নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইয়াকুব

ইয়াকুবএ

মানুষ মানুষের জন্য, জীবন মরনের জন্য।

ইয়াকুবএ › বিস্তারিত পোস্টঃ

অনুরোধ

০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৯

আমি যেদিন মারা যাব উত্তরের শিয়রে,

ইয়াসিন সূরা পাঠ করিও সবাই একটু জোরে।

কোরআন পড়ো পাশে বসে কলমা দিও কানে,

রূহ কবজ হয় যেন ভাই দিনেরই সন্মানে।

ইচ্ছা গুলো পুরন কইরো ওহে মুমীন ভাই,

এই ধরাতে আমার চাওয়ার আর যে কিছু নাই।

আমি পাপী, পাপে তাপী, পাপের নাইরে শেষ,

আমার দেহে পানি ঢেলে পাপ কইরো নি:শ্বেষ।

কবরেতে নেয়ার কালে,

দরূদ পইরো সবাই মিলে,

খেজুর ঢালা পুতে দিও মাথার উপরে,

একটু শান্তি পাই যেন ভাই মাটির তলে।

শেষ ইচ্ছাটা পুরন করার চেষ্টা কইরো সবে,

রাস্তার পাশে কবর দিলে সালাম পাব তবে।

বেড়া দিও চতুর্পাশে, রাসূল আমার নূর,

নাম ফলকে লিখে দিও ইয়াকুবের গোর।

ইচ্ছা গুলো পুরন কইরো ওহে মুমীন ভাই,

এই ধরাতে আমার চাওয়ার আর যে কিছু নাই।



০৩.০৮.২০১৪

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.