নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাতে

বাংলাতে › বিস্তারিত পোস্টঃ

আমাদের ২০ কোটি জনগণ থাকার পরেও গেমকে প্রমোট করতে আমাদের কেন জীবন উষ্ঠাগত হবে !!!

০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

"আমাদের দেশে নির্মিত আরেকটা 3D অ্যান্ড্রয়েড গেম" টাইটেল পোস্ট -টি আমি গতকাল দিয়েছিলাম | আজকে আবার লিখছি আমাদের কার্পন্য নিয়ে |



"ক্যাটরিনা রনবীর কাপুরের সাথে হানিমুনে গেছে " এই খবর চাপানোর , পড়ার কিংবা শেয়ার দিতে আমাদের আলসেমি কিংবা কার্পন্য লাগে না | কিন্তু নিজেদের কোনো প্রচেষ্টার সাথে থাকতে কিনবা প্রচারে সাহায্য করতে গেলেই যেন আমাদের সব আলসেমি | অন্য একদিন অভিজ্ঞতার কথা লিখবো , আজকে ফাও পেচালে না যাই |



যাই হোক, স্বপ্ন আছে নিজের দেশে বিশ্বের বড় একটা গেম নির্মাতা প্রতিষ্ঠান হবে | ছোট কিছু গেম দিয়েই শুরু করেছি | শুরু তো ছোট থেকেই হয় , নাকি ? নাকি আমরা সবাই ৫ ফুট + হয়েই জন্মিয়েছি ? গেম বানানো শেষ হলেই শুরু হয় তার প্রচারণার কাজ | করতে গিয়েই খাচ্ছি ধরা | ফ্রেন্ড কিংবা পরিচি কারোরই সময় নেই গেম খেলে দেখার কিনবা রিভিউ অর রেটিং দেবার |



গুগল প্লে তে গিয়ে সামান্য একটা রিভিউ দিতে , ফেসবুকে/টুইটারে বন্ধুদের সাথে শেয়ার করা কি এতই কষ্টকর ? আল্লাহ মালুম



আমরা হতাশ | পুরাই হতাশ | হাজার হাজার ডলার বিজ্ঞাপনে খরচ ও করার সামর্থ্য হবে না কোনদিন , তাই গেম বানানো ছাড়ছি অচিরেই |





এই গেমটি সবাইকে গতকাল দেখে রিভিউ , রেটিং দিতে বলেছিলাম |



https://play.google.com/store/apps/details?id=com.gamecookstudio.splashyfish









[img|http://cms.somewhereinblog.net/ciu/image/175417/small/?token_id=8be50ead9db7a90087aa7b7a4096f962

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

ইয়েন বলেছেন: ভাই হতাশ হলে চলবে? আমি আজকেই ডা.লোড দিয়ে কাল/পরশু রিভিউ দিব :) ... ৫ স্টার অবশ্যই দিবো ... এগিয়ে যান ... এত দ্রুত হাল ছাড়বেন না আশা করি :)

২| ০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

মদন বলেছেন: এতো সহজেই হতাশ হোন কেন???

আমি একটি রিভিউ কাল দিয়েছি আপনার এপস এ।

আমরা গেম তৈরী করবো না, কিন্তু কিছু একটা করার জন্য শুরু করেছি। এপস বানানোর কাজ চলছে। আমাদের পাবেন এখানে http://www.bijoyapps.com/

৩| ০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

দি সুফি বলেছেন: ধৈর্য্য দরকার, আরো অনেক বেশি ধৈর্য্য দরকার। ধৈর্য্য ছাড়া সাফল্য আসে না।

৪| ০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

লেখাজোকা শামীম বলেছেন: শিল্পীদের এত সহজে হতাশ হতে নেই। গেম বানিয়ে যেতে থাকেন। একটা না হয় আরেকটা হিট করবেই।

৫| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ৮:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনে দেখি ভাই আমার মতো!!

৩ডি ষ্টুডিও ম্যাক্স তখন সদ্য এয়েচে!! খুব আগ্রহ করে শিখলাম... প্রথম কাজও পেলাম- ১০ সেকেন্ডে ১০ হাজার টাকা!!
ওমা বেটা করল বাটপারি! দিলাম ৩ডি ছাইড়া.....

লস কার? আমার??

আপনি লস কইরেন না। লালন নজরুলওতো বাইচা থাকতে মূল্য পান নাই। আপনি হতাশ হন কেনু?????

দেখতে যাইতাছি। খেলুন যাইব না????

৬| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ৮:৩৩

একজন ঘূণপোকা বলেছেন: শুভ কামনা


হতাশ হবেন না

৭| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫০

বেকার সব ০০৭ বলেছেন: ধৈর্য্য দরকার, আরো অনেক বেশি ধৈর্য্য দরকার। ধৈর্য্য ছাড়া সাফল্য আসে না
আপনার জন্য শুভ কামনা রইলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.