নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিন্দুসমষ্টি ভালবাসার জিম্মাদারি হয়ত তাবৎ ঠাট্টায় মিলায়িত।।

ওয়ালিদ বিন অামির

মেডিকেল এর পড়া পড়তে পড়তে যখন ক্লান্ত হই তখন ই ভেসে ওঠে চোখের সামনে আমার মা-বাবার লালিত স্বপ্ন

ওয়ালিদ বিন অামির › বিস্তারিত পোস্টঃ

মেডিকেলীয় অবরোধ

০৩ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

অবরোধ শুরু হওয়ার পর থেকে

আম্মুর ফোন-কলের মাত্রা তিন গুণ

বৃদ্ধিপেয়েছে।



বার বার তার কথার সার কথা হচ্ছে-

''দেশের অবস্থা খুব খারাপ,বাহিরে

ঘুরাঘুরি করবিনা,অবরোধে কখন

কোন মায়ের কোল খালি হয়ে যায়

বলা যায়না''



আম্মুর মুখ থেকে যখন এই কথা শুনি তখন ভাবি,

-নিজেই যখন নিজের জীবন কে অবরোধ করে রেখেছি সেটার কথা ত কেউ বলেনা,



-কেউ বলেনা আর পড়তে হবেনা,



-কেউ বলেনা আজ আইটেম-কার্ড

দিতে হবেনা,



-কেউ বলেনা ডাল-ডিম-আলু ভাজি

আর খেতে হবেনা,



আর ডাক্তারদের ক্ষেত্রে -



-কেউ বলবেনা আজ নাইট ডিউটি

করতে হবেনা,



-কেউ বলবেনা আজ আর রুগী দেখতে হবেনা,



-কেউ বলবেনা রাত জেগে জেগে

এফ সি পি এস/এম ডি/এম এস

এর প্রিপারেশন নিতে হবেনা...



........................এতগুলা অবরোধ

সাথে নিয়েই যখন প্রত্যেকটা

মেডিকেল স্টুডেন্ট/ডাক্তার

জীবনকে সামনে থেকে লিড করে

তখন আম্মুর আশংকাযুক্ত রাস্তাঘাটের

অবরোধের সাবধানি বার্তা কখন যে

পরবর্তী দিনের আইটেম-কার্ড-টার্ম

এর টেনশনে বিলীন হয়ে যায় তা টেরই

পাইনা:(



#ওয়ালিদ_বিন_আমির



published: Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.