![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খেলা মানে জয় পরাজয় থাকবে। তারপরেও মেনে নিতে পারছি না। খুব খারাপ লাগছে। খুব কষ্ট লাগছে। এখনো বিশ্বাস করতে পারছিনা আমরা হেরেছি। কিন্তু আসলে আমরা হেরেছে? না হারানো হয়েছে? কথাগুলো সবার কাছে স্বচ্ছ জলের মত পরিষ্কার। এ নিয়ে আর কিছু লিখার ক্ষমতা আমার নেই। লিখা শেষ করতে পারবো বলে মনে হয় না। আজ তিনজন লোকের গোঁড়ামির জন্য পুরো জাতির মনের মধ্যে কালো দাগ দেবার চেষ্টা করেছে তাদের শক্তির অপব্যাবহার করে। কিন্তু তারা মনে হয় ইতিহাস ভুলে গেছে। তারা তো কখনো ইতিহাস পড়ে নাই। একবার ইতিহাস ঘেঁটে আসেন আপনারা তহেলে বুঝবেন। প্রয়োজন আমরা লক্ষ প্রাণের বলি দিতে পারি। কারো কাছে ধন্যা ধরবো না। নিজের যা সমর্থ আছে সেটা নিয়ে লড়াই করে যাবো।
আমার পনেরো কোটি জনগণের নিকট একটা অনুরধ। কাঁদো অনেক কাঁদো কিন্তু ভেঙ্গে পড় না। কাদলে মন হালকা হয় নতুন উদ্যম আসেব। আমরা দেখিয়ে দেব ইনশা-আল্লাহ। সেদিন খুব দূরে না। আমার ক্রিকেটার ভাইদের কাছে অনুরধ আপনারা খেলে যায়। আমরা আছি আপনাদের পাশে। তাকবো চিরদিন।
জয় বাংলা! জয় হয়েছে ক্রিকেট বাংলাদেশের।
©somewhere in net ltd.