নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ও বলতে চাই !

ওয়াসিম ফারুক হ্যাভেন

ব্লগিং হউক সমাজ পরিবর্তনের হাতিয়ার।

ওয়াসিম ফারুক হ্যাভেন › বিস্তারিত পোস্টঃ

আমরা কি তা হলে আমাদের ভোটের অধিকার টা ও হারাতে বসেছি ?

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১:৫৪

আজকে দৈনিক প্রথম আলোর একটি সংবাদের শিরোনাম ছিল " বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না: মতিয়া " যা আমাকে অত্যন্ত মর্মাহত ও চিন্তিত করেছে । বর্তমান সরকারের মাননীয় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে আমি খুবই শ্রদ্ধার চোখে দেখি এবং তাকে একজন সৎ ও বাস্তববাদী রাজনীতিবিদ হিসেবে মনে করি যিনি " বঙ্গবন্ধুর পিঠের চামড়া দিয়ে কে যেন ডুগডুগি বাজাতে চেয়েছিল " তিনি ই সেই আমাদের মাননীয় মাননীয় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী । তিনি বিনা বাধায় আজ বলেদিলেন বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না । বিএনপি বাংলাদেশের একটি অন্যতম বড় রাজনীতিক দল যারা বাংলাদেশ কে চার বার পরিচালনার জন্য ক্ষমতায় এসেছেন যাদের সংগঠন বাংলাদেশের প্রতিটি পারা-মহল্লায় আছে । এবং গত নির্বাচনের আগে বিভিন্ন জনমত জরিপে প্রকাশিত হয়েছে যে বাংলাদেশে অবাধ সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপির ক্ষমতায় আসা প্রায় শত ভাগ নিষ্চিত । কিন্ত বিএনপি একটি দাবিতে অনড় থেকে সে নির্বাচনকে বর্জন করে আজ সংসদ ছাড়া । আমার ধারনা ছিল বিএনপি ও তাদের জোট হয়তো গত নির্বাচনে অংশ গ্রহন না করে একটা মস্ত বড় ভুল করেছে যার মাসুল আজ তাদের দিতে হচ্ছে । কারন আমার মনেহয়েছিল আওয়ামিলীগ সরকার হয়তো বিএনপি জোটার দাবি না মেনে একটা চরম ভুল করছে কারন যদি বিএনপি জোট সরকার ক্ষমটায় আসে তাহলে হয়তো কখনোই আওয়ামিলীগের পুরোনো দাবি বিএনপি জোটের বর্তমান দাবি তত্ত্বাবধায়ক সরকারে অধিনে নির্বাচন তাহয়তো ভেস্তে যাবে । তাই বিভিন্ন সিটি কর্পোশনের নির্বাচনের পর ধারনা টা ওমন ই ছিল । কিন্তু বর্তমানে প্রধান মন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রী এমপি দের কথায় আসল সত্য ফুটে উঠছে যে বিএনপি ও তদের জোটের যে দাবি তা শত ভাগ বাস্তব সম্মত ও আমাদের দেশের গণতন্ত্র রক্ষার জন্য এটাই সবার এক মাত্র দাবি হওয়া উচিত । এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা কে থাকবে কে থাকবে না কে আসবে কে আসবে না তা নির্ধারন ও নির্বাচন করার একমাত্র মালিক এদেশের জনগন এবং জনগন ই এটা নির্ধারন ও নির্বাচন করবে কিন্তু বেগম মতিয়া চৌধুরিরা তো এটা নির্ধারন ও নির্বাচন করার কেউ না তবে কেন তাদের মুখে আজ এধরনের বক্তব্য ? তা হলে আমরা কি স্বৈরতন্ত্রের দেশে বাস করছি ? আমরা কি তা হলে আমাদের ভোটের অধিকার টা ও হারাতে বসেছি ? আমার তো মনে হয় তা ই যা আজ বেগম মতিয়া চৌধুরি কথায় আরো স্পষ্ট ।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.