![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পশ্চিম পাড়ার হাজী সাহেবের ছেলে ইটিশপিটিশ করে মেয়ে
ভাগিয়ে বিয়ে করলে দোষ নেই কিন্তু উত্তর পাড়ার মিয়া বাড়িতে বিয়ের অনুষ্ঠানে বক্স বাজিয়ে গান শুনলে বিয়ে বাড়ির কর্তাকে হুমকী ধামকী দেওয়া হয়।
আমেরিকা ঢাক ঢোল পিটিয়ে তাদের পারমনবিক রসদ বৃদ্ধি করছে
তাতে কিছু না কিন্তু উত্তর কোরিয়া ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালালেই বিশ্ব নাকি হুমকীর সম্মুখীন হবে!
বাহ....কি চমৎকার।
আসলে সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গার পর আমেরিকা বিশ্ব সংসারে
একচেটিয়া কর্তৃত্ব করার ফলে তাদের এমন অবস্থা দাঁড়িয়েছে যে সংসারে নতুন বউকে এখন তারা সহ্যই করতে
পারছে না।
আমি বা আমার মত তৃতীয় বিশ্বের নাগরিকরা কারো পক্ষেই না আবার বিপক্ষেও না।আমরা চাই শান্তি,পারমানবিক অস্ত্রের ব্যবহার বন্ধ।
।।
উত্তর কোরিয়া ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালায় কোরীয় উপদ্বীপ দিয়ে
জাপান বরাবর। অন্যদিকে,আমেরিকা তাদের পরীক্ষার ল্যাব বানিয়েছে আইএস নিধনের নামে আফগানিস্তানে
ভারী ক্ষেপনাস্ত্র ব্যবহার করে।
আবার মাইক পেন্স বলেন,"উত্তর কোরিয়ার ক্ষেপনাস্ত্র বা কোন পারমাণবিক অস্ত্র পরীক্ষা সহ্য করবে না যুক্তরাষ্ট্র।"
উপপররাষ্ট্রমন্ত্রী হ্যাং সাং রিয়ন বলেন," উত্তর কোরিয়া আমেরিকার হুমকিতে পারমানবিক অস্ত্র পরীক্ষা থামাবে না বড়ং
সাপ্তাহিক,মাসিক,ও বাৎসরিক ভিত্তিতে পরমাণু অস্ত্র পরীক্ষা
চালাবে।"
একদিকে, কোরীয় উপদ্বীপের মার্কিন নাগরিকদের নিরাপদে সরিয়ে আনা হচ্ছে সেখানে আমেরিকা সামরিক
মহড়া শুরু করবে বলে।
অন্যদিকে,আস্তে আস্তে রাজধানী থেকে নাগরিক সরানোর ব্যবস্থা করছে পিয়ং ইয়ং, যে কোন সময় যুদ্ধ লেগে
যেতে পারে বলে।
এ যেন বাংলার কার্তিক মাসের ক্ষ্যাপা কুকুরের মত,এ পাড়ার কুকুর ঘেউ ঘেউ শুরু করলে অন্য পাড়ার কুকুরও সমস্বরে
দ্বিগুন শব্দে ঘেউ ঘেউ আরাম্ভ করে।
।।
তবে মধ্যস্তকারী চীন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ঈ বলেছেন," যুদ্ধ বাধলে কেউ জিতবে না।সবারই বিষয় টি অনুধাবন
করা উচিত।"
মূল কথা হচ্ছে,দাবার কোটে দুই পক্ষই একে অপরকে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে চেক দিয়ে রেখেছে। কারো একটি ভুল
চালই ঘটিয়ে দিতে পারে মহাতান্ডবের সূচনা।
শেষে গ্লেন বেকের সুরে বলতে হয়,"এখনো কেউ টের পাচ্ছে না তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে।যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতেও কেউ টের পায় নি।"
২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৭
venus বলেছেন: সবই ডিজিটাল বাংলার গতিময় নেটের ফল
২| ২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০০
অরন্যে রোদন - ২ বলেছেন: আমেরিকার কাছে পরমানু অস্ত্র থাকাটা হলো প্রধানমন্ত্রির বা প্রেসিডেন্ট এর নিরাপত্তার মতো।
আর উত্তর কোরীয়ার কাছে পরমানু অস্ত্র থাকাটা হলো এলাকার কোন সন্ত্রাসীর সাথে তার চ্যালা বা বডিগার্ড রাখার মতো।
চরম দারিদ্রের সাথে যুঝতে থাকা একটি দেশ শুধু পরমানু অস্ত্র বানিয়ে বিশ্বের সবচে ক্ষমতাধর রাষ্ট্রকে হুমকি দিচ্ছে এটা পাগলামি বা গুন্ডামি ছাড়া আর কিছু নয়। তবে আসল কথা হলো উত্তর কোরীয়া কে সামনে রেখে খেলছে চীন। বিশ্ব ব্যাপি নিষিদ্ধ হয়ে চরম দারিদ্রের সাথে যুঝতে থাকা একটি দেশ শুধু চীনের সহায়তায় এতদুর এসেছে এতে তাদের নিজেদের অবদান নেই।
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৬
মোস্তফা সোহেল বলেছেন: একই পোষ্ট দুবার পোষ্ট হয়েছে একটি মুছে দিন।