নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় কম, করতে হবে অনেক !

গচ্ছিত স্বপ্নগুলো

দূরদদৃষ্টির মানুষ কোনদিন পরাজিত হয় না।

গচ্ছিত স্বপ্নগুলো › বিস্তারিত পোস্টঃ

অতিরিক্ত কোন কিছুই ভালো নয়।

২৮ শে মার্চ, ২০১৫ রাত ১১:২৯

ভারত ক্রিকেট দলের পরাজয়ের পর থেকে মিডিয়ায় তাদের বাঁশ দিতে কেউ বাদ রাখেনি। তাঁদের তৈরি করা মউকা তাঁদের গলার কাটা হয়ে বেঁধেছে। অবশেষে ফোন বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। শুধু কি তায়, মিডিয়া পাড়াতেও চলছে জোর গুঞ্জন। সব কিছুর মূল ছিল বাংলাদেশ-ভারত ম্যাচ।
খেলাকে ইস্যু করা হয়েছে বাংলাদেশের জন্মকে নিয়ে। বাংলাদেশ বলা হয়েছে মিনি পাকিস্তান। এর প্রতিবাদ করেছি আমরা। অনেকে অনেক খারাপ মন্তব্য করেছি। এখানে তাঁদের চেয়ে আমাদের জাতীয় সম্মানকে নিয়ে খেলে করেছেন আমার দেশের অনেক দেশ প্রেমিক ভাই। জানি তারা তাঁদের রাগ ও ক্ষোভ থেকে এগুলো করেছেন। কিন্তু রাগ কাজটা বুদ্ধি দীপ্তির পরিচয় না। এটা বুদ্ধি হীনতার পরিচয়।

এখন সব কিছু চলছে ক্ষমতায়। এটা আমার দেশের ভাইদের নতুন করে বলার কিছু নাই। তারা অনেক দিন থেকে জানে। তাঁদের হাতে ক্ষমতা আছে তাই ব্যবহার করেছে। এটা বাস্তবতা। এটা আমাদের প্রথমে অনুধাবন করতে হবে।
মনে রাখতে হবে "কুকুর মানুষকে কামড়া। ফলাফল হিসেবে মানুষ কি কুকুর কে কামড়া"।

এখন আসি সামর্থ্যের প্রশ্নে, ভারত আমাদের থেকে অনেক শক্তিশালী দল। খেলায় জয় পরাজয় থাকবে। ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরেছে তাঁর মানে এই নয় যে তারা পচে গেছে। তারা সুযোগ পেলে ঠিক জবাব দিয়ে দিবে।

আমাদের সামর্থ্য আছে যেকোন দেশ থেকে সিরিজ জিতে আসার। এমন কি বিশ্বকাপ আমরা জিততে পারি সেটাও দেখিয়েছে। তারপরেও আমরা কিন্তু প্রায় অপেক্ষাকৃত দুর্বল দলের সাথে হেরেছি। তাঁর মানে এই নয় যে তারা আমাদের চেয়ে শক্তিশালী দল। যে কোন দল যে কোন সময় যে কোন কিছু করে ফেলতে পারে।

আমরা ক্রিকেট খেলি জাতি হিসেবে আমাদের সংস্কৃতি জানানোর জন্য। আমাদের মূল লক্ষ খেলার মাধ্যমে বিশ্ববাসীর সামনে আমাদের দেশের ঐতিহ্য তুলে ধরা। আমরা সত্যিই একটা জাতি হিসেবে মডেল হিসেবে দাড়াতে চায়।

আমরা চাই না। আমাদের দেশের খুব বেশি দেশ প্রেমিকের জন্য কেউ বলুক এটা উচিত ছিল না। কেউ বলুক তারা ছোটলোক। তাঁদের সামনে কোন পথ খোলা রাখতে চায় না যে তারা বলবে তারা তো এটা না করলেও পারতো। আমার এমন ভাবে কথা বলবো যেন তাঁদের সামনে কোন পথ খোলা না থাকে আমাদের দিকে আঙ্গুল কিছু বলার।

আমরা হিংসুক না, আমার প্রতিবেশী দেশ, প্রতিবেশী মানুষ ভালো কিছু করলে অবশ্যই বাহবা পাবে। খারাপ করলে শান্তনা পাবে। তুচ্ছ মনে করলে প্রতিজ্ঞ হব। হিংসা করলে মিষ্টি হাঁসি পাবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.