![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকুল আবেদন ভাই যে যাই করেন "ধর্মের গায়ে আগুন জ্বালায়েন না, তাহলে নিজেই জ্বলে যাবেন। ধর্মের নাম ভাঙ্গায় খাওয়ার অভ্যাস ত্যাগ করুন, নিজের নাম ব্যবহার করেন। ভুল ভাল ধর্ম শিখে ধর্মকে ধম্রজালে ফেলে দিয়েন না ভাই। আপনাদের জন্য আজ ইসলাম ধর্মের দিকে আঙ্গুল তুলে দেখাচ্ছে অন্যরা। আপনার বুঝেন না এটা কি খুব মহৎ কাজ করছেন না। ইসলাম ধর্মের মুখে একেবারে চুন কালি লাগায় দিছেন আপনারা।
আর যারা জেনে না জেনে মনে করছি ইসলাম ধর্ম খুব খারাপ, এরা খুন খারাপি ছাড়া কিছু জানে না। এটা যদি মনে করে থাকেন তাহলে দয়া করে এখনি মন থেকে কথাটা ঝেড়ে ফেলে দেন। ধর্মধারী লোকের অভাব নাই। বাংলাদেশে হিসাব করলে কোটির উপরে ধর্মধারী লোক আছে। কিন্তু সবায় তো বুঝে ধর্ম পালন করেনা। কানা হাফেজের মত ধর্ম পালন করছি সবায়। এই কানা হাফেজ সাহেব ধর্মের গোঁড়া ধরে বসে আছে তাহলে ধর্ম যাবে কোন দিকে।
ভাই আগে ধর্মকে জানেন তারপরে যাদের যাদের ইচ্ছে হয় মারেন।
©somewhere in net ltd.