নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিন্দুসমষ্টি ভালবাসার জিম্মাদারি হয়ত তাবৎ ঠাট্টায় মিলায়িত।।

ওয়ালিদ বিন অামির

মেডিকেল এর পড়া পড়তে পড়তে যখন ক্লান্ত হই তখন ই ভেসে ওঠে চোখের সামনে আমার মা-বাবার লালিত স্বপ্ন

ওয়ালিদ বিন অামির › বিস্তারিত পোস্টঃ

অবশেষে ফুট্টুস

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০০

আমিও এখন ভোটার।।

যদিও রাজনীতি বিষাক্ত

নর্দমার কীট বলে বর্জন

করে বর্তমান আধুনিক প্রজন্ম।

কিন্তু কেন জানি জিনিসটার

প্রতি

আমি একটা টান অনুভব করি।

বর্তমান প্রজন্ম ত

রাজনীতি ঘৃণা করবেই কারন

তাদের অধিকংশই এটার কুফল

টা প্রত্যক্ষ

করছে,তারা চেষ্টাও

করেনা এই নর্দমায়

কি আছে তা জানার,

কারন তারা ধরেই

নিয়েছে রাজনীতি মানেই

বাজে জিনিস,

এটা নিয়া কথা বলাও পাপ,

এটা শুধু আওয়ামি-বিম্পি-জ

ামাত এর একচ্ছত্র কাজ।।।

আরেকটা ধারনা,রাজনীতি ভাল

মানুষে করেনা,

তার মানে কি দাড়াল???

আমরা জেনে শুনেই খারাপ

লোকদের

হাতে এটা ছেড়ে দিলাম??

যদি তাই হয় তবে তরুন প্রজন্ম কি

পড়ালেখা করে এত বড় বড়

ডিগ্রী নিয়ে একটা চাকরি নামক

গোলামী করবে আর

বৌ বাচ্চা পালবে??

এবং তােদর বাচ্চারা বড়

হয়ে ঠিক তাদের পথই অনুসরন

করবে???

তাহলে মোদ্দাকথা হল

যে রাজনীতি শুধু মাল

খেয়ে টাল

হওয়া পাবলিকেরাই করবে???

আর তাদের মালের মদদ

দিবে বর্তমান

নামধারী বয়োজ্যোষ্ঠ রাজ

নানা নানিরা।।।

এভাবেই

যদি চলতে থাকে তাহলে

আমার ভোট টা কাকে দিব???

কেনই বা দিব??

কোনদিন কি এই

নর্দমা পরিষ্কার করতে কোন সৎ

ব্যাক্তি আসবেনা???

উত্তর: আসবেনা।

কারন যেই সামনে আসবে

তাকেই

তাড়া করে বেরাবে বিপরীত

বেজন্মা হায়েনারা।।

পরিবার থাকবে দৌড়ের

উপরে,

প্রথমে সাধা হবে ঘুষ,

যদি ঘুষ না খায়

তাহলেই কোন একদিন ফুট্টুস্।।

সো যেই লাউ সেই কদুই

থেকে গেল।

সত্যিই সৎ ব্যাক্তিরা কেন

উলুবনে

মুক্তা ছড়িয়ে নিজেরাই

মুক্তা হয়ে

আকাশে মিট মিট করবে???

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.