নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভ্রমণের মাধ্যমে বাংলাদেশকে জানা

wasim_khan29

ভ্রমণ পিপাসু

wasim_khan29 › বিস্তারিত পোস্টঃ

দুবলহাটি জমিদারবাড়ি

২৭ শে মে, ২০১৪ দুপুর ১২:৫০

গত শীতে (জানুয়ারী ২০১৩) তে গিয়েছিলাম শ্বশুরবাড়ী। স্ত্রী তার বাপের বাড়ীতে ও পুত্র (১৬ মাস বয়সি) তার নানার বাড়িতে গিয়েছে একমাস হয়েগেলো। তাদের আসার নামগন্ধও নেই। আরও নাকি বেশ কিছুদিন থাকবে। পুত্রের টানে ;) টানে তাকে দেখতে গেলাম আমার শ্বশুরবাড়ী নওগাঁ। বৃহস্পতিবার রাতে পৌছে স্ত্রীকে বললাম চলো কোথাও থেকে ঘুরে আসিB-)। স্ত্রী বলল ঘুরতে যাবে না :D। কি আর করা সকাল বেলা ঘুম থেকে উঠেই একা চলে গেলাম দুবলহাটি জমিদারবাড়ি ঘুরতে।







আগে কখনও যাই। যাই হোক রিক্সা নিয়ে চললাম একা একা। পথে যেতে যেতে সকালের কুয়াশা মাখা আবহাওয়া ও সাথে হালকা বৃষ্টি ভালই লাগছিল। ;)







জমিদারবাড়ির সামনের দৃশ্য।

একসময় পৌছে গেলাম জমিদার বাড়ির সামনে।





জমিদারবাড়ির ভেতরের দৃশ্য।



অযত্ন আর অবহেলা নষ্ঠ ধ্বংশপ্রাপ্ত জমিদার বাড়ি দেখে মনটা খুবই খারাপ হয়ে গেলো। :((





































দুবলহাটি জমিদার বাড়ি সম্পর্কে আগ্রহীরা এখানে দেখতে পারেন -





দুবলহাটি জমিদারবাড়ি

মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৪ দুপুর ১:২৯

নাভিদ কায়সার রায়ান বলেছেন: আহহা! জায়গাটা তো ধ্বংস করে ফেলেছে। আমাদের দেশে এই একটা সমস্যা। হেগে মুতে যেভাবে পার পুরনো জিনিষগুলো ধ্বংস কর এই হল আমাদের মূল উদ্দেশ্য। প্রত্নতাত্ত্বিক বা ঐতিহ্যগত জায়গাগুলো ঠিকঠাক মত রক্ষা করে বিদেশিদের কাছে তুলে ধরতে পারলে পর্যটনে আমরা অনেক এগিয়ে যেতে পারতাম।
আফসোস।
পোস্ট ভালো লাগলো।

২৭ শে মে, ২০১৪ বিকাল ৫:৫৯

wasim_khan29 বলেছেন: ধন্য বাদ নাভিদ কায়সার রায়ান ভাই।

২| ২৭ শে মে, ২০১৪ দুপুর ১:৩১

ঢাকাবাসী বলেছেন: খুব ভাল জিনিস দেখালেন। অবাক হচ্ছি এত সুন্দর একটা স্হাপনা এখনো ডিসি অফিস বা আম্যুলীঘ যুবলীগের স্হানীয় অফিস হয়ে যায়নি! হয়তো অন্য কোন প্ল্যান আছে! ধন্যবাদ।

২৭ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

wasim_khan29 বলেছেন: এই টাইতো আমাদের মূল সমস্যা। সবকিছু নষ্টদের দখলে। হয় আওয়ামীলিগ নয়তো বিএনপি।

৩| ২৭ শে মে, ২০১৪ দুপুর ১:৩১

বোকামানুষ বলেছেন: ছবিগুলো ভাল হয়েছে


কিছুদিন আগে আমরা কয়েকজন মিলে গিয়েছিলাম এই জমিদার বাড়ী দেখতে আসলেই পুরনো সুন্দর জমিদার বাড়ীগুলো অযত্ন অবহেলায় নষ্ট হয়ে যেতে দেখে খুব খারাপ লাগে :(

২৭ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

wasim_khan29 বলেছেন: আসলেই খুব খারাপ লাগে। ভালো থাকবেন।

৪| ২৭ শে মে, ২০১৪ দুপুর ১:৪৩

বোকামানুষ বলেছেন: @ঢাকাবাসী ভাইয়া এটা এখনো কোন অফিস হয়ে যায় নি কারণ এটা আসলে সেই অবস্থায় নাই প্রথমে যে ছবিটা দেয়া এটাই বাড়ীটাতে ঢুকতে প্রথম বিল্ডিং এবং এটাই একটু ভাল অবস্থায় আছে যেখানে গরীব কিছু মানুষ থাকে কিন্তু ভিতরের দিকে যেসব বিল্ডিং এর ছবি দেখতে পাচ্ছেন সেগুলোর অবস্থা খুব খারাপ ওই গুলোর উপরের তালায় উঠা রীতিমত রিস্কি যে কোন সময় ভেঙে পড়তে পারে

২৭ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

wasim_khan29 বলেছেন: ঠিক বলেছেন ভাই। ভালো থাকবেন।

৫| ২৭ শে মে, ২০১৪ দুপুর ২:১২

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। গুড পোস্ট।

২৭ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

wasim_khan29 বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন।

৬| ২৭ শে মে, ২০১৪ বিকাল ৩:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:


চমৎকার পোস্টে ভাল লাগা রইল।

২৭ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

wasim_khan29 বলেছেন: আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।

৭| ২৭ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

wasim_khan29 বলেছেন: আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।

৮| ২৭ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: গিয়েছিলাম এখানে বেড়াতে। এই ধরনের পুরোকৃর্তি সংরক্ষনে কর্তৃপক্ষে একটি নোটিশ বোর্ড লাগিয়েই ক্ষান্ত হয়েছে। এই জায়গাটি সংরক্ষন করতে পারলে একটা সুন্দর দেখার জায়গা হতো!

২৭ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

wasim_khan29 বলেছেন: খুব দুঃখ লাগে। আমাদের দেশের যা কিছু ভালো তা ইংরেজ আমলেই হয়েছে। তারা তো এসেছিল ব্যাবসা করতে। আমাদের সবকিছু লুন্ঠন করে নিয়েগিয়েছিল। তাদের টাতে সান্তনা খুজি তারা অন্য দেশের ছিল। কিন্তু আমাদের এই স্বাধীন বাংলাদেশের আমাদের নিজের মানুষদের দ্বারা দেশটা যেভাবে ক্ষতবিক্ষত, লুন্ঠন হচ্ছে তা মানতে পারিনা কিছুতেই। ভালো থাকবেন। ধন্যবাদ

৯| ২৮ শে মে, ২০১৪ দুপুর ১২:২৫

অর্ফিয়াস বলেছেন: এটা কোন জায়গায় ভাই?

২৯ শে মে, ২০১৪ সকাল ৯:১৮

wasim_khan29 বলেছেন: এই নওগাঁ তে ভাই।

১০| ১৬ ই জুন, ২০১৪ রাত ১:০৯

নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: খুব ভাল জিনিস শেয়ার করেছেন।



আইডিয়া বাজ

১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৪১

রাজীব নুর বলেছেন: দরজা জানালা তো কিছুই নাই। সরকার এগুলো রক্ষনাবেক্ষন করে না কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.