নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ও বলতে চাই !

ওয়াসিম ফারুক হ্যাভেন

ব্লগিং হউক সমাজ পরিবর্তনের হাতিয়ার ।

ওয়াসিম ফারুক হ্যাভেন › বিস্তারিত পোস্টঃ

" তরুনরা রাজনীতি বিমুখ কেন ?"

২১ শে জুন, ২০১৩ রাত ৮:৪০

জুনায়েদ আহমেদ পলক – নাটোর শিংরা আসনের সম্মানিত সংসদ সদস্য আজ তার ফেসবুকে স্টাটাস দিয়েছেন " তরুনরা রাজনীতি বিমুখ কেন ?" আসলেই কি কথা টা সত্যি ? আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু মনে হয় যে না আমাদের দেশের তরুনরা তথা আমরা কখনোই রাজনীতি বিমুখ না । কিন্ত আমাদের দেশের বর্তমান রাজনীতিক প্রেক্ষাপটে শুধু মাত্র এই স্রোতটা বিপরীত মুখী ধরায় প্রবাহিত হচ্ছে । যেমন টা ধরেন বর্তমানে প্রতিটা রাজনৈতিক দলের তরুন, ছাত্র ও যুব অংগ সংগঠন আছে । তাতে যারা প্রতিনিধিত্ব করেন তাদের সবার ই তরুন , ছাত্র অথবা যুবক হওয়া কথা কিন্তু বাস্তব্যে কি তেমন টা ? আর যাদের কে নেতৃত্বে নির্বাচিত করা হয় তাদের চারিত্রিক এবং সামাজিক অবস্হান টা ই বা কি ? আজ ও কিন্তু রাজনৈতিক দলের সভা-সমাবেশ বা মিছিল মিটিং এ অধিকাংশ ই যুবক-যুবতী ও তরুন-তরুনীদের ই দেখা যায়। তা হলে প্রশ্ন আমাদের দেশের তরুনরা আদৌ কি রাজনীতিক বিমুখ ? না মোটেও না আমাদের দেশের তরুনরা তথা আমরা কখনোই রাজনীতি বিমুখ নই । কিন্তু আমাদের দেশের রাজনৈতিক দলগুলির কায়েমি স্বার্থ হাসিলের কারনে বর্তমানে আমাদের দেশে মেধাবী ও ন্যায়পরায়ন তরুনেরা রাজনীতি বিমুখ । কারন তারা ( মেধাবী ও ন্যায়পরায়ন তরুনেরা ) কখনো ই সন্ত্রস,প্রতিহিংসা ও দুর্নীতির রাজনীতি কে সর্মথন করে না বা প্রশ্রয় দেরনা । আর তাই বর্তমানে আমাদের দেশে মেধাবী ও ন্যায়পরায়ন তরুনেরা রাজনীতি বিমুখ । আর এর ই ফলশ্রুতিতে আজ যারা আমাদের দেশের নেতৃত্বে আছেন তাদের কাছ থেকে আমরা পাচ্ছি যত সব কান্ডজ্ঞান হীন আচরন, অশালীন কথা বার্তা । যা একটা দেশ ও জাতীর জন্য চরম দূর্ভাগ্য ছাড়া আর কিছু ই না । তার পর ও প্রশ্ন আসে তা হলে কি আমাদের দেশ ও রাজনীতি কি এই গতানু-গতিক ভাবে ই চলবে না এই বাধা অতিক্রম করতে হবে ? না কখনো ই একটি দেশ বা জাতি এি ভাবে লাগাম হীন অবস্হ্যায় চলতে পারে না বা চলতে দেওয়া উচিত না । অবশ্য ই এই বাধা অতিক্রম করতে হবে , এই বাঁধ ভাংতে হবে । আর সেটা শুধু ই আমাদের তরুনদের পক্ষে ই সম্ভব । আর তা করতে হলে প্রয়োজন আমাদের দেশের প্রচলিত গতানু-গতিক খুন, ধর্ষন ,দূর্নীতির রাজনীতি কে সর্মথন না করে বা প্রশ্রয় দিয়ে । নতুন ধারার নতুন চিন্তার রাজনৈতিক প্লাটর্ফম তৈরি করে বর্তমান আমাদের দেশের প্রচলিত গতানু-গতিক খুন, ধর্ষন ,দূর্নীতির রাজনীতি সাথে সম্পৃক্তদের সম্পুর্ণ রুপে বয়কট করা । আর তাতেই আমাদের দেশে মেধাবী ও ন্যায়পরায়ন তরুনেরা রাজনীতি মুখে হবে বলে ই মনে করি ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.