নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি পেশা নয় নেশা। তাই শত প্রতিকুল পরিস্থিতিতেও ছাড়তে পারি না। লিখেছি লিখছি লিখব। কিছুটা আবেগী হওয়ায় মনের রাগ ক্ষোভ দমিয়ে রাখতে পারিনা বিধায় কিছুটা প্রতিবাদী হয়ে যাই। লিখার ভালো মন্দ বিচার বিশ্লেষণ করা হয় না। তাই অনেকে খেপাটে ও বলতে দ্বিধাবোধ করে না।মনে মাঝে আঘাতটাকে শক্তিতেই রুপান্তরিত করি।চেষ্টা করি সমসাময়িক বিষয়ে লিখতে। হয়তো সফল হয়তো বিফল। কিন্তু সবার ভালবাসা ই আমার প্রেরণা।
গাজায় ৩ জন ইহুদি শিশু অপহরণ ও হত্যাকে কেন্দ্র করে ইসরাইল মাত্র ১৮ লক্ষ অধিবাসী অধ্যুষিত গাজা উপত্যাকায় হামলা চালাচ্ছে। ১০ দিনের হামলায় ২৩৭ জন আদম সন্তানকে হত্যা করা হয়েছে। ১ লক্ষ গাজাবাসীকে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বলা হয়েছে। আমেরিকা বহু পাপ করেছে। ইরাকে এ পর্যন্ত ১০ লক্ষ বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছে। আফগানিস্তানে ২ লক্ষ বেসমারিক নাগরিককে খুন করা হয়েছে। হামাস ইহুদি কিশোরকে খুন করেনি। তারপরেও সেটিকে অজুহাত বানিয়ে আমেরিকার মদদপুষ্ট হয়ে ইসরাইল গাজায় মুসলমানদের রক্তে হোলি খেলা শুরু করেছে। সমগ্র বিশ্ব বিবেক জেগে উঠেছে। ইসরাইল আজ হানাদার হিসেবে চরমভাবে ধিকৃত ও নিন্দিত। ইসরাইলের এই বর্বরতা এবং তার ওপর বিশ্ববাসীর এই ঘৃণা ও ধিক্কার থেকে মানুষের দৃষ্টি ফেরানোর কৌশল হিসেবে মালয়েশিয়ার এই বিমানে হামলা চালানো হয়েছে বলে প্রবীণ ও অভিজ্ঞ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন। তবে কে বা কারা করেছে এবং কি উদ্দেশ্য করেছে তা জানতে আরোও কিছুদিন সময় লাগবে বলে তারা মনে করেন।
২| ১৯ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩৩
ওয়েলকামজুয়েল বলেছেন: ঠিক বলেছেন
৩| ২০ শে জুলাই, ২০১৪ রাত ১২:৩০
নিয়ামুল ইসলাম বলেছেন: ১ম মন্তব্যকারির সাথে কঠিনভাবে একমত।
©somewhere in net ltd.
১| ১৯ শে জুলাই, ২০১৪ সকাল ১১:১৪
মুরগির চামড়া ভেজে খাব আমরা বলেছেন: রাশিয়া ইসরাইলকে হুমকি দিছে গাজার কারনে তাদের সাথে সম্পর্ক খারাপ হবে। ব্যস, ওবামা গং ইউক্রেনকে সাথে নিয়া নয়া প্ল্যান কার্যকর করে ফালাইছে।