![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চল না গল্প করি!
আহা! বিরক্ত হচ্ছ কেন?
কতদিন মন প্রাণ ভরে গল্প হয় না,
কতদিন অলস দুপুর একসাথে কাটানো হয় না।
আমাদের মাঝে শব্দ গুলো দিন দিন বোবা হচ্ছে;
অবসর পেয়েই মুঠোর স্ক্রিনে তাকানো।
কতদিন বলো না- "আজ সবুজ নয়, হলুদ প্রজাপতি হয়ে যাই, চল"
অথবা "নীল শাড়িতে একেবারে নীলাম্বরী দেবী "
কতদিন তোমায় বলা হয় না "ভালোবাসি"
আবার যন্ত্রটা হাতে নিয়েছ? রাখই না!
কিছু সময় হারালে কি বা যায় আসে তাতে!
দেখোই না, খোঁপা টা ঠিকমতো সাজালাম কি না?
টিপটা বাকা হয়েছে কি?
দেখেছ শাড়ির কুচিটা এখন একা একা ঠিক পারি-
এত মনোযোগ দিয়ে চুপচাপ স্ক্রীনে তাকিয়ে!
অথচ একসময় আমাদের শব্দ গুলোও সরব ছিল।
এখন শুধু..........!
ঠিক যেন ধূলিময় ধ্বংসস্তুপের শহর।
কোন প্রাণ নেই, কোলাহল নেই।
আমি উন্মাদ বলছ? হতে পারে!
উন্মাদ বলেই তো তোমায় খুঁজে ফিরি এই নিঃস্ব শহরে, আতিপাতি করে।
না! না! শরীর মানেই সবটুকু পাওয়া নয়;
আমার কাছে তা ভালোবাসা পাওয়া নয়।
ভালোবাসা মানে আরো অন্যকিছু,
চললাম তোমার সেই তোমাকে খুঁজতে- খুঁজে বের করা খুব জরুরি!
হাতের সময়ও বড্ড কম
ভালো থেকো তুমি।
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১০:০১
উর্বি বলেছেন: ধন্যবাদ
২| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:৫০
মানবী বলেছেন: বাহ্! সুন্দর কবিতা।
ধন্যবাদ উর্বি।
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১০:০২
উর্বি বলেছেন: শুভকামনা আপনার জন্য
৩| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৩
আহমেদ জী এস বলেছেন: উর্বি ,
" কতদিন মন প্রাণ ভরে গল্প হয় না,
কতদিন অলস দুপুর একসাথে কাটানো হয় না।
আমাদের মাঝে শব্দ গুলো দিন দিন বোবা হচ্ছে;
অবসর পেয়েই মুঠোর স্ক্রিনে তাকানো...."
কবির কাছেই শুধু নয় , মনে হয় অনেকের কাছেই এরকম বাচালতার একটা অদ্ভুত আকুলতা থাকে ।
ভালো লিখেছেন ।
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১০:০২
উর্বি বলেছেন: দিন দিন অনুভূতি গুলো নষ্ট হচ্ছে যন্ত্রের কারনে
ধন্যবাদ
৪| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৭
হাতুড়ে লেখক বলেছেন: চমৎকার হয়েছে।
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১০:০৩
উর্বি বলেছেন: ধন্যবাদ
৫| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১:০৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালোবাসা মানুষকে প্রায় উম্মাদ করে তুলে, এই পাগলের সুখ শুধু ভালোবাসায় থাকে মিশে। এ বাচালতা নয় প্রেমের কথা, ভালোবাসার অম্লিত সুধা।
কবিতায় ভালো লাগা রইল আপু... এরকম বাচালতায় ভরে থাকুক ভালোবাসা সবসময়।
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১০:০৩
উর্বি বলেছেন: ধন্যবাদ
৬| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১:১১
নায়না নাসরিন বলেছেন: কবিতায় ভালো লাগা রইল আপুউউ
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১০:০৩
উর্বি বলেছেন: ধন্যবাদ । শুভ কামনা
৭| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ২:২৪
ধ্রুবক আলো বলেছেন: ভালোবাসা, মনযোগ, অনুভূতি সব যান্ত্রিক হয়ে যাচ্ছে!!
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১০:০৪
উর্বি বলেছেন: ধন্যবাদ
৮| ০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৪
ফেরদৌসা রুহী বলেছেন: যন্ত্র অনেক কিছু কেড়ে নিচ্ছে।
আমি নিজেও সব সময় এই যন্ত্র নিয়েই পড়ে থাকি
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১০:০৪
উর্বি বলেছেন: আসলেই কিন্তু তাই।
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৯
শোভনের শোভন বলেছেন: আবার যন্ত্রটা হাতে নিয়েছ? রাখই না!