নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইয়াকুব

ইয়াকুবএ

মানুষ মানুষের জন্য, জীবন মরনের জন্য।

ইয়াকুবএ › বিস্তারিত পোস্টঃ

বিবর্ন চিন্তা

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৫৮

প্রবেশ পত্র পেয়েছ,

হুম, পেয়েছি,

রোল নাম্বারটা বলো,

না, রোল নাম্বার নিতে হবে না।

আরে দেও দেও, অত ভয় কিসের,

পাশ ফেল দুনিয়ারই খেলা,

সবাই সব কিছুতে পাশও করে না,

আবার সবাই সব কিছুতে ফেলও করে না।

এই যে দাড় কাক প্রতিদিন সকালে গলা ছেড়ে ডাকে,

তাই বলে কি সে শিল্পী হয়ে যাবে।

রোল নাম্বারটা দেও,

আমার মানি ব্যাগ নাই তো কি হয়েছে,

পকেটতো সব গুলোই আছে,

একটাতে গুজে রেখে দিব।

পাশ ফেল যাই করো, তাতে কি,

মনের শান্তি,

তুমি নেই তো কি হয়েছে,

তোমার রোল নাম্বারটা তো আমার কাছে আছে।

এতেও কি তুমি সুখ খুঁজে পাও না?

কি বিবর্ন চিন্তা তোমার!



১৭.০৯.২০১৪

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১৫

অপূর্ণ রায়হান বলেছেন: রুপক কবিতা ভালো লাগলো ভ্রাতা +
ভালো থাকবেন :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২৬

ইয়াকুবএ বলেছেন: ভাল লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ ভ্রাতা, শুভেচ্ছা নিবেন।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৫

কলমের কালি শেষ বলেছেন: ভাল লাগলো । :)

১২ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৯

ইয়াকুবএ বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.