নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের মাঝে একটু আলো.. আলোর অনুসরণ ।\n\nhttps://www.facebook.com/profile.php?id=100004783727702 ।

তর্কে জড়াতে পারবোনা, জ্ঞান সীমিত ।

কলমের কালি শেষ

লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...

কলমের কালি শেষ › বিস্তারিত পোস্টঃ

কোথাও হারিয়ে যাই ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০৩

একটু বসো !
নিয়ে আসছি কাগজ আর রংতুুলির বাকসো
তোমার সৌন্দর্য্য আঁকবো-
লেপটে থাকা ভালবাসা আঁকবো, হাসিমাখা রেখাটুকু আঁকবো
আরও আঁকবো শরমে মুখ লুকানো ভঙ্গি
নাহ, আঁকতে তো আর পারি না
তোমার এইসবে এঁকে ফেলি উল্টাপাল্টা
থাক ছবি আর আঁকবো না ।

আরেকটু বসো !
চিন্তা করছি তোমায় নিয়ে লিখবো একটা কবিতা
তোমার এলোমেলো মিষ্টি কথাগুলোর কথা লিখবো
তোমার অভিমান মিশ্রিত রাগটুকু লিখবো,
আরও লিখবো তোমার বুক ফুলানো নিঃশ্বাস শব্দ
দুূর, কবিতাও তো লিখতে পারছি না
তোমার এইসবের সঠিক শব্দই তো খুঁজে পাই না ।

নাহ ! আমায় দিয়ে কিছু হবে না
চলো এর চেয়ে ভাল আমরা কোথাও হারিয়ে যাই ।


মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:২০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এই আপনার না কলমের কালি শেষ? কবিতা লিখবেন কেম্নে? ও বুজছি, পেন্সিল দিয়ে। তো কি পেন্সিল? কাঠপেন্সিল না রঙপেন্সিল? ;) :P

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২৮

কলমের কালি শেষ বলেছেন: =p~ =p~ =p~ নাহ কলমের কালি এখনো আছে । ঝাঁকি দিয়ে দিয়ে লিখি । পেন্সিলও সাথে রাখছি । বলাতো যায়না কখন আবার শেষ হয়েে যায় । :P :P

পাঠে এবং সুন্দর প্রশ্নবোধক কমেন্টে অসংখ্য ধন্যবাদ বোকা মানুষ বলতে চায় ভাই । :)

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০৮

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++

ভ্রাতা , শরমের জায়গায় লজ্জায় দিলে মনে হয় আরও একটু শ্রুতিমধুর লাগতো , অন্তত আমার তাই মনে হল :)

ভালো থাকবেন :)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৩৫

কলমের কালি শেষ বলেছেন: কথা ঠিক আমিও ভাবছিলাম শরমের জায়গায় লজ্জাটাই মাননসই হয় কিন্তু একটু ব্যতিক্রমী ভাব আনার ব্যর্থ চেষ্টা আরকি । B-) :P :P

সুন্দর পাঠে এবং ভালোলাগার এত্তগুলা প্লাসে আপনাকেও এত্তগুলা ভাললাগার ধন্যবাদ অপূর্ণ রায়হান ভাই ।

ভাল থাকার শুভ কামনা রইল । :)

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৪

জাফরুল মবীন বলেছেন: দোয়া করি যেন কলমের কালি শেষ না হয় এবং আরও চমৎকার চমৎকার কবিতা উপহার পেতে পারি। :)

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

কলমের কালি শেষ বলেছেন: =p~ =p~ =p~ । আপনার দোয়া পেয়ে আমি অনেক পুলকিত অনুভব করছি । আপনার জন্যও দোয়া রইল । সবসময় ভাল থাকবেন, নিরাপদে থাকবেন আর কইলজা ছেঁড়া ভাল ভাল পুষ্ট দিবেন । :)

পাঠে এবং দোয়ামিশ্রিত সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ জাফরুল মবীন ভাই । :)

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫২

এমএম মিন্টু বলেছেন: কবিতা ভালো লাগলো ++++
তবে ভাই যদি কলমের কালি শেষ হয়ে যায় তাহলে আমরা এত সুন্দর কবিটা পাঠ করবো কি করে ।
তাই সৃষ্টি কর্তার কাছে পার্থনা করি কলমের কালি চির অক্ষয় থাকুক
ভাল থাকবেন সবসময়

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫১

কলমের কালি শেষ বলেছেন: :) :D অসংখ্য ধন্যবাদ দোয়া প্রার্থনার জন্য । আপনার জন্যও দোয়া রইল ভাল থাকুন সবসময়, সুখী জীবনযাপন করুন সবসময় । :)

পাঠে এবং ভাললাগা এবং প্রার্থনামিশ্রিত কমেন্টে অসংখ্য ধন্যবাদ এমএম মিন্টু ভাই । :)

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৩

নাসরিন চৌধুরী বলেছেন: কবিতাই লিখে ফেললেন শেষ পর্যন্ত !!!
সুন্দর লিখেছেন----

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩০

কলমের কালি শেষ বলেছেন: হুম । শেষ পর্যন্ত লিখেই ফেললাম কলমে ঝাঁকিঝুঁকি দিয়ে । |-) B-) :P

পাঠে এবং ভাললাগার অনুভূতি প্রকাশে অসংখ্য ধন্যবাদ নাসরিন চৌধুরী । :)

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:০৬

সুলতানা সাদিয়া বলেছেন: মিষ্টি কবিতা। ভাল লাগলো।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৮

কলমের কালি শেষ বলেছেন: আপনাকেও অসংখ্য মিষ্টি ধন্যবাদ পাঠে এবং মিষ্টি ভাললাগার অনুভূতি প্রকাশে সুলতানা সাদিয়া । :)

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৬

টুতৃদগ বলেছেন: অসম্ভব ভালো লাগলো ..........আপনার অদৃশ্য কলমের কালি কখনোই ফুরাবে না।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:০২

কলমের কালি শেষ বলেছেন: আপনার সুন্দর মন্তব্যেও অসম্ভব ভাল লাগল ।

হুম অদৃশ্য কোন কিছুই ফুরায় না । B-) B-) :P

পাঠে এবং ভাললাগার মন্তব্যে অসংখ্য ধন্যবাদ টুতৃদগ ।

ভাল থাকবেন সবসময় । শুভ কামনা রইল । :)

৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৪

সুমন কর বলেছেন: মিষ্টি কবিতা। ;) পড়তে ভাল লাগল।

০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১২:৪১

কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ পাঠে এবং মিষ্টি ভাললাগা প্রকাশে সুমন কর ভাই । :)

৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ৮:২৭

একলা ফড়িং বলেছেন: নাহ! আমায় দিয়ে কিছু হবে না
চলো এর চেয়ে ভাল আমরা কোথাও হারিয়ে যাই!


চলো হারাই ;) ;)


ঈদের শুভেচ্ছা :)

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১০:০৪

কলমের কালি শেষ বলেছেন: চলো হারাই.. ;) ;) =p~ =p~ =p~

পাঠে এবং নিমন্ত্রনের কমেন্টে অসংখ্য ধন্যবাদ একলা ফড়িং । :)

আপনাকেও ঈদের অনেক শুভেচ্ছা । শুভকামনা । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.