নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাতাল ঋত্বিক আমি, প্রেমকথা আমার ঋগ্বেদ

আরণ্যক রাখাল

মাতাল ঋত্বিক আমি, প্রেমকথা আমার ঋগ্বেদ

আরণ্যক রাখাল › বিস্তারিত পোস্টঃ

কোটাধারী বর!

৩১ শে জুলাই, ২০১৮ রাত ২:৪৬

করবো বিয়ে- বাবা আমার ঠিক করেছে বর,
বফের কাছে ক্ষমা চেয়ে দিয়েছি করে পর।
সাত'সাতজন বিএফ ছিল, সবাই এখন গত;
ভয় নেই তাও, রয়েছে মোর যোনীটি অক্ষত।
ছেলের বাবার বিশাল ব্যাপার, বহুত মানীগুনী
তার হুকুমেই এক ঘাটে খায়, বাঘ ছাগলে পানি।
ছেলের মা তুলেছে পটল- ঠিকানা পরপার,
বাড়ির কত্রী আমিই হবো, সামলাবো সংসার।
হবু বরের ভাই টাই নেই, একটাই বোন মোটে
ভাগ্য আমার- কান্না আসে আনন্দের চোটে।
আমার শ্বশুর মানুষ ভালো- ঘুরে এসেছেন কাবা
নেবেন না পণ- শুধু আমায় সাজিয়ে দেবেন বাবা।
ছেলের কথা বলি কিবা, যা বলি হয় কম
বারশো নাকি বুকডাউন দেয়, এতই তার দম।
কণ্ঠ নাকি চিনির মত, গানের গলাটা মাখন;
বাচ্চু ভাইও তাক লেগে যায়, গায় গান সে যখন।
ফুটবলে তার দারুণ দাপট, পায়নি কাপ হেন
তাইতো সবাই নাম দিয়েছে বাংলাদেশের রনো।
সবার উপর তার আছে, মুক্তিযোদ্ধা কোটা,
শ্বশুর মশাই বহুত কষ্টে জটিয়েছিলেন ওটা।
মস্ত বড় জব আছে তার, অনেক করছে কামাই,
অনেক ভাগ্যে পেয়েছি আমি এমন একটা জামাই।
দেখেছি ভেবে ভবিষ্যতের সবটা আমার সাফ
এবার তাকে বিয়ে করেই, ফেলবো আমি হাফ।
আমার ছেলেও ক্যাডার হবে, বলে রাখলাম, দেখো,
তোমার কোন কন্যা হলে, তার জন্যই রেখো।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ২:৫৮

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: যোনীটি অক্ষত - ছড়াতে না রাখলেও চলত। ৭ টা বিএফ থাকার পরও। সরি। ছড়া সুন্দর হয়েছে।

২| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ৩:০৫

আরণ্যক রাখাল বলেছেন: হাহা।
আসলেই ছড়ায় যোনী অক্ষত না রাখলেও পারতাম।
কিন্তু ছড়া দিয়ে ওর যোনী ক্ষতবিক্ষতও করতে পারবো না। তাই রেখে দিলাম

৩| ৩১ শে জুলাই, ২০১৮ ভোর ৬:১০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বাহ! কি দারুন হয়েছে। :)

৩১ শে জুলাই, ২০১৮ রাত ৯:০৮

আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ

৪| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ৭:১০

Sujon Mahmud বলেছেন: চুন্দর অইচ্চে

৩১ শে জুলাই, ২০১৮ রাত ৯:০৯

আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ

৫| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২৯

প্রামানিক বলেছেন: সাত'সাতজন বিএফ ছিল, সবাই এখন গত;
ভয় নেই তাও, রয়েছে মোর যোনীটি অক্ষত।


্আরণ্যক রাখাল, ছড়াটি দারুণ হয়েছে, তবে "যোনী" শব্দটিই শুধু দৃষ্টি কটু লাগছে। শব্দটি পরিবর্তন করে দিলে ভালো হয়।

সাত'সাতজন বিএফ ছিল, সবাই এখন গত;
তারপরেতেও সতীত্ব মোর রেখেছি অক্ষত।

৩১ শে জুলাই, ২০১৮ রাত ৯:১০

আরণ্যক রাখাল বলেছেন: সতীত্ব অক্ষত রাখা আর ওটার মধ্যে পার্থক্য কী?
আমি ছড়ায় রাখঢাক রাখতে চাইনা।
ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য

৬| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

৩১ শে জুলাই, ২০১৮ রাত ৯:১১

আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ

৭| ৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৫

আল ইমরান বলেছেন: চুলকানী কাহাকে বলে তাহা এই ছড়া পড়লেই বোঝা যায়। পাগলা মলম লাগান ভাই। চুলকানী ভালো হইয়া যাইবো।

৩১ শে জুলাই, ২০১৮ রাত ৯:১৩

আরণ্যক রাখাল বলেছেন: আপনি হলেন সেই টাইপের বলদ যে একটা চাকরি কোটার সাহায্য ছাড়া নিতে পারেন না। আপনার কমেন্টকে আমি পাত্তা দেব কেন?
আপনার মত কোটাধারী অযোগ্যরাই দেশের সবখানে। চুলকানির মলম বেচার যোগ্যতাও রাখেন কিনা সন্দেহ আছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.