নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোন প্রকার আদেশ গ্রহনে বাধ্য নই, পরামর্শ প্রদানে কৃতজ্ঞ থাকবো।

সব জ্ঞানির উপরে আছেন যে এক মহা জ্ঞানি।।।

ভার্চুয়াল ফাইটার

ভার্চুয়াল ফাইটার › বিস্তারিত পোস্টঃ

অনেক হয়েছে কবিতা , গান, সভ্য আচরণ, আর মিউ মিউ। যেখানে স্বাধীনতার প্রশ্ন, জাতির অস্তিত্বের প্রশ্ন, সেখানে আর সেই সবের দরকার নেই। দরকার বিদ্রোহ। দরকার আরেকটি মুক্তিযুদ্ধের। আছেন কোন বীর দেশপ্রেমিক?

১৩ ই মে, ২০১৪ সকাল ৮:৫৫



আর নয় গুনগুন গুঞ্জন প্রেমের, চাঁদ ফুল জোছনার গান আর নয় !



নপুংশকদের জাতির বিবেকের ভুমিকায় দেখে , আর হিন্দি সিরিয়াল/কলিকাতার লেখকদের ধব্জভঙ্গ নায়কদের অনুসরণ করে আর পাশ্চাত্য সভ্যতা থেকে অসভ্য আচার দেখে অবাধ যৌনাচারে লিপ্ত হয়ে, এক সময়কার বাংলাদেশের বাঘেরা এখন নির্জিব মেনি বেড়ালে পরিণত হয়েছে। সাথে গান্ধিবাদ যোগ হওয়াতে অবস্থা আরো করুণ হয়েছে। এমন অবস্থা হয়েছে যে, কেউ যদি নিজের পশ্চাদদেশ কর্ম শেষ করে চলেও যায়, এর পরেও তারা বলবে, ছিঃ ছিঃ কি দুস্ট ! এমন কাজ সভ্যতা বিরুদ্ধে ! আমি এর তীব্র (মিউ মিউ সুরে) নিন্দা জানাই।



যে জাতির পাছা এমন উদোম, যে জাতি নিবীর্য কাপুরুষ, সেই জাতির পশ্চাদদেশে দেশি লুটেরা আর বিদেশি আগ্রাসিদের দন্ড প্রবেশিত হবে না? আর তাই তো হচ্ছে ! অবৈধভাবে সরকার গঠন করে, দেশটাকে ভারতের করদ রাজ্য বানিয়েও তো দিব্যি আছে হাসিনার অবৈধ সরকার। তাতে আবার দেখি বিদেশিও বেশ বাহ বাহ দিচ্ছে। দেবেই তো !



শুধু যে দেশের সার্বভৌমত্ব ক্ষুন করেই বসে আছে এমন তো না। বরং জনসংখ্যা নিয়ন্ত্রনের কাজটাও নিজেরাই করছে। অপহরণ করে টাকা নিয়ে এর পর খুন করে ফেলে দিচ্ছে। বিরোধী দলও যেহেতু দেশেরই মানুষ, তারাও ওই মিউ মিউ সুরেই "তেব্র প্রতিবাদ" করছে।



বাজারে আগুন ? বিকার নেই। ধর্ষন, চাদাবাজি, দখলদারি, গুম, খুন চলছে দেদারসে ! হোক ! আমি নিজে তো ভালো আছি ! সরকার অবৈধ ? আমার কি? আমি খেয়ে পড়ে বেচে থাকলেই হয়। বাকিরা জাহান্নামে যাক। সার্বভৌমত্ব হুমকিতে? হাসিনা হোক কিংবা মোদির সরকার। আমরা ছা পোষা মানুষ ! হাসিনা যা মোদিও তাই আমাদের জন্য।



বাচ্চা বাচ্চা মেয়েগুলি রেগুলার পেট বাজাচ্ছে আর পেট খসাচ্ছে ! তাতে কি? এই বয়সে এই রকম এক আধটুকু হয়েই থাকে। জীবনের অভিজ্ঞতা আগে থেকে থাকাই ভালো। বাচ্চা বাচ্চা ছেলে গুলি নেশায় আসক্ত হয়ে জীবন ধবংস করে দিচ্ছে। আরে ! তাতে কি? এই বয়সে একটু ভাব না ধরলে "প্রেস্টিজ" থাকে? পোলাপানেরা বাপ মা কে মানে না? অসুবিধা কি? এইটাই মর্ডান যুগ। এভাবেই ওরা আত্মবিশ্বাসি হতে শেখে।



নগরবাসি হয়ে, এইদিক সেই দিক করে যারা আজ এই ভাব ধরেছে, তাদের শেকর কোথায়? হ্যা ! এখন শিক্ষিত আধুনিক হয়ে নাক সিটকালেও বাছাধনেরা ! তোমাদের শেকর সেই গ্রাম বাংলার সবুজ জমিনে। তোমাদের পুর্ব পুরুষরাই যে কাস্তে দিয়ে ফসল ফলাতো, সেই কাস্তে দিয়েই শত্রুর বিরুদ্ধে রুখে দাড়াতো। তোমরা শিক্ষিত হলেও মানুষ হওনি। তা তোমাদের বংশধর ভালো হবে কি করে? শুধু তাই না। দুরারোগ্য ব্যাধির অপ্রতিরোধ্য জীবানূর মত তোমরা তোমাদের অসভ্যতাকে ছড়িয়ে দিয়েছো সারা বাংলাদেশে।



তাই সারা জাতির শরীরেই আজ নপুংশকতা আর স্বার্থপরতার নির্মম ব্যাধি বাসা বেধেছে। কোন এক কুক্ষণে এই ব্যাধিতেই মরণ হবে গোটা জাতির। শহিদ জিয়া আর দেশপ্রেমিক শহিদ মুক্তিযোদ্ধারা সেই বেহেশত থেকেও দুঃখের আর্তনাদ করে উঠবেন।



অনেক হয়েছে ! আর না। রুখে দাড়াতে হবে অন্যায় এর বিরুদ্ধে। অস্রের বিরুদ্ধে অস্র চলবে। প্রয়োজনে কোটি নপুংশকের রক্তে বিশুদ্ধ হবে জন্মভুমি। তাও প্রিয় স্বদেশকে আর পরাধীনতা আর অনিয়মের শৃংখলে বাধা পড়তে দেয়া যাবে না। যে শিক্ষা আমাদের সভ্য নামের নপুংশকতার দিকে আহবান করে, সেই শিক্ষাকে লাত্থি দিন। যে শিক্ষক আমাদের নপুংশকতার দিকে আহবান করে, তার বংশ শুদ্ধু বিনাশ করে দিতে হবে। যে রাজনীতিবিদরা দেশের কথা বলে না, মানুষের কথা বলে না, পেশা ছাড়াই রাজার হালে থাকে, তাদের সমুলে পতন ঘটাতে হবে। যে সরকারি চাকুরে নিজেদের সাধারণ মানুষদের ভাগ্য বিধাতা মনে করে, তাকে রাস্তায় টেনে নামিয়ে ইচ্ছা মত পেটাতে হবে। যে মিডীয়া দেশের চেয়ে বিদেশের স্তুতিতেই ব্যাস্ত থাকে, বিদেশিদের অনুকরণে দেশবাসিকে সাজাতে চায়, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে সেই সব মিডিয়া ছারখার করে দিতে হবে। যে সংস্কৃতিসেবিরা দেশের ঐতিহ্যকে ধবংস করে বিদেশিদের ঐতিহ্যকে প্রতিস্থাপন করতে চায়, ওদের চিরতরে স্তব্ধ করে দিতে হবে।



অনেক হয়েছে কবিতা , গান, সভ্য আচরণ, আর মিউ মিউ। যেখানে স্বাধীনতার প্রশ্ন, জাতির অস্তিত্বের প্রশ্ন, সেখানে আর সেই সবের দরকার নেই। দরকার বিদ্রোহ। দরকার আরেকটি মুক্তিযুদ্ধের। আছেন কোন বীর দেশপ্রেমিক?









লিখেছেন ধীবর ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৪ বিকাল ৩:৪২

অন্ধবিন্দু বলেছেন:
ধীবর,
যুদ্ধের প্রয়োজন দেখছি না। বরং যুদ্ধ থামানো অতীব জরুরী হয়ে পড়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.