নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সদা সুন্দর চিরন্তন

অসত্যের কাছে নত নাহি হবে শির ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় বীর। -নজরুল

ওয়েলকামজুয়েল

লেখালেখি পেশা নয় নেশা। তাই শত প্রতিকুল পরিস্থিতিতেও ছাড়তে পারি না। লিখেছি লিখছি লিখব। কিছুটা আবেগী হওয়ায় মনের রাগ ক্ষোভ দমিয়ে রাখতে পারিনা বিধায় কিছুটা প্রতিবাদী হয়ে যাই। লিখার ভালো মন্দ বিচার বিশ্লেষণ করা হয় না। তাই অনেকে খেপাটে ও বলতে দ্বিধাবোধ করে না।মনে মাঝে আঘাতটাকে শক্তিতেই রুপান্তরিত করি।চেষ্টা করি সমসাময়িক বিষয়ে লিখতে। হয়তো সফল হয়তো বিফল। কিন্তু সবার ভালবাসা ই আমার প্রেরণা।

ওয়েলকামজুয়েল › বিস্তারিত পোস্টঃ

লেখাগুলোতে জঙ্গি জঙ্গি ভাব?

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৩

কোহলি আনুষ্কা একই ফ্ল্যাটে থাকলে হয় প্রেম।
আর রুবেল হ্যাপি একই ফ্ল্যাটে থাকলে হয় রেপ।

জাফর ইকবাল ড্রোন বানাইলে হয় বিজ্ঞানী,
আর আনসারুল্লাহ বাংলা টিম বানাইলে জঙ্গী।

গেটের বাহিরে তালা মারলে হয় নিরাপত্তা,
আর ভেতর থেকে মারলে হয় শিষ্টাচারের অভাব।

একটা বই থেকে চুরি করে লিখলে হয় কপি,
আর অনেক গুলো বই থেকে চুরি করলে হয় গবেষনা।

ইমরান হাশমি কিস করলে হয় লুইচ্ছা,
আর ঋত্বিক,শাহরুখ কিস করলে বলা হয় চরিত্রের প্রয়োজনে।

সাঈদ জামিল লিখলে হয় কবিতা।
আর রশময় গুপ্ত লিখলে হয় চটি।

আর আমি লেখলে প্রথম পাতা থেকে গায়েব।
ক্ষেত্র বিশেষে ব্লক খাইতে হয়।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১০

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: হ্যাপিরে নিয়া কিছু কইয়েন না,নাইলে আমার মত পোস্ট গায়েব হয়ে যাবে।২৮ তারিখ থেকে শুরু হইছে,আইজকাও পোস্ট গায়েব হইছে।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:০৯

অনুপম দেবাশীষ রায় বলেছেন: হাংরিয়ালিস্ট নাকি ভায়া?

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৪১

জাফরুল মবীন বলেছেন: রম্য ঢংয়ে লেখা সিরিয়াস কবিতা ভালই লাগল,তবে প্রতিটি লাইনের শেষে ছন্দ মেলানো হলে এটি আরও সুন্দর হতো বলে মনে হয়।

শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.