নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ও বলতে চাই !

ওয়াসিম ফারুক হ্যাভেন

ব্লগিং হউক সমাজ পরিবর্তনের হাতিয়ার ।

ওয়াসিম ফারুক হ্যাভেন › বিস্তারিত পোস্টঃ

একুশ শতকের মগের মুল্লুক !

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৯

বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ ধন্য ধানে পুস্পে ভরা এক শান্তির স্বর্গ রাজ্য । কিন্তু আজ এ স্বর্গ রাজ্য ক্রমেই নরকে পরিনত হচ্ছে । সেই মুঘল আমলে আমাদের এই বাংলার কোন এক এলাকায় মগের মুল্লুক জারি ছিল । আরাকানের মগ ও পর্তুগীজদের অত্যাচরে বিশেষ কিছু এলাকার জনজীবন প্রায় বিপন্ন হয়ে গিয়েছিল । এবার একুশ শতকে এসে সারা বাংলাদেশের ষোল কোটি মানুষের জীবন আজ প্রায় বিপন্ন । আমাদের বর্তমান তথাকথিত রাজনীতি জীবি তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য আজ সমগ্র জাতিকে জিম্মি করে দেশ কে এক নরকে পরিনত করেছে । এক গোষ্ঠি ক্ষমতা হাসিলের জন্য জীবন্ত মানুষকে আগুনে পুড়ে মারছে ।আর এক গোষ্ঠি নিজেদের অবৈধ ক্ষমতাকে পাকা পোক্ত করা জন্য জনগনের করের টাকা কেনা অস্ত্র বুলেট দিয়ে জনগনের করের টাকা পালা প্রশাসন দিয়ে বিনা বিচারে তথা কথিত বন্দুক যুদ্ধের নাম করে মানুষ খুন করছে । বর্তমান সরকারি দল ও এর অংগ সংগঠনের কাছে আজ সমগ্র জাতি জিম্মি । সরকারি প্রশাসন ও সরকারি দলের নেতা কর্মীদের ভয়ে সাধারন মানুষ আজ বাক হীন হয়ে পরেছে । মনে হচ্ছে আমরা যেন আজ এক বাক ভাষা হীন জাতি । কারো কোন ভাষা নেই যেন আমরা কোন ভিন গ্রহের প্রানী । পেট্রোল বোমায় মানব কাবাব , প্রশাসন দিয়ে বিনা বিচারে তথা কথিত বন্দুক যুদ্ধের নাম করে মানুষ খুন আর গুম কত কাল চলবে আমাদের বাংলাদেশে ? সত্যিকারেই কি একুশ শতকে এসে ও সমগ্র দেশ আজ মোঘল আমলের সেই মগের মুল্লুকে পরিনত হয়েছে ? একুশ শতকের বাংলাদেশ এ কোন মগের মুল্লুক ?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৭

চাঁদগাজী বলেছেন:


এটা এখন মগের মুল্লুক

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২০

সোজা কথা বলেছেন: হোক প্রতিবাদ!
রাস্তায় নেমে প্রতিবাদ, প্রতিরোধ করতে হবে। কিন্তু দূর্ভাগ্যের বিষয় তখন আমরা রাস্তায় নামি না! হাহাহা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.