নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি পেশা নয় নেশা। তাই শত প্রতিকুল পরিস্থিতিতেও ছাড়তে পারি না। লিখেছি লিখছি লিখব। কিছুটা আবেগী হওয়ায় মনের রাগ ক্ষোভ দমিয়ে রাখতে পারিনা বিধায় কিছুটা প্রতিবাদী হয়ে যাই। লিখার ভালো মন্দ বিচার বিশ্লেষণ করা হয় না। তাই অনেকে খেপাটে ও বলতে দ্বিধাবোধ করে না।মনে মাঝে আঘাতটাকে শক্তিতেই রুপান্তরিত করি।চেষ্টা করি সমসাময়িক বিষয়ে লিখতে। হয়তো সফল হয়তো বিফল। কিন্তু সবার ভালবাসা ই আমার প্রেরণা।
এক জাতের শান্তিপ্রিয় মুসলিম আছেন। উনারা বোধ করেন যে আমাদের রাসূল(সঃ) গান্ধী নীতির প্রচারক। কেউ আপনাকে এক গালে চড় মারল আর আপনি একগাল হেঁসে আরেক গাল আগিয়ে দিলেন।
ভাই এটা গান্ধীর নীতি। ইসলামের না। ইসলাম একটি বাস্তবভিত্তিক ধর্ম। বাস্তবতা আর বিজ্ঞান আমাদের শেখায় টিকে থাকার নীতি।
এই ধরেন বেয়ার গ্রিলস জঙ্গলে ঝাঁপ দিল। সে দেখল একটা ক্ষুধার্ত বাঘ তার দিকে ক্যাট ওয়াক করে এগিয়ে আসছে। এমতাবস্থায় টিকে থাকার পন্থাটা কি হবে?
বাঘটা বেয়ার গ্রিলসকে কামড়ে দেবে আর বেয়ার মশাই বাঘটাকে কষে চুমু খাবে?
নিশ্চয় না। বাঘটাকে হত্যা করে নিজে টিকে থাকবে। কারণ সে অশান্তি সৃষ্টি করছে বা করবে।
এটাই বাস্তবতা। কোন অবাস্তবভিত্তিক ধর্ম কখনোই পৃথিবীতে টিকে থাকবে না।
ইসলাম বলে প্রাণের বদলে প্রাণ। ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। আল্লাহ বা রাসূলকে(সঃ) অবমাননার শাস্তির মৃত্যুদণ্ড।
এটাই ইসলাম। এটাই শরীয়াহ আইন। এখানে "I think", "আমার মতে"র কোন স্থান নাই।
আপনি মানতে পারেন বা না পারেন তাতে ইসলামের কিছুই যায় আসে না। আপনি কি মনে করেন তাতেও ইসলামের যায় আসে না।
সোজা ভাষায়, আপনি মানতে পারলে মুসলিম নাহয় কাফির।
প্রশ্ন: তাহলে ইসলাম শান্তির ধর্ম কিভাবে?
উত্তর: ইসলাম শান্তির না বরঞ্চ "সন্ত্রাস" এর ধর্ম। তবে তা অপরাধীদের জন্য। কারণ ইসলাম তাদের "সায়েস্তা করবেই। আর তাদের অশান্তি নিশ্চিত করেই ইসলাম ভালমানুষদের শান্তি প্রতিষ্ঠা করবেই।
ইদানিং প্রাদুর্ভাব দেখা দিয়েছে 'সহজিয়া বিজ্ঞানী'র। এই পন্থায় 'বিজ্ঞানী' হবার জন্য গণিত বা পদার্থ-অপদার্থ কোন বিষয়ক জ্ঞানেরই প্রয়োজন নেই। কেউ যদি এখন ইসলাম ধর্ম, ইসলাম ধর্মের প্রচারক হযরত মুহাম্মদ (সাল্লালাহু আলাইহে ওয়া সাল্লাম) এবং ইসলাম ধর্ম অনুযায়ী মহাবিশ্বের সৃষ্টিকর্তা পরম করুনাময় আল্লাহ রাব্বুল আলামীনকে কষে গালি দিতে পারেন, তাহলেই তিনি বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি পেয়ে যাচ্ছেন। এটা আবার একটা কিনলে আরেকটা ফ্রি পাবার যুগ। তাই 'বিজ্ঞানী' উপাধীর সাথে ফ্রি হিসেবে পাওয়া যাচ্ছে, 'মুক্তমনা' এবং 'প্রগতিশীল' টাইটেল।
©somewhere in net ltd.