![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইচ্ছে করছে আগামীকালই ছুটে চলে যাই গ্রামের বাড়িতে। আমার জমির সমস্ত ধান পেঁকে গেছে। আগামীকাল ধান কাটা হবে। কিন্তু শেষ বারের মত আমার জমির ধান গাছ গুলোকে দেখতে পারবো না
কেন জানি না ধানের জমির প্রতি আমার অন্য রকম এক ভালবাসা। আর এই ভালবাসার টানেই প্রতি বছর নিজেই জমি করি আর দুই থেকে তিন হাজার টাকা লোকসান গুনি। এবার আমি বাড়িতে নাই, তাতে কি এবার মনে হয় লস হবে না। কারণ আব্বু বাড়িতে ছিল
প্রায় সাত বছর পর নিজের জমির ধান কাটা মিস করতেছি
©somewhere in net ltd.