![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
A beautiful story with a lame-ass ending!
'বিড়ির আগুনে পড়ালেখা করে এসএসসি তে গোল্ডেন এ+ পেলেন অমুক'... এসব নিউজে আর অবাক হবোনা, যখন Bulbbul -এ দেখলাম মশালের এক শলতে আগুনে পুরো এক জঙ্গল পুড়ে ছাই হয়ে গেলো ।
ক্লাইমেক্স সিন হুজুগে সিনেম্যাটিক করতে গিয়ে ডেব্যু ডিরেক্টর Anvita Dutt প্রমান করে দিলেন তিনি কেন একজন ইন্ডিয়ান ডিরেক্টর । যদিও গল্প বেশ সুন্দর, এবং যতই আগাচ্ছিলো ততই স্টোরিটেলিং এর ব্রিলিয়ান্সি কার্ভ উপরের দিকেই যাচ্ছিলো । কিন্তু শেষে এসে আর্জেন্টিনার ২০১৪ ওয়ার্ল্ড কাপের মত হয়ে গেলো ।
বুলবুল ক্যারেক্টারে তৃপ্তি দিম্রি এখন পর্যন্ত তার জীবনের সেরা কাজ মনে হয় দেখায় দিসেন (যদিও তার আগের কোনো কাজ দেখা নাই) । তার প্রত্যেকটা এক্সপ্রেশন, আই লুক ছিলো হা-করে তাকায় থাকার মত । রাহুল বোস কে বরাবরই ভাল্লাগে । ইন্দ্রনীল-মহেন্দ্র দুই ক্যারেক্টারেই, হি জাস্ট নেইলড ইট!
সিনেমাটোগ্রাফি, ভিএফএক্স-কালার ব্রিলিয়ান্ট! এছাড়া সাউন্ড ডিজাইন, ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো লাগসে । স্টোরি 'So Indian' এন্ডিং স্টাইলে এন্ড না হলে মাস্টারপিস হওয়ার সমূহ সম্ভাবনা ছিলো Bulbbul এর ।
Bulbbul (2020)
My Rating: 3/5
২৫ শে জুন, ২০২০ বিকাল ৪:৪৯
বিক্রমাদিত্য মুশফিক বলেছেন: আমি নেটফ্লিক্স থেকে দেখেছি ভাই
২| ২৫ শে জুন, ২০২০ বিকাল ৩:২৬
নেওয়াজ আলি বলেছেন: নান্দনিক প্রকাশ।
৩| ২৫ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৬
ডি মুন বলেছেন: দেখা হয় নাই।
তবে ইন্ডিয়ান ধাঁচের এন্ডিং মানেই তো আবেগে গদগদ টাইপ এন্ডিং, যা দেখলে পিত্তি জ্বালা করে।
যাহোক, বুলবুল দেখার ইচ্ছা নাই। যদিও রাহুল বোসের অভিনয় পছন্দ করি।
২৬ শে জুন, ২০২০ রাত ১:২২
বিক্রমাদিত্য মুশফিক বলেছেন: ভাই, না দেখলেও খুব বেশী কিছু মিস করবেন না! তবে সিনেমাটোগ্রাফি, ভিএফএক্স দারুন, বড়সড় স্ক্রিনে একবার দেখলে চলে..
৪| ২৫ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫৭
ডার্ক ম্যান বলেছেন: খুব সাধারণ । বাজে সমাপ্তি । ব্রিটিশ আমলের কাহিনী দেখানো হয়েছে । মানুষ কিভাবে পেত্নী হয়ে যায় ।
৫| ২৫ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:০১
ডার্ক ম্যান বলেছেন: নায়িকা তার মানসিক ভারসাম্যহীন দেবর দ্বারা ধর্ষিত হয়ে চুডাইল হয়ে যায় । বেছে বেছে পুরুষদের খুন করতে থাকে ।
৬| ২৫ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪০
রাজীব নুর বলেছেন: নেটফ্লিক ছাড়া মুভিটা কোথায় পাবো?
৭| ২৫ শে জুন, ২০২০ রাত ১১:১৪
মনিরা সুলতানা বলেছেন: দেখলাম আজ !
রিভিউ ঠিক আছে।
৮| ২৫ শে জুন, ২০২০ রাত ১১:২১
জেন রসি বলেছেন: রাহুল বোসের অভিনয় ভালো লাগে। রিভিউ পড়ে মনে হলো স্টোরি ভালো। জাস্ট কিছু জায়গায় মেকিং এ গড়বড় হয়ে গেছে। যাইহোক দেখা যেতে পারে।
৯| ২৮ শে জুন, ২০২০ দুপুর ২:০৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দেখলাম, ভালো লাগে নাই,
হিন্দুআনা ছেড়ে সার্বজনীন হতে পারে নাই ।
..................................................................
অতৃপ্ত,অসুখী ও লান্ছিত আত্না আরও ভয়ংকর হওয়া
উচিৎ ছিল ।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুন, ২০২০ দুপুর ২:২৮
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ডাউনলোড কোন লিংক থাকলে দিয়েন স্যার!