নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সদা সুন্দর চিরন্তন

অসত্যের কাছে নত নাহি হবে শির ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় বীর। -নজরুল

ওয়েলকামজুয়েল

লেখালেখি পেশা নয় নেশা। তাই শত প্রতিকুল পরিস্থিতিতেও ছাড়তে পারি না। লিখেছি লিখছি লিখব। কিছুটা আবেগী হওয়ায় মনের রাগ ক্ষোভ দমিয়ে রাখতে পারিনা বিধায় কিছুটা প্রতিবাদী হয়ে যাই। লিখার ভালো মন্দ বিচার বিশ্লেষণ করা হয় না। তাই অনেকে খেপাটে ও বলতে দ্বিধাবোধ করে না।মনে মাঝে আঘাতটাকে শক্তিতেই রুপান্তরিত করি।চেষ্টা করি সমসাময়িক বিষয়ে লিখতে। হয়তো সফল হয়তো বিফল। কিন্তু সবার ভালবাসা ই আমার প্রেরণা।

ওয়েলকামজুয়েল › বিস্তারিত পোস্টঃ

সেই দিন গুলো গেল কই?

১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:১৭

আজ আর সকাল হলেই
মসজিদগুলো মক্তবে পরিণত হয় না।
বাড়িতে বাড়িতে গৃহবধূ
এবং গৃহকর্তা সাতসকালে দুলে দুলে কুরআন
পড়েন না।
অবোধ শিশুরা দলবেঁধে আমপারার
তালিম নেয়ার জন্য মসজিদে ছুটে যায়
না।
আরবি হরফ কিংবা বর্ণমালা আজ আর
মুসলিম পরিবারগুলোতে মর্যাদার
সাথে উচ্চারিত হয় না।
সব কিছুর মধ্যেই রাষ্ট্রীয়
মদদে তালেবান
কিংবা জঙ্গি শব্দমালা এমনভাবে ঢুকিয়ে দেয়া হয়েছে,
যাতে ধর্মহীনতাই যেন মর্যাদার
প্রতীক বলে বিবেচিত হচ্ছে।
---------++রনি

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.