নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সমাদৃত, মিথ্যা ধীকৃত

হলুদ মিডিয়ার অবাধ মিথ্যাচার প্লাবনে সত্যানুসন্ধানী অভিযাত্রী

ওয়ালী আশরাফ

ওয়ালী আশরাফ › বিস্তারিত পোস্টঃ

আপনারা প্রশ্নগুলির উত্তর দেন!!!!

১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:১৬

&&&&&&&&&& শিক্ষিকা &&&&&&&&&&

আবুল মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে। সে ২০১৪ সালে সে উচ্চমাধ্যমিক পরীক্ষায় A+ পেয়ে পাশ করেছে। সে এখন একটা পাবলিক ভার্সিটিতে ইংরেজি বিভাগে পড়ছে। সে মেয়েদের সাথে খুব একটা মেশেনা। যতটুক দরকার ততটুকু সামাজিকতা বজায় রাখার চেষ্টা করে।

অন্যান্য দিনের মত আজকেও সে ভার্সিটিতে যাবে। কিন্তু ঘুম থেকে উঠে দেখে এখন আর যেয়ে ক্লাস ধরতে পারবে না। তাই সে পরবর্তী ক্লাস ধরবে এই চিন্তা করে আবারও ঘুমিয়ে পড়ল।

যাইহোক সে তার পরবর্তী ক্লাসে যথাসময়ে পৌছল। অন্য সবার মত সেও ম্যাডামের লেকচার শুনছিল। কিন্তু সে ম্যাডামের দিকে তাকাতেই অবাক হয়ে যায়। সে দেখে ম্যাডামের ওড়নাটা পাতলা ফিনফিনে কাপড়ের্। যা রাখা না রাখা সমান কথা। এবার আবুল যা দেখার দেখল এবং সে তার কল্পনার রাজ্যে হারিয়ে গেল।

এদিকে ম্যাডাম লেকচার দিয়েই যাচ্ছে। কিন্তু আবুলের সেদিকে ভ্রুক্ষেপ নেই। সে তার কল্পনার রাজ্যে রাজা হিসেবে বিচরণ করতে করতে স্বপ্নভেলায় ভাসতেছিল।

একটা সময় তার ভাবনার ঘোর কাটল। তারপর সে ভাবতে লাগল এবং তার মনে নিম্নোক্ত প্রশ্নগুলোর উদয় হল ---

১. আমি যা ভাবছি তা কি ঠিক হচ্ছে?
২. ম্যাডামের কি এইভাবে আসা উচিত হয়েছে?
৩. অন্যরাও কি আমার মত ভাবছে?
৪. আদৌ কি মহিলা শিক্ষিকার দরকার আছে?
৫. আমি যে লেকচার বুঝলামনা এর জন্য কে দায়ী? ম্যাডাম, আমি না আমাদের শিক্ষাব্যবস্থা?

গল্প এখানে শেষ। এখন আপনারা আবুলের প্রশ্নগুলোর উত্তর দেন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৪

সাড়াশি বলেছেন: আগে বলেন তার ঘুম থেকে উঠতে দেরী হল কেন? রাতে কি করছে? কল্পনার খোরাক জোগার করছে? আর ভাল ভাল মাদরাসা থাকতে সে পাবলিক ভার্সিটিতে কি করে??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.