নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের মাঝে একটু আলো.. আলোর অনুসরণ ।\n\nhttps://www.facebook.com/profile.php?id=100004783727702 ।

তর্কে জড়াতে পারবোনা, জ্ঞান সীমিত ।

কলমের কালি শেষ

লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...

কলমের কালি শেষ › বিস্তারিত পোস্টঃ

অতৃপ্ত পূর্ণতালিপি ।

২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৯

সময় কোরে এসো আমার বাড়ীর উঠোনে
তবে এসো মাঝ রাতের একটু পরে
প্রশ্ন কোরো না-
তাহলে যে তুমি হেরে যাবে ।

বিছিয়ে রাখবো তালপাতার পাটি
তুমি বসবে সেথায় ছড়িয়ে শাড়ি
আলো হয়ে থাকবে জ্যোৎস্না এক বাটি
জোনাকিরা ছড়াবে যৌবনের সৌরভী ।

পুথি পাঠে বসবো আমি তোমার মুখোমুখি
আমাদেরই পুথি-
পাঠক আমি, শ্রোতা তুমি
লেখক আমাদের জীবনী।

সারারাত পড়বো পুথি
তুমি শুধুই শুনে যাবে
করবে বারণ বিরক্তিতে
ভোরের সূর্য যতব্দি না ফোটে ।

তোমার ছাড় নেই-
এই তোমার শাস্তি আমার মৃত্যু অবধি
না বলে যাওয়ার অতৃপ্ত পূর্ণতালিপি ।

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: পুঁথি পাঠে বসবো আমি তোমার মুখোমুখি
আমাদেরই পুঁথি-
পাঠক আমি, শ্রোতা তুমি
লেখক আমাদের জীবনী ।






কবিতার পরতে পরতে ছড়িয়ে আছে অতৃপ্ত ভালবাসার গন্ধ। অনেক, অনেক ভাল লাগলো আপনার কবিতা।

২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৪

কলমের কালি শেষ বলেছেন: অনেক ভাললাগা এবং ধন্যবাদ ইমতিয়াজ ১৩ ।

ভাল থাকবেন । শুভ কামনা । :)

২| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৯

অন্ধবিন্দু বলেছেন:






কলমের কালি শেষ,
হৃদয়ের স্বচ্ছ কালি শেষ হয়ে যায়নি, যাবে না। এ-কে ধারণ করতে হয় সাধন করতে হয়। লিখাটিতে সে অনুক্রম দেখতে পাচ্ছি ...

শুভ কামনা রইলো। নিশ্চয়ই কবিতা একদিন উঠনে আসবে শব্দ-জোসনা হয়ে ...

২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৬

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর অনুপ্রেরনামিশ্রিত মন্তব্যে অসংখ্য ভাললাগা এবং ধন্যবাদ অন্ধবিন্দু ।

শুভকামনা সবসময় । :)

৩| ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: পুঁথি !! কবিতায় সেই যুগে ফিরে গেলেন মনে হচ্ছে

২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫৬

কলমের কালি শেষ বলেছেন: হুম । :| ;) ;) পুরনো যুগেই শান্তি ।

সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ এবং ভাললাগা ।

ভাল থাকুন সবসময় । :)

৪| ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৭

নুরএমডিচৌধূরী বলেছেন: বলছিলাম না কলমের কালি শেSH holeO
apnar moner kaলি অবারিত.........
অনেক ভাল লিকেছেন কবি
অনেক অনেক শুভ কামনা
কবিতায় ভাললাগা জানিয়ে গেলাম
+++++++++++

২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩৮

কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ অনুপ্রেরনাদায়ক সুন্দর ভাললাগার মন্তব্যে নুরএমডিচৌধূরী ভাই ।

শুভ কামনা । :)

৫| ২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫২

খেলাঘর বলেছেন:


রাতে কেন, ড্রাকুলা নাকি?

২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৪

কলমের কালি শেষ বলেছেন: পুঁথিতো রাতেই পড়া হয়ে থাকে । আর রাতেই একাকিত্ব জেগে উঠে তাই তাকে আসার আহবান । ;)

৬| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:০০

আমিনুর রহমান বলেছেন:




সুন্দর +

২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৫

কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আমিনুর রহমান ভাই ।

শুভকামনা । :)

৭| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০০

দীপংকর চন্দ বলেছেন: অনেক ভালো লাগা রইলো ভাই।

শুভকামনা। অনিঃশেষ।

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১৮

কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যে দীপংকর চন্দ ভাই ।

ভালো থাকবেন । :)

৮| ২৪ শে অক্টোবর, ২০১৪ ভোর ৫:০০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর হয়েছে+

২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:১২

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং ভাললাগার মন্তব্যে অনেক ভাললাগা এবং ধন্যবাদ রেজওয়ানা আলী তনিমা ।

শুভ কামনা । ভাল থাকুন সবসময় । :)

৯| ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১১

বাড্ডা ঢাকা বলেছেন: অসাধারন কবিতা লেখেছেন ভাইয়া । ৩র্য় ভালো লাগা রেখে গেলাম।
শুভকামনা থাকলো ।

২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৮

কলমের কালি শেষ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ পাঠে এবং ভাললাগার মন্তব্য প্রকাশে বাড্ডা ঢাকা ।

ভাল থাকবেন সবসময় । :)

১০| ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩৬

লেখোয়াড় বলেছেন:

পাঠক আমি, শ্রোতা তুমি
লেখক আমাদের জীবনী ।

..................... এমন জীবনদর্শণ ভাল লাগে।

২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৭

কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর ভাললাগার প্রকাশে লেখোয়াড় ।

শুভ কামনা । :)

১১| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩০

আধখানা চাঁদ বলেছেন: প্লাস। প্লাস। প্লাস। প্লাস।

৪র্থ ভাললাগা প্রিয় কবি। অনেক ভাল লেগেছে। ভাল থাকবেন

০১ লা নভেম্বর, ২০১৪ সকাল ৮:৩৭

কলমের কালি শেষ বলেছেন: অনেক ভালোলাগা আপনার সুন্দর মন্তব্যে আধখানা চাঁদ ।

ভাল থাকুন । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.