| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিদিন সকাল এ উঠেই চিন্তা করি, আজ দিন টা যাতে ভাল ভাবে শেষ করতে পারি,
দিন শেষে ঘরে ফেরা আর টুনা টুনি হাজার টা অভিযোগ, এই ত জীবন হ্যাপিনেস, এটা হয়ত আমার মনে হয়, অন্য দের কাছে অন্য কিছু মনে হতে পারে। সপ্নের মাযে বাচা আর সপ্ন দেখা এই বিষয় টা আমার কাছে খুবই অবাক লাগে, আর আমরা হলাম সপ্নের বিপনন আর ফেরিওয়ালা, ভাল'টা কে খুব ভাল করে দেখাতে পারি আবার খুব খারাপ করে বলতে ও পারি, বাঙালি হিসেবে এটা নিয়ে খুব গর্ব করতে পারি আমরা।
প্রতিদিন ই চাই কেন আমার এই শহর টা এমন হলনা কেন তেমন হল না কেন, মাননীয় প্রধানমন্ত্রী কে সাধুবাদ জানাই "ভিসন-৪১" কে, হয়ত এই সপ্নের ওঁ একদিন জন্ম হবে, তার আগে বর্তমান ভুলে নয়, বরং বর্তমান কে শাতে নিয়ে করতে হবে, গনত্রান্তিক দেশে এটাই সব চেয়ে বর সুবিধা যে, নিজের ভাবনা টা কে বলে ফেলা যায়।
মাননীয় প্রধানমন্ত্রী একদিন কি আপনি হতে পারবেন না গনত্রান্তিক মানুষ হতে, পারবেন না একদিন রাস্তার লম্বা জ্যাম এ বসে থেকে উপলব্ধি করতে মানুষ কত কষ্ট করে রাস্তায়, বুজতে পারবেন আম্বুলাঞ্ছ এ প্রসতি মা এর প্রসব বেদনা, বুজতে পারবেন বাসায় টুনা টুনি বসে থাকার আকুলতা,
পারবেন না একদিন বাসাই গ্যাস বন্ধ করে দিয়ে, ছুটট সুনামনির দুধ গরম করে না খাওয়াতে পারার কষ্ট টা,
যদি আসলেই নিজে কে গনত্রান্তিক মনে করেন তাহলে হয় ত্ব কুনো দিনও বর বর প্রোটোকল নিতেন না,
আসা করব একদিন এর জন্য হলেও একদিন গনত্রান্তিক মানুষ হবেন।
এটা আমার সপ্ন, .।.।.।.।.।।
ভাবনা টা শেষ হয়ে ওঁ হইল না।
যাকি
২|
১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫১
ওয়াসিফ যাকি বলেছেন: রুদ্র জাহেদ ঃ ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৫
রুদ্র জাহেদ বলেছেন: আসা করব একদিন এর জন্য হলেও একদিন গণতন্তিক মানুষ হবেন।
শুভ ব্লগিং