নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সদা সুন্দর চিরন্তন

অসত্যের কাছে নত নাহি হবে শির ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় বীর। -নজরুল

ওয়েলকামজুয়েল

লেখালেখি পেশা নয় নেশা। তাই শত প্রতিকুল পরিস্থিতিতেও ছাড়তে পারি না। লিখেছি লিখছি লিখব। কিছুটা আবেগী হওয়ায় মনের রাগ ক্ষোভ দমিয়ে রাখতে পারিনা বিধায় কিছুটা প্রতিবাদী হয়ে যাই। লিখার ভালো মন্দ বিচার বিশ্লেষণ করা হয় না। তাই অনেকে খেপাটে ও বলতে দ্বিধাবোধ করে না।মনে মাঝে আঘাতটাকে শক্তিতেই রুপান্তরিত করি।চেষ্টা করি সমসাময়িক বিষয়ে লিখতে। হয়তো সফল হয়তো বিফল। কিন্তু সবার ভালবাসা ই আমার প্রেরণা।

ওয়েলকামজুয়েল › বিস্তারিত পোস্টঃ

জাতির পিতা মহাত্মাগান্ধী জাতির মাতা?

০৪ ঠা এপ্রিল, ২০১৫ সকাল ৭:১৩

ভারতের জাতির পিতা প্রয়াত মহাত্মা গান্ধীর তো দিব্যি ধুতি-কোর্তা গায়ে ছিল। এই ব্যাপারে মানসন্মান অক্ষুন্ন ছিল গান্ধী মশাইয়ের। কিন্তু এখন দেকচি বিজেপি নেতারা মহাত্মা সাহেবের ধুতির গিঁটটা ধরে টেনেই ছাঁড়ল।

বিজেপির সংসদ সদস্য যোগী আদিত্যনাথ গরুকে ভারতের রাষ্ট্রীয় মাতা বা জাতির মাতা ঘোষণার আহ্বান জানিয়েছেন।

তার মানে মহাত্মা জাতির পিতা আর গরু জাতির মাতা?

অর্থটা দাঁড়ায় মহাত্মা সাহেব শেষ পর্যন্ত গরুর সাথেই? থাক ও কথা নাহয় বাদ দেই।

মহাত্মা সাহেবের তো পরণে অন্তত পোশাক ছিল। কিন্তু ভারতের জাতির মাতা তো উলঙ্গই থাকেন।

বেচারি সানি লিওনিও তো বাটে(স্তন) কাপড় চড়ায়। কিন্তু গরুর বাটটাও তো দেখি উন্মুক্ত।

এ নাহয় গেল জাতির মাতার পোশাক পরিচ্ছেদের কথা। কিন্তু জাতির মাতার চরিত্রের কি হবে বলি!

গাভীর সাথে তার স্বীয় বাছুরেরও ক্রস ঘটায়(যৌন মিলন) মহাপাপী পশ্চিমারা। আমাদের দেশেও এর ব্যাতিক্রম কই? প্রতি বছর জাতির মাতা নতুন নতুন পিতার সাথেই সঙ্গমে লিপ্ত হয়।

কোন নারী এরূপ বাছবিচার ছাড়া একাধিক পুরুষের সাথে সঙ্গম করলে আমরা সোজাসাপ্টা ভাষায় তাকে "পতিতা" বলি।

তার মানে কি দাঁড়ায় ভারতের জাতির মাতা "পতিতা"? আর ভারতীয়রা(যারা গরুকে জাতির মাতা মানেন) পতিতার বাচ্চা?

কি বিচ্ছির!

ক্রেডিট : মাহী

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ সকাল ৮:১৯

ইমরান আশফাক বলেছেন: হা: হা: হা:। :) :D B-) ;) :P :#) B-)) :> !:#P =p~

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৮

পাভেলহক বলেছেন: ভাবনাটা গরুর মতই ;) ;) ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.