![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ঘরে কালোর তীব্রতা
আমি পাইযে কোথায় আলো,
অনুরোধের ঢিলটা আমি চাঁদের উপর ফেলি
কারন চাঁদটাই শুধু স্বার্থবিহীন বিক্রি করে আলো।
চাঁদের সাথে কোন সখ্য নেই
নেই যে লেনাদেনা,
চাঁদের সাথে প্রথম পরিচয়
উঠোনের এক কোনা।
সেদিন থেকেই দেখছি আমি মিষ্টি হেসে চাঁদ
বিলাচ্ছে তার আলো,
তাই অনুরোধের ঢিলটা আমি চাঁদের উপর ফেলি
কারন চাঁদটাই শুধু স্বার্থবিহীন বিক্রি করে আলো।
চাঁদের মাঝে নেই কো কৃপনতা
দেখিও নি তাই,
দেখার মাঝে দেখছি শুধু চাঁদের চলে যাওয়া
একটু একটু করে পুরুটাই।
আবার সে চাঁদ আসছে ফিরে বিশাল আকাশ জুড়ে
বিলাচ্ছে তার আলো,
তাই অনুরোধের ঢিলটা আমি চাঁদের উপর ফেলি
কারন চাঁদটাই শুধু স্বার্থবিহীন বিক্রি করে আলো।
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৯
ইয়াকুবএ বলেছেন: ধন্যবাদ শাহজাহান ভাই
২| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৭
শাহজাহান মুনির বলেছেন: কারন চাঁদটাই শুধু স্বার্থবিহীন বিক্রি করে আলো।
"বিক্রি" শব্দটার জায়গা্য় আরেকটা সুন্দর শব্দ হলে আরও সুন্দর হত।
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫০
ইয়াকুবএ বলেছেন: ঠিকাছে, ভাই ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৩
শাহজাহান মুনির বলেছেন: কবিতায় ভাললাগা।