নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের মাঝে একটু আলো.. আলোর অনুসরণ ।\n\nhttps://www.facebook.com/profile.php?id=100004783727702 ।

তর্কে জড়াতে পারবোনা, জ্ঞান সীমিত ।

কলমের কালি শেষ

লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...

কলমের কালি শেষ › বিস্তারিত পোস্টঃ

তুমি যখন সার্জন । :|

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩২

রুগী তুমি রোগ সারতে যাও ডাক্তারের কাছে

আর আমি এসেছি তোমার ধারে

কি করবো হার্টে যে নতুন রোগ বাসা বেধেঁছে

মধুকন্টক ব্যথায় কাতর শরনাপন্ন হয়েছিলাম ডাক্তারের চেম্বারে

একি ! আপনিতো জীবত এর মৃত সংস্করনে রুপান্তরিত হতে যাচ্ছেন

হার্টের বিশাল একটা জায়গা জুড়ে বিশাল এক গোলাপ ফুটেছে !

এখন উপায় কি হবে আমার !!

ডাক্তার বললো যেতে হবে অনিশ্চিত অস্ত্রপাচারে

কিন্তু এর সার্জনতো নেই কোন হসপিটালে

তাহলে আমার কি হবে ডাক্তারসাব আমারে বাঁচান !!

হুম যেতে পারেন তার নিকট রাজি করাতে

আর না পারলে যেত হবে মৃত সংস্করনে ।



তাই এসেছি একমাত্র সার্জন তোমার নিকটে

বিশাল গোলাপটি হার্ট থেকে নাও বের করে

যতন করে রেখো তোমায় হৃদয় মনিকপাটে

না করোনাকো তুমি, তবে যে বাঁচবোনা আমি।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ;) ;) ;)
:P :P :P
=p~ =p~ =p~

আমার মন্তব্যের কবেতটি কেমন লাগলো কবি?

প্রেসক্রিপশনঃ কুমার বিশ্বজিতের "ও...ডাক্তার" গানটা তিনবেলা দুইবার করে আপাতত একমাস চলবে। :-B

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

কলমের কালি শেষ বলেছেন: =p~ =p~ =p~ অসাধারন প্রেসক্রিপশন ডাক্তার সাব । ডাক্তাররা তো বিনে পয়সায় প্রেসক্রিপশন দেয় না । কিন্তু আপনি তো দেহি দিলদরিয়া ডাক্তার । :P :P
পাঠে এবং সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ । :)

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৩

জাফরুল মবীন বলেছেন: আপনার কবিতা আর বোমা ভাইয়ের কমেন্ট-দুটোতেই বেশ মজা পেলাম =p~

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

কলমের কালি শেষ বলেছেন: বোমা ভাই !! =p~ =p~ । অসাধারন নামকরন ।

অসংখ্য ধন্যবাদ মজা পাওয়ার বিষয়টি পাবলিক প্লেইসে প্রকাশের জন্য জাফরুল মবীন ভাই । :)

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৩

নুরএমডিচৌধূরী বলেছেন: দারুন X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X(
কবিতায় ভাললাগা জানিয়ে গেলাম

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

কলমের কালি শেষ বলেছেন: X( X( X(

পাঠে এবং ভাললাগার কমেন্টে অনেক ধন্যবাদ নুরএমডিচৌধূরী ভাই । :)

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

অপূর্ণ রায়হান বলেছেন: একি ! আপনিতো জীবত এর মৃত সংস্করনে রুপান্তরিত হতে যাচ্ছেন
হার্টের বিশাল একটা জায়গা জুড়ে বিশাল এক গোলাপ ফুটেছে !
এখন উপায় কি হবে আমার !!


তো সার্জন কি করলেন ভ্রাতা ? ;)

ভালো থাকবেন :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

কলমের কালি শেষ বলেছেন: =p~ =p~ =p~ সার্জন যন্ত্রপাতি রেড়ী করছেন । কিছু পরিক্ষাও নিচ্ছেন । পরিক্ষার রেজাল্ট ভাল হলে অপারেশনে যাবেন । ;) ;) :P

পাঠে এবং সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ অপূর্ণ রায়হান ভাই । :)

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৯

জুন বলেছেন: তাই এসেছি একমাত্র সার্জন তোমার নিকটে
বিশাল গোলাপটি হার্ট থেকে নাও বের করে

:-*
তো বের করেছে নাকি ককাশে B:-)
=p~ =p~
+

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৭

কলমের কালি শেষ বলেছেন: =p~ =p~ মেডিক্যাল টেষ্ট নিচ্ছে। টেষ্টে পাশ করলেই তবে নিবে । :( :| :P :P

পাঠে এবং ভাললাগার কমেন্ট অসংখ্য ধন্যবাদ জুন ।

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৮

যমুনার চোরাবালি বলেছেন: আমি দেখছিলাম যে একটি রক্তাক্ত গোলাপ একজন সুন্দরী ডাক্তার আপনার হৃদপিন্ড থেকে ছিড়ে দু'হাতে নিয়ে খেলছিলো! শুভেচ্ছা।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৭

কলমের কালি শেষ বলেছেন: :( =p~ =p~ =p~ জেনে মজা পাইলাম ।

পাঠে এবং সুন্দর কমেন্ট অসংখ্য ধন্যবাদ যমুনার চোরাবালি ।

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৭

রোদেলা বলেছেন: মজারতো

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৮

কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ পাঠে এবং ভাললাগার কমেন্টে রোদেলা । :)

৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৬

পার্থ তালুকদার বলেছেন: আপাতত গোলাপটা কিছুদিন থাক না !!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২৩

কলমের কালি শেষ বলেছেন: হুমম :( থাকার এই যন্ত্রনাটাও কিন্তু মজার । ;)

পাঠে এবং কমেন্টে অসংংখ্য ধন্যবাদ পার্থ তালুকদার ভাই । :)

৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৭

নিমকহারাম বলেছেন: রম্য কবিতা !! বেশ ভালো কলমের কালি শেষ !! =p~ =p~

০৪ ঠা অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৫

কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ পাঠে এবং ভালোলাগার মন্তব্যে নিমকহারাম । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.