নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ও বলতে চাই !

ওয়াসিম ফারুক হ্যাভেন

ব্লগিং হউক সমাজ পরিবর্তনের হাতিয়ার।

ওয়াসিম ফারুক হ্যাভেন › বিস্তারিত পোস্টঃ

অন্ধকার ঘড়ে সাপ যেন সমস্ত ঘড়েই যেন সাঁপ !

২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৮

এ বছর অর্থাৎ ২০১৫ সাল শুরুই হয়ে ছিলে ইদুঁর বিড়াল খেলার গল্প দিয়ে । বছরের দ্বিতীয় মাস অর্থাৎ ফেব্রুয়ারির ২৬ তারিখে প্রায় দিবালোকে ই বাংলা একাডেমির বই মেলার মূল ফঁটের কাছেই ঘাতকের চাপাতির কোপে খুন হতে হয় মুক্তমনা ব্লগার ও লেখক অভিজিৎ রায় কে সাথে গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা । অভিজিৎ রায় হত্যার দায় স্বীকার করে নেয় উগ্র ইসলামিক জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম। এর পর থেকেই একে একে খুন হন বাবু, বিজয় ,নীল ,দীপন সহ দুই বিদেশী নাগরিক যার প্রতিটির ই দায় স্বীকার করে নিয়েছে নানা নামের উগ্র ইসলামিক জঙ্গি সংগঠন । পরিশেষে এই দায় স্বীকার নিয়ে ও বিতর্কের জন্ম হয় যখন দুই বিদেশি নাগরিক হত্যার পর এর দায় স্বীকার করে নেয় বর্তমান জামনার বহুল আলোচিত আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএস । সরকার ও তার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলে আসছে যে বাংদেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট এর কোন অস্তিত্ব ই নাই হয়তো তাদের কিছু অনুসারী আছে তাদের এমন কথায় আমাদের মনে স্বস্তি আসেনি । কথার ভাবার্থ এমন যে ময়লা নাই তবে দুর্গন্ধ ঠিক ই আছে যা পরিবেশকে নষ্ট করছে । যাই ই হউক শান্তি প্রিয় জাতি হিসেবে আমাদের ও চাওয়া যে আমাদের প্রিয় মাতৃভূমি সকল অপশক্তির নজর থেকে মুক্ত থাকুক । কিন্ত সাম্প্রতি বেশ কিছু ঘটনা আমাদেরকে মানসিক ভাবে বেশ দুচিন্তায় রেখেছে । একের পর এক নানা ধর্ম ও মতার্দশে বিশ্বাসীদের ধর্মীয় আনুষ্ঠানে নারকীয় হামলার ঘটনা । সবশেষ যে ঘটনা বিশেষ করে চিন্তিত করেছে তা হলে রাজশাহীর সেই বাগমাড়ায় আহমাদিয়া মুসলিম জামাতের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলা । এ ঘটনা আবার ও নতুন করে স্বরন করিয়ে দেয় " বাংলা ভাই " ও " শায়েখ আব্দুর রহমান " দের কথা , স্বরন করিয়ে দেয় চাঁদপুর কিংবা গাজীপুরে আদালতে আত্মঘাতী বোমা হামলার কথা । গত কয়েকদিনে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গি দমনে একটি বিশেষ ভূমিকায় অবর্তীন হয়েছেন । হঠাৎ করেই ঢাকা চট্রগ্রাম গাজীপুরে জঙ্গি আস্তানায় হানা অস্ত্র ও বিষ্ফোরক উদ্ধার গুলিতে জঙ্গি নিহত ইত্যাদি ঘটনা আমাদেরকে আনন্দিত করলেও কেন যানি মনের ভিতর একটা খটকা এটে যায় ? সারা দেশে এত গুলি জঙ্গি আস্তানা ও প্রশিক্ষন কেন্দ্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কিভাবে গড়ে উঠল , আমাদের অতি প্রশিক্ষিত গোয়ান্দা সংস্হার লোকার ই বা কি করেছেন এত দিন ? হঠাৎ করে কিভাবে এত গুলি জঙ্গি আস্তানা ও প্রশিক্ষন কেন্দ্রের আবিস্কারে মনে হচ্ছে সাড়া দেশে আরো কত না জানি জঙ্গি আস্তানা ও প্রশিক্ষন কেন্দ্র আছে ? অন্ধকার ঘড়ে সাপ মনে হয় যেন সমস্ত ঘড়েই যেন সাঁপ ! তাই স্বাভাবিক ভাবেই প্রশ্ন আসে যে সরকার কি এতদিন শুধু আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়ান্দা সংস্হাকে শুধু মাত্র তাদের রাজনৈতিক প্রতি পক্ষকে প্রতিহত করার কাজে ব্যস্তছিল , যে সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন জঙ্গি সংগঠন গুলি নিশ্চিন্তে সংগঠিত হয়েছে করেছে শক্তি সঞ্চয় ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.