| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওয়ালিদ আজিজ
আমি বাংলা ব্যান্ড সংগীতের বিশেষ অনুরাগী, বিশেষ করে নগরবাউল জেমসের গান আমার অনেক বেশি ভাল লাগে । তাই গান নিয়েই ব্লগে, ফেসবুকে লেখালেখি করি ।
"আর কী ভীষণ সমস্ত গান! দুই-তিনটা মাত্র বলতে এখানে এই নিবন্ধ অবতরণ করতে চাইছে এখন। তবে এইটাও কবুলতি হিশেবে এইখানে মেনশন্ করা থাক যে জেমসের গানবাজনারাজ্য গড়ে উঠেছে দুই শতকের সন্ধিক্ষণে, একের-পর-এক ব্যাকরণভাঙা গানের পরাক্রম ভর করে, একটামাত্র বৈঠকে সেই কালাপাহাড়ি কীর্তিমত্ততার গল্প ফুরাবার নয়। সেই ১৯৮৫ সালটাকে জেমসের অভিষেকবর্ষ ধরে এগোলে এই ২০১৫ সালে তার গানকৃতি তিরিশ বছর পূর্ণ করেছে। এই তিন দশকে জেমসও তো একঠাঁয় দাঁড়ায়ে নেই। তিনি নিজের ট্র্যাকে থেকেও মোড় নিয়েছেন, কয়েকটা বাঁকে পেয়েছেন সফলতা এবং কয়েকটায় বিফলও হয়েছেন, তবু গতি তার স্থবির হয় নাই। তিনটি ডিকেডে জেমসের পথরেখা ঠাহর করে এগোনো যায় আলাপটা, আবার অত সুশৃঙ্খল সুসংবদ্ধ কথানুষ্ঠানের ধার না-ধেরে জেমসেরই স্টাইলে কেয়ার্লেস্লি গিটারধুনে এলোমেলোমি ছিটিয়ে এগোনো যায়। যেভাবেই হোক, ‘ছন্নছাড়া দুঃখের ভোরে’ বা ‘একচিলতে রোদের ভিড়ে’, পত্রলেখা ব্যাহত না-হয় যেন। ‘পথে এবার নামো সখি’, স্মৃতি আর শ্রুতি নির্ভর করে এই পথচলা, ফিলিংস আর নগরবাউলের সঙ্গে একবার চেষ্টা করে দেখা যাক গুছিয়ে তোলা যায় কি না আত্মজীবনের আংশিক ড্রাফ্ট। ‘চলতি হাওয়ার পন্থী’ হয়ে থাকলেও ক্ষতি অল্প, যখন যা মুখে বা মনে যোগায় তা-ই যাক টুকানো, পথেই তো সুর লভ্য কথা লভ্য, ‘পথ বেঁধে দেবে বন্ধনহীন গ্রন্থি’ …" - See more at: Click This Link
নগরবাউল জেমস ও তার গান নিয়ে এর চেয়ে অসাধারন নিরীক্ষাধর্মী লেখা এর আগে চোখে পরেনি, "চিরহরিৎ চিৎকারের গ্র্যাম্যাটোলোজি" শিরোনামে জাহেদ আহমদ এর লেখাটি এই লিংকেঃ http://raashprint.com/2016/03/3745/ গিয়ে পড়ুন । এই লেখার সাথে থাকা কিছু দুর্লভ ছবি পোস্টে যুক্ত করা হল ।
১।
২।
৩।
৪।
৫।
সকলে অনুসরন করুন গুরুকে নিয়ে আমাদের ফেসবুক পেইজঃ Click This Link এবং আমার ফেসবুক আইডিঃ https://www.facebook.com/Walid420 জয় হোক বাংলা ব্যান্ড সংগীতের ।
©somewhere in net ltd.