নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের মাঝে একটু আলো.. আলোর অনুসরণ ।\n\nhttps://www.facebook.com/profile.php?id=100004783727702 ।

তর্কে জড়াতে পারবোনা, জ্ঞান সীমিত ।

কলমের কালি শেষ

লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...

কলমের কালি শেষ › বিস্তারিত পোস্টঃ

মেপে দেখ !..

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২০

গুণেছি তারা, একটি কম আছে !

যদি কেউ বলে এই কথা তা দেখাবে হাস্যেভরা

কেন ? আকাশের তারা কি অসীম যার কোন শেষ নেই ?

এই সমুদ্রে ঊনিশ লিটার জল বেড়েছে !

সমুদ্রের জল মাপা মগেরমুল্লুক নাকি !

কেন মাপতে পারবো না ? এর কি কোন শেষ নেই ?



গত ক'মাসে চুল ঝরেছে আমার পাঁচশত একটা

তাহলে কি তুমি চুল গুনে রেখেছিলে ?-

যাহ, তা কি করে হয় চুল গুণা যায় নাকি !

কেন গোণা যাবে না চুলতো আমাদের চোখের সীমানাতেই আছে

এক কেজি চাউলে দিয়েছেন আমায় নয়টি চাউল কম !

সে কি করে হয় মেপে দিয়েছি পুরা এক কেজি

নাহ, আমি গুনে দেখেছি নয়টি চাউল কম আছে

চাউল কিভাবে গুণে, একি সম্ভব !!

কেন সম্ভব নয় এতো আমার হাতের মুঠোয় !



ভালোবাসি তোমায় আমি ঠিক এমনই ভাবে

কখনো সমুদ্রের মাপে, কখনো তারার

কখনো হয়তো চুল, চাউলের মাপে...

তবে বাসিনা ভালো তোমায় এর চেয়ে কমে

স্বপ্ন দেখাতে পারবো না তোমায় সীমাহীন বলে-

শেষ আছে তার কোন এক জায়গাতে

যদি জানতে চাও তবে গুণে দেখ, মেপে দেখ

ছোট বেলায় তো নিশ্চয় ধারাপাত পড়েছ । B-)







মন্তব্য ৩৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

মনের গহীনে বলেছেন: সুন্দর লাগল ভাই

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১২

কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাললাগা জানানোর জন্য মনের গহীনে ।...:)

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পাটীগণিতের নামতার কথা বলেছেন নাকি?

:)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৪

কলমের কালি শেষ বলেছেন: =p~ ছোটবেলার ধারাপাত থেকে গননা শেখার কথা বলেছি । কমেন্টে অনেক ধন্যবাদ মোহাম্মাদ আব্দুলহাক ।..:)

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৩

আমিনুর রহমান বলেছেন:




চমৎকার গুনিয়ক কবিতা।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৫

কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাললাগা প্রকাশের জন্য আমিনুর রহমান ভাই।..:)

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: :P

:) :) :)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৬

কলমের কালি শেষ বলেছেন: ;) :#) :#) B-))

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫২

ফা হিম বলেছেন: অনেক কিছুই মাপা যায় না

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৭

কলমের কালি শেষ বলেছেন: হুম । আসল জায়গায় হিট করেছেন । অনেক ধন্যবাদ কমেন্টে জানানোর জন্য ফা হিম ।..:)

৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৭

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো অনেক।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৮

কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ পাঠে এবং কমেন্টে হানিফ রাশেদীন ভাই।...:)

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৬

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২১

কলমের কালি শেষ বলেছেন: মোটামুটি লাগাটাও যে কমেন্টে প্রকাশ করেছেন আমার জন্য সেটাও অনেক পাওয়া ।
ছোট্ট কবি, ছোট্ট আশা
পেলে হব আনন্দে দিশেহারা ।
অনেক ধন্যবাদ সুমন কর ভাই ।...:)

৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৭

ওয়্যারউলফ বলেছেন: নিসন্দেহে সুন্দর একটি কবিতা।( তবে শেষ লাইনে ধারাপাতের বদলে "জীবনে তো অনেক ক্যলকুলেটর টিপেছ" । এ ধরনের হলে একটু ডিজিটাল মনে হতো।) কবিতার জন্য কবিকে শুভেচ্ছা।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৫

কলমের কালি শেষ বলেছেন: হামম তা হত তবে এই ডিজিটাল যুগে সবাইকে ছোট বেলায় ধারাপাত পড়ার স্মৃতিটুকু মনে করিয়ে দেওয়ার চেষ্টা আর কি ।
ভাললাগা প্রকাশে এবং কমেন্টে অনেক ধন্যবাদ ওয়্যারউলফ ।....:)

৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৭

অপূর্ণ রায়হান বলেছেন: ++++
ভালো থাকবেন :)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৬

কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ । আপনিও ভাল থাকবেন অপূর্ন ।...:)

১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২২

আধখানা চাঁদ বলেছেন: আমার বেশ ভাল লেগেছে। অন্যরকম একটা রেশ পাওয়া গেল কবিতায়।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৮

কলমের কালি শেষ বলেছেন: আপনার কাছে বেশ ভালো লাগাতে পেরে আমি উচ্ছসিত । ভাললাগা জানানো এবং কমেন্টে অনেক ধন্যবাদ আধখানা চাঁদ ।...:)

১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: উপমাগুলো ভালো লাগলো। শুভেচ্ছা।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৫

কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ পাঠে এবং ভাললাগা জানানোর জন্য সোনাবীজ; অথবা ধুলোবালিছাই । অনেক বেশী ভালো লাগে গুনীদের ছোট মন্তব্যেও । শুভেচ্ছা রইলো ।...:)

১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৮

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: এবার ঝটপট বলে ফেলেন তো আগের লেখা আর এই লেখাটার মাঝে পাঠক সংখ্যার হেরফের কেন?

আমার উত্তর- আপনার বক্তব্য।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০৮

কলমের কালি শেষ বলেছেন: আসলে নতুন লেখক বলে কমেন্ট করতে ভয় পেতাম । ভালো লেখকদের ভালো ভালো লেখাগুলোতে কি বুঝে না বুঝে উল্টা পাল্টা মন্তব্য করে ফেলি আবার । তাই লেখাগুলো পড়ে মনে মনে প্লাস দিয়ে চলে যেতাম । এখন একটু আইচ ব্রেকিং হয়েছে তাই ভালো লেখায় নিজের অনুভূতিগুলো প্রকাশের চেষ্টা করি । আপনার উত্তর ভুল হওয়ার কোন চান্স নেই ।

পাঠে এবং কমেন্টে অসংখ্য ধন্যবাদ জুলিয়ান সিদ্দিকী ভাই...:)

১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো লাগলো অনেক । :)
++++

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩১

কলমের কালি শেষ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোলাগাটুকু জানানোর জন্য রেজওয়ানা আলী তনিমা...:)

১৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দারুণ উপভোগ্য কবিতা। দৃশ্যমান অনেক কিছুই তো মাপা যায় না। আর অদৃশ্য মানব মনের খোঁজ কীভাবে পাবে মানুষ?

ধন্যবাদ, কলমের কালি শেষ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৯

কলমের কালি শেষ বলেছেন: মানব মন অনেক বৈচিত্রময় । অনেক ধন্যবাদ কমেন্টে ভাললাগা জানানোর জন্য আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ভাই...:)

১৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২৮

বেগুনী ক্রেয়ন বলেছেন: প্লাস দেবার জন্য লগইন করতেই হলো

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫১

কলমের কালি শেষ বলেছেন: :D :D...অসংখ্য ধন্যবাদ ভাললাগার উচ্চসিত প্রকাশের জন্য বেগুনী ক্রেয়ন ।...:)

১৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: প্রেম মাপামাপির কায়দা ও কানুন ভাল লাগলো ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০১

কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাললাগা জানানোর জন্য সেলিম আনোয়ার ভাই । :)

১৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৫

সত্যচারী বলেছেন: ছোটবেলায় অংকে কাচা ছিলাম, তবে এই হিসাবে ভুল হবেনা :P

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

কলমের কালি শেষ বলেছেন: গ্রেট । মাপামাপি শুরু করে দেন ।... ;) পাঠে এবং কমেন্টে অনেক ধন্যবাদ সত্যচারী ।

১৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমি এই মাসে এত সুন্দর কবিতা পড়ি নাই -------অসাধারণ একটি কবিতা -- এর ভাষা -- উপমা এবং বিন্যাস সব সব সুন্দর হয়েছে -------শুভকামনা রইল কবির জন্য --------

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

কলমের কালি শেষ বলেছেন: হা হা হা । একটু বেশী বেশী লাগছে ! :D সবে তো মাসের শুরু গুনী কবিদের আরও কত কবিতা আসবে ।

পাঠে এবং অত্যধিক ভাললাগার অনুভূতি প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ । আপনার জন্যও শুভ কামনা রইল লাইলী আরজুমান খানম লায়লা । :)

১৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০৫

বাংলার পাই বলেছেন: ভালোবাসা কি মাপা যায়? কি ভাবে মাপতে হয়? কেজিতে না কি মিটারে?

অনেক অনেক ভালো লাগা জানিয়ে গেলাম।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১৪

কলমের কালি শেষ বলেছেন: হুম.. মাপা যায় অনুভূতির কেজি অথবা মিটার দিয়ে সেক্ষেত্রে মনকে ধরতে হবে দাঁড়িপাল্লা হিসেবে ।... ;)

অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভাললাগা জানিয়ে যাওয়ার জন্য ।...:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.