![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত সোমবারের হরতালে তো ঘোষণা দিয়েছিলেন, সব স্কুল কলেজ খোলা থাকবে। জামায়াতীদের ডাকে হরতাল বয়কট করার ঘোষণা দিয়েছিলেন। হরতালের প্রতি অনাস্হা জানাবার জন্য এটা একটা ভালো উদ্যোগ, সন্দেহ নাই।
সেই হিসাবে স্কুল কলেজ খোলা রাখা হয়েছিলো, টিভিতে ভিডিও সহকারে সেটা দেখানোও হয়েছিলো।
আগামী রবিবার আবার মোল্লারা হরতাল ডেকেছে, হতে পারে এর আড়ালে জামায়াতে উস্কানী আছে। এইবার কি আপনি আবার স্কুল কলেজ খোলা রাখার ঘোষণা দিবেন?
যেভাবে ২দিন পর পর সমগ্র দেশে গন্ডগোল করছে কিছু লোক, এর মাঝে ছোট ছোট বাচ্চাদের নিরাপত্তার নিশ্চয়তা আপনি কিংবা আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কি দিতে পারবেন?
আর যদি আগামীকাল আপনি আবার হরতালে স্কুল কলেজ খোলা রাখা নিয়ে কোনো ঘোষণা না দেন, তবে বলবো, গত সোমবারের হরতালে স্কুল খোলা রাখার ঘোষনাটা আপনার পলিটিক্যাল স্ট্যান্ডবাজী ছাড়া আর কিছু নয়।
আপনারা তো মন্ত্রী এমপিরা পুলিশ প্রহরাতে চলাচল করেন, হরতালের আঁচ আপনারা তো পান না।
বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছে কোন মা, হঠাৎ করে একটা ইটের টুকরো ছুটে আসলো ছেলের চোখের উপর, এমন অবস্হা ঢাকা শহরে কোনো হরতালে হবে না, এর নিশ্চয়তা কি শিক্ষামন্ত্রী দিতে পারবেন?
গতসোমবারের হরতালে বাড্ডাতে জামাতীদের তাড়া খেয়ে একটা লেগুনা উল্টে একজন মারা গেছে। একবার চিন্তা করে দেখেছেন, সেই একজন কোনো স্কুলে যাওয়া ছাত্রও তো হতে পারতো। যদি তেমনটা হতো, তবে আপনি কি এর দায় নিতেন?
আমরা নিরাপদে থাকার নিশ্চয়তা চাই। কোনো রকম রাজনৈতিক জেদাজেদি করে ছোটছোট স্কুলে যাওয়া বাচ্চাদের বলির পাঁঠা বানাবেন না।
......................................................................................
বর্তমান পরিস্হিতিতে আমার এই পোস্টখানা সবার হয়ত ভালো নাও লাগতে পারে, তবে যার একট ছোট স্কুল পড়ুয়া সন্তান আছে, তিনি নিশ্চয় বুঝতে পারবেন, আমি কি বুঝাতে চাচ্ছি।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫
এক্সপেরিয়া বলেছেন: নিরাপত্তার নিশ্চয়তা কে দিবে?
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৭
স্বপ্নক বলেছেন: আজকে আন্দোলন ছিল মহানবী (সা) কে অবমাননার প্রতিবাদে ইসলামী দলসমূহের ডাকা আন্দোলন। নাস্তিক ধর্মদ্রোহীদের বিরুদ্ধে তাদের বিচারের দাবি জানিয়ে। শাহবাগের বিরুদ্ধে বা যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে নয়।
যোক্তিক আন্দোলন। এই আন্দোলনের সাথে সব ধর্মপ্রান একাত্ত। জামাত যদি এর সাথে একাত্ততা ঘোষনা করে তাহলে এই আন্দোলন ইনভ্যালিড হয় না যেমনটি নাস্তিকরা/চটিসম্রাটরা শাহবাগ আন্দোলনে অংশ নিলে সেটা ইনভ্যালিড নয় না।
সরকার এই যোক্তিক দাবি মেনে নিলেই পারত তাহলে আর মিছিলের দরকার হত না।
কিন্তু হাসিনা সরকারের পুলিশ মিছিলের উপর গুলি বর্ষণ করে। আর কিছু চামচা মিডিয়া হলুদ সাংবাদিকতায় নেমেছে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯
এক্সপেরিয়া বলেছেন: শাহবাগে পলিটিক্স ঢুকেছে হালকা পাতলা।
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩২
প্রচুর বলেছেন: শিক্ষা মন্ত্রীর খালি কথায় দেশ/স্কুল চালানো যাবেনা।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯
এক্সপেরিয়া বলেছেন: হুমম।
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭
কালবৈশাখীর ঝড় বলেছেন:
ভয় দেখিয়ে কাম হাসিল করতে চাইতেছেন।
হরতালে সবইতো খোলা থাকে, অফিস, ব্যাঙ্ক, বেসরকারি অফিস, গার্মেন্টস, রিকসা, কিছু বাস, ট্রেন,
স্কুল-কলেজ খোলা থাকলে সমস্যা নেই। পরিক্ষা হলেও চলতে সমস্যা নেই।
হাঙ্গামা হলেও ১০ মিনিটেই সাভাবিক অবস্থা হয়ে যায়।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯
এক্সপেরিয়া বলেছেন: ভুল বুঝলেন জনাব।
আপনার কি কোনো সন্তান আছে?
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭
নয়ামুখ বলেছেন: গত সোমবারের হরতালে আমার কোনো সমর্থন না থাকলেও আগামী রোববারের হরতালে পূর্ণ সমর্থ রয়েছে।
আমরা রাজাকারদের বিচার চাই, তবে যারা ইসলাম আর মহানবী( সা: ) কটাক্ষ করে তাদেরও বিচার চাই।
আসুন সবাই মিলে রোববারের হরতালকে সফল কে তুলি।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৪
এক্সপেরিয়া বলেছেন: হরতাল কোনো সমাধান নয়।
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮
স্বপ্নের মানুষ বলেছেন: আশা করি খুলা থাকবে
আশা করি এইখানে লিখবেন চ্যাট, ব্লগ, ফোরাম