![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজ বিকেলে স্বাক্ষী এক জোড়া চোখ,
ভ্যাপসা গরমের সাথে যোগ হয় ইঞ্জিন আর নি:শ্বাস,
দেহের সাথে দেহের উষ্ণ আলিঙ্গন গরমকে আরো বাড়িয়ে দেয়,
ঠাসাঠাসি করে ভিতরে ঢুকেই রাজ্য জয়,
তাতে বাঁধা হয়ে দাঁড়ায় তিন জোড়া ট্রাফিক পুলিশ,
ভাব দেখে মনে হয় যেন এই লাইন তাদের সৎ ছেলে,
সবাইকে তিন বেলা আর তাকে এক বেলা।
কিছুতেই ছাড়তে চায় না তারা,
সামনের লাইন ক্লিয়ার, তবে বাঁধা কোথায়?
অনেক পরে যদি ছাড়েও তবে হাতে গোনা কয়েকটা,
আবার বন্ধ, আবার বেড়ে চলে উদ্বেগ, উৎকন্ঠা,
কখন ছাড়বে গাড়ি, কখন ফিরবে সবাই,
ঘামের পরে ঘাম,
একেক জনের শরীর যেন কৃত্রিম ছোট ঝর্ণা।
২৩.০৮.২০১৪
২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:০৭
ইয়াকুবএ বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
বাংলার পাই বলেছেন: আলোর ব্লগে পড়েছি। এখানেও পড়লাম। ভালো লাগলো।