![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কত কত ক্রাশ
কত শত খুচরা গপ্প
কত শত কত টুকরা ওয়াল পোস্ট....
কত শত স্বপ্ন ভেঙ্গে টুকরা হতে দেখলাম...
আবার সেই ভেঙ্গে যাওয়া মানুষ গুলোই,সেই মানুষগুলা যারা ধাক্কা খেয়ে বিশ্বাস দুমড়ে মুচড়ে চুরমার হওয়াতে বলেছিল:-
"আর বিয়েই করব না",
"আর কাউকে বিশ্বাস করি না,একলাই চলব" তারাও তো কোন না কোনভাবে নিজেকে গুছিয়ে নিয়েছে,কারো না কারো সাথে,কারো না কারো হাত ধরে, কারো না কারো বুকে মাথা গুঁজে হাপুস নয়নে কেঁদেকেটে কষ্টের কথা বলে হালকা হয়েছে।
চোখের জলে লেপ্টে যাওয়া কাজল মুখটাকে কেউ কেউ বুকে টেনে নিয়েছে,
ফুল দিয়ে সাজানো বিছানার উপর রাখা ছেলেটির হাতটা শক্ত করে কেউ না কেউ তো বলেছেই- "আর কোন কথা নয়। আজ থেকে তুমি শুধু আমার,শুধুই আমার"
তাও কোথায় যেন সেই দুই একজন ব্যতিক্রম রয়েই যায় হয়তো।উদ্ভ্রান্তের মতো চাহুনি, একলা বৃষ্টিতে ভিজে, একলা চলে; কারো বাড়িয়ে দেয়া হাত ধরতে ভয় পায়; মায়ার বাঁধন এ জড়াতে ভয় পায় পাছে তাদের নি:সঙ্গতার গভীরতায় প্রিয় মানুষটি হাবুডুবু খায়! কি করে যেন চলে যায় সেই দিন গুলো.........
২৪ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
উর্বি বলেছেন:
ধন্যবাদ
২৪ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
উর্বি বলেছেন: ধন্যবাদ
২| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৬
তার আর পর নেই… বলেছেন: সেই ব্যতিক্রমীকে একসময় সময়ের কাছে হার মানতে হয় +
২৪ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯
উর্বি বলেছেন: ধন্যবাদ
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ছেলেটির হাতটা শক্ত করে কেউ না কেউ তো বলেছেই সামথিং মিসিং।।
+
০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৮
উর্বি বলেছেন: ধন্যবাদ
৪| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২২
সোজা কথা বলেছেন: খুবই বাস্তবিক। ভাল্লাগছে।
০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৮
উর্বি বলেছেন: ধন্যবাদ
৫| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৯
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছ
০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৮
উর্বি বলেছেন: ধন্যবাদ
৬| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:২৮
কথাকথিকেথিকথন বলেছেন: বিষণ্ণ লেখনি । ভাল লেগেছে ।
০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
উর্বি বলেছেন: ধন্যবাদ
৭| ১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৯
ভ্রমরের ডানা বলেছেন: +
০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
উর্বি বলেছেন: ধন্যবাদ
৮| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সুন্দর
০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২০
উর্বি বলেছেন: ধন্যবাদ
৯| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৯
জেন রসি বলেছেন: সময়ের তীরে অনেক কিছুই তীর বিদ্ধ হয়।
কেমন আছেন?
০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২০
উর্বি বলেছেন: পাসওয়ার্ড হারিয়েছিল।
ভালো আছি
১০| ২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫০
উল্টা দূরবীন বলেছেন: সুন্দর
০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
উর্বি বলেছেন: ধন্যবাদ
১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪২
মিঠু জাকীর বলেছেন: বাহ !
০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
উর্বি বলেছেন: ধন্যবাদ
১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৪
বিজন রয় বলেছেন: ভাল লেখা।
++
০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
উর্বি বলেছেন: ধন্যবাদ
১৩| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩৮
বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন উর্বি।
১৪| ০৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার লিখেছেন।
০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩১
উর্বি বলেছেন: ধন্যবাদ
১৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৮
শামীম আরেফীন বলেছেন: জীবন এমনই। অনেক 'নেই' এর ভেতরে একটুখানি 'আছে' খুঁজে পাওয়ার চেষ্টা
০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩১
উর্বি বলেছেন: সেটাই
১৬| ০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৩
ফরিদ আহমাদ বলেছেন: ফুল দিয়ে সাজানো বিছানার উপর রাখা ছেলেটির হাতটা শক্ত করে কেউ না কেউ তো বলেছেই- "আর কোন কথা নয়। আজ থেকে তুমি শুধু আমার,শুধুই আমার"
আহ!! কবে শুনবো এই মধুর বাক্য
০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
উর্বি বলেছেন: অপেক্ষায় থাকুন
১৭| ০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০০
ফারিহা নোভা বলেছেন: চমৎকার লিখেছেন আপু
০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
উর্বি বলেছেন: ধন্যবাদ
১৮| ১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:১৭
এহসান সাবির বলেছেন: কেমন যেন বিষন্নতায় ভরা লেখা টি।
ভালো থাকুন।
১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫০
উর্বি বলেছেন: ধন্যবাদ
১৯| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৫৮
রিপি বলেছেন:
আবার সেই ভেঙ্গে যাওয়া মানুষ গুলোই,সেই মানুষগুলা যারা ধাক্কা খেয়ে বিশ্বাস দুমড়ে মুচড়ে চুরমার হওয়াতে বলেছিল:-
"আর বিয়েই করব না",
"আর কাউকে বিশ্বাস করি না,একলাই চলব" তারাও তো কোন না কোনভাবে নিজেকে গুছিয়ে নিয়েছে,কারো না কারো সাথে,কারো না কারো হাত ধরে, কারো না কারো বুকে মাথা গুঁজে হাপুস নয়নে কেঁদেকেটে কষ্টের কথা বলে হালকা হয়েছে।
কথা গুলো একেবারে মনের ভিতরে যেয়ে ধাক্কা দিল। মানুষ এভাবে পারে কেমনে ? আসলে মানুষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। পোস্ট এ ভালোলাগা রইল।
১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৩৭
উর্বি বলেছেন: ধন্যবাদ
২০| ১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩০
ফয়সাল রকি বলেছেন: ছোট কিন্তু স্পর্শকাতর লেখা... শুভকামনা রইল।
১৩ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪
উর্বি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৫
অপু নীল বলেছেন: তাও কোথায় যেন সেই দুই একজন
ব্যতিক্রম রয়েই যায় হয়তো।
উদ্ভ্রান্তের মতো চাহুনি, একলা
বৃষ্টিতে ভিজে, একলা চলে; কারো
বাড়িয়ে দেয়া হাত ধরতে ভয় পায়;
মায়ার বাঁধন এ জড়াতে ভয় পায়
পাছে তাদের নি:সঙ্গতার
গভীরতায় প্রিয় মানুষটি হাবুডুবু
খায়! কি করে যেন চলে যায় সেই
দিন গুলো.........