্রেট জ্বলার সিস্টেম যে কেন নাই ?
৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩০
জেন রসি বলেছেন: শায়মা বলেছেন: ছাইপাশ রোদ্দুরেই
জ্বলুক কৃষ্ণচূড়া, দেবদারুর সারির ছায়া দিয়ে
হেঁটে আসুক বালক---
বৃষ্টি পড়লে ভেস্তে যাবে সে চলচ্চিত্র ( উর্বিমনি)
তারচেয়ে বরং রেলিংটা ঘেষেই দাঁড়াও না তুমি!
ফাল্গুনী বাতাসে উড়ুক তোমার আধভেঁজা চুলের গোছা......
কিমোনো নয় ঝিরঝিরে দ্বিপ্রাহরিক বাতাস আলতো করে
উড়িয়ে যাক তোমার গোলাপী ওড়নার প্রান্ত.....
কিশোর বালকের মুগ্ধ চোখ ছুঁয়ে যাক সেই অপরূপ চিত্র
রুদ্র বালকের কথা লেখা হোক আরও কোনো রুদ্র সমগ্রে !!!!!!!!!
শায়মা আপুর মনে হয় এমন কোন অভিজ্ঞতা আছে!!!!!
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
উর্বি বলেছেন: খ্যাক খ্যাক। ইনিংস শুরু হইসে
১০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩১
শায়মা বলেছেন: ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৬ ০
লেখক বলেছেন: হ্যাঁ! তখন বালি আহ্লাদ করে করে আরো বেশি বেশি অভিমান করতে পারে
আহালে আহালে আহ্লাদী বালিকা!!!!!!!!!!!
জেন রসি বলেছেন: আমি একবার বৃষ্টিতে আধাঘণ্টা ধইরা চা খাইছিলাম!!!তবে একাই ছিলাম!!! একটা সিগারেটও ছিল!!! কিন্তু সেইটা খাইতে পারি নাই!!!
জিনিভাইয়া মিছাকথা অনেক হইসে!!!!!!! তোমার সন্যাসীনির খবর পাওয়া গেছে !!! হি হি হি
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
উর্বি বলেছেন: ও তাই ? কিডা ?
১১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩২
শায়মা বলেছেন: ৯. ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩০ ০
জেন রসি বলেছেন: শায়মা বলেছেন: ছাইপাশ রোদ্দুরেই
জ্বলুক কৃষ্ণচূড়া, দেবদারুর সারির ছায়া দিয়ে
হেঁটে আসুক বালক---
বৃষ্টি পড়লে ভেস্তে যাবে সে চলচ্চিত্র ( উর্বিমনি)
তারচেয়ে বরং রেলিংটা ঘেষেই দাঁড়াও না তুমি!
ফাল্গুনী বাতাসে উড়ুক তোমার আধভেঁজা চুলের গোছা......
কিমোনো নয় ঝিরঝিরে দ্বিপ্রাহরিক বাতাস আলতো করে
উড়িয়ে যাক তোমার গোলাপী ওড়নার প্রান্ত.....
কিশোর বালকের মুগ্ধ চোখ ছুঁয়ে যাক সেই অপরূপ চিত্র
রুদ্র বালকের কথা লেখা হোক আরও কোনো রুদ্র সমগ্রে !!!!!!!!!
শায়মা আপুর মনে হয় এমন কোন অভিজ্ঞতা আছে!!!!!
'
কোনো???
বলো কত্ত!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫
উর্বি বলেছেন: বল মাঠের বাইরে। ছক্কা মারল আপি
১২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: প্রচণ্ড রৌদ্রে আমারও এমন ঝুম বৃষ্টির ইচ্ছে জাগে । সুন্দর প্রচষ্টা ।
চায়ের কাপের ছবিটা দূর্দান্ত হয়েছে ।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫
উর্বি বলেছেন: ধন্যবাদ
১৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪২
জেন রসি বলেছেন: শায়মা বলেছেন: ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৬ ০
লেখক বলেছেন: হ্যাঁ! তখন বালি আহ্লাদ করে করে আরো বেশি বেশি অভিমান করতে পারে
আহালে আহালে আহ্লাদী বালিকা!!!!!!!!!!!
জেন রসি বলেছেন: আমি একবার বৃষ্টিতে আধাঘণ্টা ধইরা চা খাইছিলাম!!!তবে একাই ছিলাম!!! একটা সিগারেটও ছিল!!! কিন্তু সেইটা খাইতে পারি নাই!!!
জিনিভাইয়া মিছাকথা অনেক হইসে!!!!!!! তোমার সন্যাসীনির খবর পাওয়া গেছে !!! হি হি হি
সেই সন্যাসীনির সাথে কি আপনার সাক্ষাত হইছে??সে কি আপনার স্বপ্নে এসেছে না জাগরনে???
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬
উর্বি বলেছেন: বাউন্সার দিসে রে
১৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪২
শায়মা বলেছেন: ১২. ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৫ ০
সেলিম আনোয়ার বলেছেন: প্রচণ্ড রৌদ্রে আমারও এমন ঝুম বৃষ্টির ইচ্ছে জাগে । সুন্দর প্রচষ্টা ।
চায়ের কাপের ছবিটা দূর্দান্ত হয়েছে ।
একদিন এক সেলিমভায়া আসতেছিলেন বৃ্ষ্টিতে
বৃ্ষ্টি দেখে তুষ্টি( ভীমরতি) জাগে কাব্য লেখার সৃষ্টিতে
হঠাৎ করে কাঁদায় পড়ে দড়াম পপাৎ তল
কাব্য রেখে এবার সবাই তাকেই টেনে তোল!!!!!!!
আমরা শক্তি আমরা বল আমরা বৃষ্টিকবির দল!!!!!!
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭
উর্বি বলেছেন: দারূন দারুন
১৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: শায়মা বলেছেন: ১২. ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৫ ০
সেলিম আনোয়ার বলেছেন: প্রচণ্ড রৌদ্রে আমারও এমন ঝুম বৃষ্টির ইচ্ছে জাগে । সুন্দর প্রচষ্টা ।
চায়ের কাপের ছবিটা দূর্দান্ত হয়েছে ।
একদিন এক সেলিমভায়া আসতেছিলেন বৃ্ষ্টিতে
বৃ্ষ্টি দেখে তুষ্টি( ভীমরতি) জাগে কাব্য লেখার সৃষ্টিতে
হঠাৎ করে কাঁদায় পড়ে দড়াম পপাৎ তল
কাব্য রেখে এবার সবাই তাকেই টেনে তোল!!!!!!!
আমরা শক্তি আমরা বল আমরা বৃষ্টিকবির দল!!!!!!
বৃষ্টি নামের অপসরা
রাগলে তিনি দিশেহারা
রাগলে নাকি যায় হেরে
এমন কথা লেখেন ভোরে
মিনিট বাদে যান ভুলে
রাগে তাহার ঠোট ফুলে।
রেগে মেগে হেরে যান
শায়মা আপু লাড্ডু খান ।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭
উর্বি বলেছেন: অতঃপর ম্যাচটি ড্র হইল । হিহিহহিহিহহিহিহি
১৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কবিতা সুন্দর...
মন্তব্যগুলোও মিড্ডায় মাইরা আনে
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৬
উর্বি বলেছেন: হিহিহিহিহিহিহি
ধন্যবাদ
১৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৩
রিকি বলেছেন: মন্তব্য পড়তে পড়তে কবিতায় ভুলে গেছি---কি যেন লিখেছিলেন !!!!!!!
শায়মা আপুনির ওড়না তত্ত্ব আর জেন ভাইয়ের সন্ন্যাসিনী---তো মাথা আউলিয়ে দিল !!!!
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৩
উর্বি বলেছেন:
১৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: টুপ টাপ করে বৃষ্টির পানির ফোটা
চায়ের কাপের গায়ে , চায়ে পড়বে।
তাড়িয়ে তাড়িয়ে তা উপভোগ করব ।
চমৎকার আইডিয়াতো !!!
কাব্যে ভাল লাগা । পাল্টা পালটি মন্তব্যগুলিও উপভোগ করলাম , বিশেষ করে -- না থাক নাম বললাম না
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫০
উর্বি বলেছেন:
১৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৬
শায়মা বলেছেন: ৮. ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৫ ১
গিয়াসলিটন বলেছেন: টুপ টাপ করে বৃষ্টির পানির ফোটা
চায়ের কাপের গায়ে , চায়ে পড়বে।
তাড়িয়ে তাড়িয়ে তা উপভোগ করব ।
চমৎকার আইডিয়াতো !!!
কাব্যে ভাল লাগা । পাল্টা পালটি মন্তব্যগুলিও উপভোগ করলাম , বিশেষ করে -- না থাক নাম বললাম না
বিশেষ করে আমার তাইনা ভাইয়ু!!!!!!!!
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫১
উর্বি বলেছেন: আহেম আহেম
২০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০
এস কাজী বলেছেন: তাড়িয়ে তাড়িয়ে লাইনটা বেশি ভাল লাগসে।
তবে সায়মা আম্মুর কমেন্ট পড়তে পড়তে কবিতা হারায়া ফেলসি
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৪
উর্বি বলেছেন:
২১| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০৭
জেআইসিত্রস বলেছেন: শৈল্পীক তুলিতে নান্দনিক।
১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৮
উর্বি বলেছেন: এগুলা আকা ছবি না
২২| ০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫১
আমি মিহু বলেছেন: খুব ভালো লাগলো। আপনার ফেসবুকে এড হতে চাই
০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪২
উর্বি বলেছেন: ধন্যবাদ
২৩| ০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩
ভ্রমরের ডানা বলেছেন: দারুন কবিতা।
০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪২
উর্বি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫২
শতদ্রু একটি নদী... বলেছেন: খুবই ভালো হইছে। চমৎকার লেখা। কি একটা যেন মনে করতে চেয়েও পারছিনা। এমনই আরেকটা লেখা পড়ছি, মনে আসি আসি করেও আসছেনা। যাইহোক, দারুন হইছে। ++