নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে দেশটি স্বাধীনতার পর থেকেই সেক্যুলার (অবশ্য ইংরেজ আমল থেকেই), সেই দেশকে তারা ‘ধর্ম-নিরপেক্ষ’ করার জোরদার আহবান জানাচ্ছে -মানিটা কি?
বাংলাদেশ কি খিলাফতি দেশ? এর শিক্ষা ব্যবস্থা কি ইসলামী? এর রাষ্ট্র-ব্যবস্থা কি শরিয়া-ভিত্তিক? এর সশস্ত্র বাহিনী কি ইসলামী মূল্যবোধে প্রশিক্ষণপ্রাপ্ত? এই রাষ্ট্র, তার শিক্ষা, তার আইনি ব্যবস্থা এগুলো কি যুগ যুগ ধরে সেক্যুলার নয়? তবে আবার সেক্যুলার মানি কি? এর আড়ালে নাস্তিকতাকে রাষ্ট্রীয় রূপ দেয়া? বাংলাদেশে সেক্যুলার সমাজ ব্যবস্থা কী উপহার দিয়েছে? চোর, ডাকাত, ঘুষখোর, হন্তা- এরা কারা? কারা জাতীয় সম্পদের হরিলুট করে? ব্যাঙ্কলুট, স্টক-এক্সচেঞ্জলুট, বনজসম্পদলুট, ভূমিদস্যুপনা, মৎসসম্পদলুট, পতিতা ব্যবসা – এসবের সাথে কি আলেম-উলামারা জড়িত? মাদ্রাসার ছাত্ররা জড়িত? বাংলাদেশের জেলগুলোর বাসিন্দা কারা – মাদ্রাসার লোক, না সেক্যুলার প্রতিষ্ঠানের? এসবের মধ্যে কি ‘মুক্তমনে’ চিন্তা করার কিছু নেই?
©somewhere in net ltd.