![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন আমরা অনেকেই সারাদিন অনলাইন এ থাকি। ভালো ইন্টারনেট স্পিড থাকলে ইন্টারটেইনমেন্ট, নলেজ শেয়ারিং এ্যান্ড গ্যাদারিং এখন সবই অনলাইন থেকেই। আর ইন্টারটেইনমেন্ট এর জন্য আমাদের প্রিয় সাইট ইউ টিউব, লেটেস্ট মিউজিক ভিডিও থেকে শুরু করে, নিউজ এমনকি অনেক বিষয় জানার জন্য উইকিপিডিয়ার আরটিকেল পড়ার চেয়ে অনেক সময়ই ইউটিউবে একটা ভিডিও দেখে নেয়া অনেক বেশি কার্যকর। রাতে যখন বাসায় থাকি, ঘুমানোর আগে টিভি দেখতে দেখতে ব্রাউজিং আর ইউটিউব ভিডিও দেখার একটা অভ্যাস হয়ে গেছে। কাল রাতে গুগলের নুতন ক্রোম কাস্ট( Chrome cast ) এর ঘোষণা শোনার পর একটু চিন্তা করলাম…
আসলেই তো, মাঝে মাঝে ভিডিও গুলো যদি বড় টিভি স্ক্রিনটায় দেখতে পারতাম। কিন্তু ওই এইচ ডি এম আই কেবল লাগিয়ে পুরো স্ক্রিন শেয়ার করে বিষয়টা একটু কম কাজের। বড় স্ক্রিন দরকার মেইনলি ভিডিও দেখার জন্য। আর এই কাজটিই খুব সহজে করার জন্যই গুগল ঘোষণা করলো ক্রোম কাস্ট। দুই ইঞ্ছি সাইজের এই ডঙ্গল আপনার টিভির এইচ ডি এম আই পোর্টের সাথে লাগিয়ে দিন। আর আপনার ফোন, ট্যাব এমনকি ল্যাপটপকেও রিমোট হিসেবে ব্যবহার করে উপভোগ করুন আপনার পছন্দের ইউটিউব ভিডিও বড় পর্দায়। শুধুমাত্র একটি বাটন “কাস্ট” এর মাধ্যমে।
যেমন, একটি ভিডিও সবার সাথে এঞ্জয় করতে চাচ্ছেন বড় পর্দায়। আপনার যদি থাকে একটি ক্রোম কাস্ট ডিভাইস, একটি এইচ ডি এম আই এনাবেল টিভি, এবং একটি ওয়াই ফাই কানেকশন তাহলে ভিডিও দেখা আপনার জন্য আরো অনেক বেশি আনন্দদায়ক। আপনার মোবাইল ডিভাইসটি মেইনলি ব্যবহার হবে রিমোট কন্ট্রোলার হিসেবে। ভিডিও ব্রাউজিং, ফাস্ট ফরোয়ার্ড, নেক্সট, ভলিউম কন্ট্রোল এসব আপনি করতে পারবেন আপনার ডিভাইস থেকে। এখানে আমাদের দেশের জন্য অবশ্য একটু সমস্যা আছে। আপনার টিভিতে আসলে আপনার ডিসপ্লে মিরর হবে না। আপনার ডিভাইস থেকে কমান্ড নিয়ে ক্রোম কাস্ট অনলাইন থেকে ভিডিও স্ট্রিমিং করবে আপনার টিভিতে। তাই ভালো ভিডিও দেখার জন্য আপনার খুব ভালো স্পিডের ইন্টারনেট কানেকশান লাগবে।
এখন পর্যন্ত ক্রোম কাস্ট সাপোর্ট করবে ইউটিউব, নেট ফ্লিক্স, গুগল প্লে মুভিজ এ্যান্ড টিভি, গুগল প্লে মিউজিক ইত্যাদি এ্যাপ্লিকেশান এ। এবং সামনে আরো অনেক এ্যাপ্লিকেশানে ক্রোম কাস্ট সাপোর্ট আসবে। আর ক্রোম ব্রাউজার থেকে আপনি ব্রাউজারের একটি ট্যাব ডিসপ্লে করতে পারবেন আপনার টিভিতে।
মোটামুটিভাবে যেসব কারনে ক্রোম কাস্ট মিরাকাস্ট বা গুগল টিভি এসব থেকে আলাদা …
এটি অনেক সিম্পল, শুধু মাত্র একটি কাস্ট বাটন আপনার ভিডিও বা ওডিও শেয়ারিং এর জন্য
ক্রস প্ল্যাটফর্ম, এ্যান্ড্রয়েড, আই ও এস, উইন্ডোস, ম্যাক সবকিছুর সঙ্গেই এটা কাজ করবে। শুধুমাত্র ক্রোম ব্রাউজার দরকার।
সল্প মূল্য মাত্র ৩৫ ডলার ( উইথ আউট ট্যাক্স )
আর আমাদের দেশের জন্য সমস্যা একটাই, ইন্টারনেট স্পিড। শুধু ক্রোম কাস্ট কেন অনেক গ্যাজেটেরই প্রপার ইউটিলিটি আমরা নিতে পারিনা ইন্টারনেট স্পিড এর কারনে। সাড়া পৃথিবীতে যেখানে অনলাইন মিডিয়া টিভি মিডিয়ার জায়গা অনেকটাই দখল করে রেখেছে। সেখানে অনেক আগ্রহ থাকা সত্ত্বেও আমরা অনলাইন ভিডিও অনেকটাই এড়িয়ে যাই শুধু ইন্টারনেট স্পিড এর কারনে। আচ্ছা প্রমান করার জন্য এখানেই ক্রোম কাস্টের একটা ভিডিও দিয়ে দিলাম।
Click This Link
©somewhere in net ltd.