নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উৎপল সূত্রধর

আমি ঠিক আমিই । মানুষ । ভালো অথবা মন্দ অথবা ভালো-মন্দ ।

উৎপল সূত্রধর › বিস্তারিত পোস্টঃ

এ কোন জন্ম আমার

১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

হিমালয়ের কথা ভাবতে একেকবার
হিমালয় হতে ইচ্ছে করে,
মেডেটারেনিয়ান দেখিনি কখনো
তবু ওই সাগর হতে ইচ্ছে করে,
কখনো পাখির উড়াউড়ি দেখে
ও রকম উড়তে ইচ্ছে করে।
আমার কেবল মানুষ হতে ইচ্ছে করে না।


কোকিলের কণ্ঠে সুরেলা ডাক শুনে
ও রকম আওয়াজ দিতে ইচ্ছে করে,
অ্যালবাট্রস দেখিনি কখনো
তবু ও রকম বিশাল পাখার ইচ্ছে জাগে,
কুকুরের ডাক শুনে এমনকি আমার
কুকুর হতেও ইচ্ছে করে।
আমার কেবল মানুষ হতে ইচ্ছে করে না।

দলবাঁধা মেঘেদের উড়াউড়ি দেখে
একেকবার মেঘ হতে ইচ্ছে করে,
রডোডেনড্রন দেখিনি কোনদিন
তবু ও রকম ফুল হতে ইচ্ছে করে,
গন্ধ মূষিকের রাতভর পায়চারির শব্দ শুনে
এমনকি গন্ধ মূষিকের জন্ম পেতে ইচ্ছে করে।
আমার কেবল মানুষ হতে ইচ্ছে করে না।



কোনদিন যদি দেখি গালভরা শব্দ কিছু
উঠে গেছে মানুষের অভিধান থেকে-
উঠে গেছে বুর্জোয়া, উঠে গেছে প্রলেতারিয়েত,
উঠে গেছে ডেভেলপড, ননডেভেলপড,
উঠে গেছে ডেভেলপিং, উঠে গেছে থার্ডওয়ার্ল্ড,
উঠে গেছে ওয়েস্টার্ন, উঠে গেছে অ্যারিস্টোক্র্যাট,
উঠে গেছে পুওর, প্রো-পুওর- এইসব; অথবা
উঠে গেছে সেক্যুলারিজম-ফান্ডামেন্টালিজম-
উঠে গেছে গালভরা এই শব্দসব;
মানুষের অভিধানে আছে শুধু মানুষ শব্দটা-
জানি না,
হয়তো মানুষ হতে ইচ্ছে করবে আমার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.