নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত ৭ আগস্ট ছিল আমাদের পরিবারের অন্যতম সদস্য অর্ণবের জন্ম দিন মুরব্বীর জন্মদিনের কেক টা আলা হয়েছিল ডিসেন্ট পেস্টি সোপ (Decent Pastry Shop ) থেকে । কেক টা কাটার পর জন্মদিনের আনন্দটা প্রায় অনেক অংশেই মলিন হয়ে গেল যখন দেখা গেল জন্মদিনের কেকের ভিতর ইয়া লম্বা চুল । তাই প্রশ্ন বাংলাদেশে আমারা যেখান থেকে যা ক্রয় করিনা কেন কোথাও মান নিয়ন্ত্রনের কোন বালাই ও নেই তাই প্রশ্ন আমরা কি খাচ্ছি ?
২| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩০
সুমন কর বলেছেন: ভাই কিছু মনে করবেন না। ২য় প্লেটটি দেখে কেক মনে হচ্ছে না। কিংবা জন্মদিনের প্রোগ্রাম করতে গিয়ে অারো মাথা থেকে পড়তে পারে।
তবে এ দেশে কোন কিছু কি ভেজাল ছাড়া অাছে??
©somewhere in net ltd.
১| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০১
ঢাকাবাসী বলেছেন: বেচারা চুলডা ধরা পড়ে বেজ্জতি। আরে সারা দিন ঘাম, ময়লা, মাছির মল, আরো সব হাবি জাবি মেশানো মরা মুর্গী দিয়ে বানানো রুটি সিঙারা আলুচপ পিৎজা খাচ্ছি। আমাদের বডি ইমিউনড হয়ে গেছে।