নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ও বলতে চাই !

ওয়াসিম ফারুক হ্যাভেন

ব্লগিং হউক সমাজ পরিবর্তনের হাতিয়ার।

ওয়াসিম ফারুক হ্যাভেন › বিস্তারিত পোস্টঃ

নিলজ্জ ক্ষমতার লোভ ও জাতির বেয়াল্লিশ বছরের আকাংখার দাফন !

১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৭

সবাইকে সালাম শুভেচ্ছা আশাকরি ভাল আছেন । আপনারা আজকের জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের রায় সম্পর্কে

আশা করি সকলেই অবগত আছেন । আজকের এই রায়ের প্রতীক্ষায় সমগ্র জাতি দীর্ঘ বেয়াল্লিশ বছর যাবৎ অপেক্ষায় ছিল কিন্ত আজকের এই রায় সমগ্র জাতি দীর্ঘ বেয়াল্লিশ বছরের সমস্ত চাওয়াকে ধ্বংস করে দিয়েছে । আজ দাফন হয়েছে জাতির দীর্ঘ বেয়াল্লিশ বছরের আকাংখা ।

যার একমাত্র বর্তমান ক্ষমতাশীন দল আওয়ামীলীগ তথা বর্তমান প্রধান মন্ত্রীর নিলজ্জ ক্ষমতার লোভ । ক্ষমতার এমন একটি লোভ যা ত্যাগ করা প্রা্য অসম্ভব আর সেটা যদি হ্য় রাষ্ট্রীয় ক্ষমতা তা হলে তো আর সেখনে বলা কিছুই নাই । বর্তমান আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী আওয়ামীলীগ বিগত পাঁচ সিটি করপোরেশনের নির্বাচনে ভরাডুবির পর তারা পুরোপুরি বুঝতে স্বক্ষম হয়েছে যে বাংলাদেশের জনগন তাদের অপকর্মের উচিত জবাব দিতে শুরু করেছেন তাই আজ তাদের পায়ের তলার মাটি প্রায় শেষ তাই যে কোন মূল্যে তাদের ক্ষমতা ধরে রাখার জন্য তারা প্রাণ পন চে্ষ্টা করছে । তাই কিছু দিন যাবৎ বাতাশে একটা কথা বাজছে যে আওয়ামীলীগের সাথে জামাতই-ই- ইসলামের একটা আতাত চলছে যার প্রমান জামাতের নেতা রাজ্জাকের সাথে হাসিনার বিশেষ উপদেষ্টা গওহর রিজভি্র বৈঠক । যার আয়োজক ছিলেন শেয়ার বাজা্রের হাজার কোটি টাকার লোপাটকারি দরবেশ। আর তাই আমি মনে করি আজকের গোলাম আযমের রায় সেই আতাতের ই প্রথম পদক্ষেপ । আর না হ্য় গোলাম আজমের গোলাম দের প্রা্য় সকলেরই হলো ফাসিঁর রায় অথচ মূল হোতার মাত্র নব্বই বছর ? যদি কোন আদালত পাকিস্হানের গোলাম - ই -আজম কে নব্বই বার ও ফাঁসির দড়িতে ও ঝুলাতো তা হলে ও বোধ হয় জাতির পিপাষা শেষ হতো না ।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫২

আরািফন বলেছেন: সহমত.....................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.