![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুদিন আগে মোশারফ করিমের একটা নাটক দেখেছিলাম। নাটকের নাম সম্ভবত "ডাক্তার জামাই"।সে নাটকে মোশারফ করিম অভিনয় করেন এক গ্রাম্য দাতের ডাক্তারের ভুমিকায়।সে আসলে ভুয়া ডাক্তার।
তার কাছে যে রোগের রুগিই আসুক তিনি বলেন দাতের সমস্যা।তিনি দাতের চিকিৎসা দেন,মাক্সিম্যাম ক্ষেত্রে প্লাস দিয়ে টেনে সবার দাত তুলে ফেলেন।এ ভাবে গ্রামের অনেকের দাত তুলে ফেলেন।সব থেকে মজার ব্যাপার তার কাছে একজন ছাগল নিয়ে আসে,বলে ছাগল কিছু খাচ্ছেনা।তিনি বলেন দাতের সমস্যা।দাতের চিকিৎসা দিতে হবে।এক কথায় যার যে অসুখই হোক না কেন,তিনি বলেন দাতের সমস্যা,দাতের চিকিৎসা দেন।সব কিছুকে দাতে নিয়ে গিয়ে দার করান।
এখন আসেন মূল কথায়। আমাদের সমাজের মানুষ গুলোও ভাই সেই ভুয়া গ্রাম ডাক্তারের মত।গ্রামের যত প্রবিন মানুষ আছে সমাজে যত প্রব্লেমই হোক না কেন তারা সবাই একটা জায়গায় এসেই থামে, তা হল যুগের দোষ।
মেয়েদের ক্ষেত্রে :
১০০টা ছেলের মধ্যে যদি ১টা ছেলে একটু খারাপ হয় তবে সব দোষ হয় সেই ১০০ টা ছেলেরই।তার দোষ যে রকমই হোক না কেন মেয়েরা বলে আসলে সব ছেলেরা এ রকমই।তারা এসে থামেন সব ছেলেতে।
ছেলেদের ক্ষেত্রে:-
১০ টা মেয়ের মধ্যে যদি একটা মেয়ে অন্য টাপের ড্রেস পরে,উগ্রভাবে চলে,কাউকে ছ্যাকা দেয় তবে ছেলেরা বলে সব মেয়েরাই একয় রকম। আসলে যত প্রব্লেমই হোক,যে প্রব্লেমই হোক তারা এসে থামে সব মেয়েতে।
দেশে যদি কোথাও কোন প্রব্লেম হয়,এই ধরুন গ্রামে,মহল্লায়,ইউনিভারসিটিতে তবে দেশের আম জনতা বলে সব এ দেশের সরকারের দোষ, কোথাও বাস আক্সিডেন্ট হইছে,নদিতে লঞ্চ ডুবেছে তাও সরকারের দোষ।
আসলে ভাই আমাদের সমাজের সবার অবস্থা হইছে সেই গ্রাম ডাক্তার মোশারফ করিমের মত।সমাজের এক জায়গায় প্রব্লেম,এক বিষয় নিয়ে প্রব্লেম তার দিকে নজর না দিয়ে অন্যদিকে ব্যস্ত।সবাই নিজেকে দায়িত্ব মুক্ত করেন এই বলে,আসলে সব যুগের প্রব্লেম,কেউ বলেন সব সরকারের দোষ, কেউবা বলেন সব ছেলের দোষ,কেউবা বলেন সব মেয়েদের দোষ। আসলে যেখানে ব্যথা সেখানে তেলমালিশ না করে তেলমালিশ করি অন্য যায়গায়।অনেকটা এ রকম,পায়ের আংগুলে ঘা হইছে,পায়ের আংগুল কেটে ফেলতে হবে,তা না করে পা টায় কেটে ফেলে দেয়।নয়ত পায়ের আংগুলের বদলে হাতের আংগুল।আরে আংগুল কাটলেই হল,তা পা হোক আর হাতের হোক,ঘা তো আংগুলেই।
এই হল ভাই আমাদের অবস্থা।আসলে যেই চুড়ি করুক সবার একটাই উত্তর"কেষ্ট বেটাই চোর"
©somewhere in net ltd.